ETV Bharat / state

সুখেন্দুর দাবিকে সমর্থন সেলিমের, মোহন-ইস্ট সমর্থকদের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূল সাংসদের - rg kar doctor rape and murder case

Kolkata police summon TMC MP Sukhendu Sekhar Ray: সোশাল মিডিয়ায় ফেরে প্রতিবাদ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের ৷ কলকাতা পুলিশ ডাকাতে ভয় না-করার পাশাপাশি রবিবার যুবভারতীর সামনে মোহন-ইস্ট সমর্থকদের প্রতিবাদকেও সমর্থন জানান বর্ষীয়ান এই তৃণমূল নেতা ৷

rg kar doctor rape and murder case
সুখেন্দুর দাবিকেই সিলমোহর সেলিমের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 9:12 AM IST

Updated : Aug 19, 2024, 9:29 AM IST

কলকাতা, 18 অগাস্ট: আরজি কর-কাণ্ড নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। কলকাতা পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে তদন্তের দাবি করেছেন। সেই দাবিকেই সমর্থন করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ পাশাপাশি আন্দোলনকারীদের মেডিক্যাল ও আইনি আশ্বাস দিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক ৷

রবিবার মুজাফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলনে সেলিম বলেন,"তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছেন বিনীত গোয়েলকে ডাকা হোক। একথা বলেছে বলে কলকাতা পুলিশ তাঁকে ডেকেছে ৷ আমাদের যুবনেত্রী মীনাক্ষী-সহ 7 জনকে ডেকেছে পুলিশ। কাকে ধরার কথা, কার পিছনে ছুটছেন ? প্রতিবাদীদের পিছনে নয়। ধর্ষকদের পিছনে ছুটুন ৷ কামদুনির ঘটনার সময়ও বিনীত গোয়েল সিআইডি-তে ছিলেন। অপরাধীরা শাস্তি পায়নি। কামদুনির নির্যাতিতার পরিবার, ভাই, শিক্ষকরাা ধর্মতলা থেকে কালীঘাট পর্যন্ত হেঁটেছিলেন ৷ মিস্টার বিনীত গোয়াল আপনি এফিসিয়েন্ট নন।"

পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ সেলিম আরও বলেন, "কত আটকাবেন ? আইএমএ সঙ্গে আছে ৷ কতজন ডাক্তারকে ভয় দেখাবেন। পাকিস্তানি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জ্ঞান দিচ্ছে ৷ সেটাও শুনতে হচ্ছে এদের অপদার্থ জন্য। মানুষকে ঠিক করতে হবে, অপরাধীর বিচার হবে, নাকি প্রতিবাদীদের ? বিনীত গোয়েলকে কাঠগড়ায় দাঁড়াতে হবে ৷ আমরা কোন রাজ্যে বাস করছি ? নাটক করে মুখ্যমন্ত্রী মিছিল করছেন ৷"

কলকাতার নগরপাল বিনীত গোয়েল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিয়ে জেরার দাবি জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে লালবাজারে তলব করে কলকাতা পুলিশ ৷ রবিবার বিকেল 4টের সময় তাঁকে লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ যদিও হাজিরা দেননি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ৷

পুলিশি তলব নিয়ে তৃণমূল সাংসাদ অবশ্য প্রকাশ্যে মুখ খোলেননি ৷ তবে রবিবার রাতে এক্স হ্যান্ডলে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি ভয় করব না...’ গানের লিঙ্ক শেয়ার করেছেন । নিজের অবস্থান থেকে ভয় না-পাওয়ার কথাই এ গানের মাধ্যমে বোঝাতে চেয়েছেন তিনি ৷ পাশাপাশি, রবিবার যুবভারতীর সামনে মোহন-ইস্ট সমর্থকদের প্রতিবাদকেও সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমি সকল ফুটবল ও ক্রীড়াপ্রেমীদের কাছে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকদের নির্বিচারে গ্রেফতারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানাই ৷ জয় মোহনবাগান ! জয় ইস্টবেঙ্গল!

ডুরান্ডের ডার্বি বন্ধ নিয়ে সেলিমের বক্তব্য, "ধন্যবাদ ফুটবলপ্রেমীদের। খেলা হবে দিবস পালন করলেও খেলা বন্ধ। জেলা ও কলকাতা পুলিশ বাড়ি বাড়ি যাচ্ছে ৷ আধা ফ্যাসিবাদী সন্ত্রাস ৷ কাউকে গ্রেফতার, কাউকে ভয় দেখাচ্ছে ৷ প্রতিবাদী নোটিশ দিচ্ছে ৷ মূল ঘটনা ঘটল সারা বিশ্বে রাগ-ঘৃণা-প্রতিবাদ আছড়ে পড়ছে ৷ পুলিশ বলছে, প্রতিবাদ করো না। নতুন আইন প্রণয়নে রাজ্য ও কলকাতা পুলিশ প্রতিযোগিতা করছে ।"

