ETV Bharat / state

আচমকাই অসুস্থ, ভোট চলাকালীন প্রাণ গেলে সিপিএম কর্মীর - CPIM Worker DIES

Cpim Worker Dies: ভোট চলাকালীন প্রাণ গেল সিপিএম কর্মীর। দলের ক্যাম্প অফিসে বসে থাকার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

cpim worker death
প্রাণ গেলে সিপিএম কর্মীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 10:19 PM IST

ধূপগুড়ি, 19 এপ্রিল: ভোটের দিন প্রাণ হারালেন এক সিপিএম কর্মী। ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকায় ১২৪ নম্বর বুথের বাইরে সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসে ছিলেন প্রদীপ দাস(৫৮)। সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি । স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে এই মৃত্যু ঘটল তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

সিপিএম সূত্রে খবর, দলের একনিষ্ঠ কর্মী ছিলেন প্রদীপ দাস । তাঁর মৃত্যুতে দলীয় সতীর্থদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর দুই কন্যা এবং এক পুত্র আছেন । মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। প্রদীপ পেশায় ছিলেন সবজি বিক্রেতা ।

সিপিএমের স্থানীয় এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত রায় জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ভোট নিয়ে উৎসাহিত ছিলেন প্রদীপ । প্রচার পর্বের শুরু থেকেই ছিলেন সক্রিয় । বাড়ি বাড়ি গিয়ে প্রচার থেকে শুরু করে মিছিলে হেঁটেছেন। দীর্ঘদিন ধরেই সিপিএমের সঙ্গে জড়িত ছিলেন তিনি ।

এদিন ভোট শুরু হতেই প্রদীপ চলে আসেন ক্যাম্প অফিসে । নিজের হাতে ফেস্টুনও লাগান । এরপর অস্থায়ী ক্যাম্পেই বসে ছিলেন। নেতা-কর্মীদের সঙ্গে ভোট নিয়ে আলোচনাও করছিলেন । ভোট দিতে যাওয়ার সময় ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতও সারেন তিনি। তখনও আশপাশের কেউ বুঝতে পারেননি অল্প সময় পরেই কী ভয়াবহ ঘটনার সাক্ষী থাকতে হবে তাঁদের ।

জানা গিয়েছে, আচমকাই প্রদীপের শরীর খারাপ হতে শুরু করে। দেরি না করে দলীয় সতীর্থরা তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । দীর্ঘদিন ধরেই দল করেছেন প্রদীপ । সতীর্থরা তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত । এই ঘটনা বাদ দিলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট ছিল শান্তিপূর্ণই । এই লোকসভা কেন্দ্রে নির্বিঘ্নেই ভোট করিয়েছে নির্বাচন কমিশন ।

আরও পড়ুন:

  1. দিনভর 556টি অভিযোগ ! তিন কেন্দ্রে ভোট ‘শান্তিপূর্ণ’, জানাল কমিশন
  2. ভোট প্রক্রিয়া মিটতেই উত্তরের তিন কেন্দ্রে আগাম বিজয় মিছিল তৃণমূলের
  3. কুণাল অস্ত্রেই সুদীপকে মাত, অভিনব প্রচার বাম-কংগ্রেসের

ধূপগুড়ি, 19 এপ্রিল: ভোটের দিন প্রাণ হারালেন এক সিপিএম কর্মী। ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকায় ১২৪ নম্বর বুথের বাইরে সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসে ছিলেন প্রদীপ দাস(৫৮)। সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি । স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে এই মৃত্যু ঘটল তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

সিপিএম সূত্রে খবর, দলের একনিষ্ঠ কর্মী ছিলেন প্রদীপ দাস । তাঁর মৃত্যুতে দলীয় সতীর্থদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর দুই কন্যা এবং এক পুত্র আছেন । মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। প্রদীপ পেশায় ছিলেন সবজি বিক্রেতা ।

সিপিএমের স্থানীয় এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত রায় জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ভোট নিয়ে উৎসাহিত ছিলেন প্রদীপ । প্রচার পর্বের শুরু থেকেই ছিলেন সক্রিয় । বাড়ি বাড়ি গিয়ে প্রচার থেকে শুরু করে মিছিলে হেঁটেছেন। দীর্ঘদিন ধরেই সিপিএমের সঙ্গে জড়িত ছিলেন তিনি ।

এদিন ভোট শুরু হতেই প্রদীপ চলে আসেন ক্যাম্প অফিসে । নিজের হাতে ফেস্টুনও লাগান । এরপর অস্থায়ী ক্যাম্পেই বসে ছিলেন। নেতা-কর্মীদের সঙ্গে ভোট নিয়ে আলোচনাও করছিলেন । ভোট দিতে যাওয়ার সময় ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতও সারেন তিনি। তখনও আশপাশের কেউ বুঝতে পারেননি অল্প সময় পরেই কী ভয়াবহ ঘটনার সাক্ষী থাকতে হবে তাঁদের ।

জানা গিয়েছে, আচমকাই প্রদীপের শরীর খারাপ হতে শুরু করে। দেরি না করে দলীয় সতীর্থরা তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । দীর্ঘদিন ধরেই দল করেছেন প্রদীপ । সতীর্থরা তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত । এই ঘটনা বাদ দিলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট ছিল শান্তিপূর্ণই । এই লোকসভা কেন্দ্রে নির্বিঘ্নেই ভোট করিয়েছে নির্বাচন কমিশন ।

আরও পড়ুন:

  1. দিনভর 556টি অভিযোগ ! তিন কেন্দ্রে ভোট ‘শান্তিপূর্ণ’, জানাল কমিশন
  2. ভোট প্রক্রিয়া মিটতেই উত্তরের তিন কেন্দ্রে আগাম বিজয় মিছিল তৃণমূলের
  3. কুণাল অস্ত্রেই সুদীপকে মাত, অভিনব প্রচার বাম-কংগ্রেসের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.