সেলিমের আরও অভিযোগ, "তৃণমূলের মুখপাত্র তাঁর সম্পাদনার কাগজও নিয়েও প্রশ্ন তুলছে ৷ একটা অসাধু চক্র আছে ৷ দুর্নীতির দুষ্কৃতী চক্র। হাসপাতাল মেডিক্যাল কলেজে সক্রিয় ৷ পরিষেবা টেন্ডারকর্মী নিয়োগ ও স্বাস্থ্য সাথী বলে চিৎকার কাছে, আর দুরারোগ্য ব্যাধি গ্রাস করছে হাসপাতালকে ৷"

কলকাতা, 18 অগাস্ট: আরজি কর-কাণ্ড নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। কলকাতা পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে তদন্তের দাবি করেছেন। সেই দাবিকেই সমর্থন করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ পাশাপাশি আন্দোলনকারীদের মেডিক্যাল ও আইনি আশ্বাস দিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক ৷

রবিবার মুজাফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলনে সেলিম বলেন,"তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছেন বিনীত গোয়েলকে ডাকা হোক। একথা বলেছে বলে কলকাতা পুলিশ তাঁকে ডেকেছে ৷ আমাদের যুবনেত্রী মীনাক্ষী-সহ 7 জনকে ডেকেছে পুলিশ। কাকে ধরার কথা, কার পিছনে ছুটছেন ? প্রতিবাদীদের পিছনে নয়। ধর্ষকদের পিছনে ছুটুন ৷ কামদুনির ঘটনার সময়ও বিনীত গোয়েল সিআইডি-তে ছিলেন। অপরাধীরা শাস্তি পায়নি। কামদুনির নির্যাতিতার পরিবার, ভাই, শিক্ষকরাা ধর্মতলা থেকে কালীঘাট পর্যন্ত হেঁটেছিলেন ৷ মিস্টার বিনীত গোয়াল আপনি এফিসিয়েন্ট নন।"

পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ সেলিম আরও বলেন, "কত আটকাবেন ? আইএমএ সঙ্গে আছে ৷ কতজন ডাক্তারকে ভয় দেখাবেন। পাকিস্তানি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জ্ঞান দিচ্ছে ৷ সেটাও শুনতে হচ্ছে এদের অপদার্থ জন্য। মানুষকে ঠিক করতে হবে, অপরাধীর বিচার হবে, নাকি প্রতিবাদীদের ? বিনীত গোয়েলকে কাঠগড়ায় দাঁড়াতে হবে ৷ আমরা কোন রাজ্যে বাস করছি ? নাটক করে মুখ্যমন্ত্রী মিছিল করছেন ৷"

কলকাতার নগরপাল বিনীত গোয়েল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিয়ে জেরার দাবি জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে লালবাজারে তলব করে কলকাতা পুলিশ ৷ রবিবার বিকেল 4টের সময় তাঁকে লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ যদিও হাজিরা দেননি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ৷

পুলিশি তলব নিয়ে তৃণমূল সাংসাদ অবশ্য প্রকাশ্যে মুখ খোলেননি ৷ তবে রবিবার রাতে এক্স হ্যান্ডলে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি ভয় করব না...’ গানের লিঙ্ক শেয়ার করেছেন । নিজের অবস্থান থেকে ভয় না-পাওয়ার কথাই এ গানের মাধ্যমে বোঝাতে চেয়েছেন তিনি ৷ পাশাপাশি, রবিবার যুবভারতীর সামনে মোহন-ইস্ট সমর্থকদের প্রতিবাদকেও সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমি সকল ফুটবল ও ক্রীড়াপ্রেমীদের কাছে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকদের নির্বিচারে গ্রেফতারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানাই ৷ জয় মোহনবাগান ! জয় ইস্টবেঙ্গল!

ডুরান্ডের ডার্বি বন্ধ নিয়ে সেলিমের বক্তব্য, "ধন্যবাদ ফুটবলপ্রেমীদের। খেলা হবে দিবস পালন করলেও খেলা বন্ধ। জেলা ও কলকাতা পুলিশ বাড়ি বাড়ি যাচ্ছে ৷ আধা ফ্যাসিবাদী সন্ত্রাস ৷ কাউকে গ্রেফতার, কাউকে ভয় দেখাচ্ছে ৷ প্রতিবাদী নোটিশ দিচ্ছে ৷ মূল ঘটনা ঘটল সারা বিশ্বে রাগ-ঘৃণা-প্রতিবাদ আছড়ে পড়ছে ৷ পুলিশ বলছে, প্রতিবাদ করো না। নতুন আইন প্রণয়নে রাজ্য ও কলকাতা পুলিশ প্রতিযোগিতা করছে ।"

সেলিমের আরও অভিযোগ, "তৃণমূলের মুখপাত্র তাঁর সম্পাদনার কাগজও নিয়েও প্রশ্ন তুলছে ৷ একটা অসাধু চক্র আছে ৷ দুর্নীতির দুষ্কৃতী চক্র। হাসপাতাল মেডিক্যাল কলেজে সক্রিয় ৷ পরিষেবা টেন্ডারকর্মী নিয়োগ ও স্বাস্থ্য সাথী বলে চিৎকার কাছে, আর দুরারোগ্য ব্যাধি গ্রাস করছে হাসপাতালকে ৷"

Last Updated : Aug 19, 2024, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.