ETV Bharat / state

'ধর্ষক তোর বাড়ির কেউ ?' আরজি কর কাণ্ডে মালদা তৃণমূল সভাপতিকে প্রশ্ন শতরূপের

আরজি করের তরুণী চিকিৎসকদের ধর্ষকরা কি মালদা জেলা তৃণমূল সভাপতির পরিবারের সদস্য ? খোলা মঞ্চে প্রশ্ন তুললেন সিপিআই(এম) নেতা শতরূপ ৷

CPIM Leader Shatarup Ghosh and Malda TMC District President Abdur Rahim Bakshi
মালদা তৃণমূল জেলা সভাপতিকে আক্রমণ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2024, 12:35 PM IST

Updated : Oct 22, 2024, 1:36 PM IST

মালদা, 22 অক্টোবর: আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলনকারীদের গণধোলাই দেওয়ার হুমকি দিয়েছিলেন মালদার জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি ৷ এই অভিযোগের পালটা জেলা তৃণমূল সভাপতিকে বেনজির ভাষায় আক্রমণ করলেন সিপিআই(এম) নেতা শতরূপ ৷ মঞ্চ থেকে তিনি সরাসরি প্রশ্ন তুললেন, "ধর্ষক তোর বাড়ির কেউ হয় ?"

রহিম বকসিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "পুলিশের কোলে বসে গণধোলাইয়ের ভয় দেখাচ্ছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, সাহস থাকলে এক বেলার জন্য পুলিশকর্মীদের কর্মবিরতিতে পাঠান ৷ তারপর রহিম বকসি আসুন গণধোলাই দিতে ৷ মানুষ ডুগডুগি বাজাবে আর রহিম বকসি দাঁড়িয়ে বাঁদর নাচ নাচবে ৷" শতরূপের এমন মন্তব্যকে অবশ্য পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা আবদুর রহিম ৷ বাম নেতার এহেন মন্তব্যে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তাহলে কি বামেরাও কুকথার রাজনীতিতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়ছে ?

মালদার তৃণমূল জেলা সভাপতিকে বেনজির আক্রমণ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (ইটিভি ভারত)

আরজি করের ঘটনায় বিচারের দাবিতে সোমবার হরিশ্চন্দ্রপুরে রাতের দখল নেওয়ার ডাক দেয় সিপিআই(এম)-এর সব শাখা সংগঠন ৷ সঙ্গে ছিল গণসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি ৷ এই কর্মসূচিতে অংশ নিতেই মালদায় যানন শতরূপ ৷ হাজির ছিলেন নিরাপদ সরকার, কনীনিকা বোস ঘোষ, মোনালিসা সিনহা, জামিল ফিরদৌস, অম্বর মিত্রদের মতো নেতা-নেত্রীরাও ৷ লাল ঝান্ডার ডাকে রাতের দখল কর্মসূচিতে অংশ নিয়েছিলেন স্থানীয়রাও ৷

এদিন বক্তৃতা দেওয়ার রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসিকে বেলাগাম আক্রমণ করেন শতরূপ ৷ তিনি বলেন, "আরজি কর ইস্যুতে যাঁরা বিচার চাইছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলছেন, দুর্গাপুজো এসেছে ৷ এক মাস অনেক প্রতিবাদ হয়েছে ৷ এবার উৎসবে ফেরা হোক ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা বাঁদরগুলো গোটা রাজ্যে ছড়িয়ে রয়েছে৷ তার মধ্যে একটা আবদুর রহিম বকসি ৷"

শতরূপ আরও বলেন, "ক’দিন আগে তিনি একটি মিটিংয়ে বলেছে, আরজি করের ঘটনার প্রতিবাদ করে যাঁরা রাস্তায় নেমেছেন, তাঁদের গণধোলাই দেওয়া হবে ৷ ওই মঞ্চে আবার সাবিত্রী মিত্রের মতো নেত্রী বসে রয়েছেন ৷ কেন ? আরজি করে তিলোত্তমার ধর্ষকদের কেউ কি তাঁর বাড়ির লোক ?”

শতরূপের মন্তব্যের প্রেক্ষিতে আবদুর রহিম বকসি ফোনে বলেন, "ওই পাগলের কথার আর কী উত্তর দেব ? রাজ্যের মানুষ ওদের ছুড়ে ফেলে দিয়েছে ৷ একটা আসনেও জিততে পারে না ৷ জনপ্রতিনিধি হতে পারে না ৷ এসব কথা বলে মানুষকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে ৷ এসব কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না ৷”

সিপিআই(এম)-এর রাজ্য কমিটির এই সদস্যের বক্তব্য, "আরজি করের ঘটনায় যাঁদের নাম বেরিয়ে এসেছে, তারা কেউ পলিগ্রাফ বা নার্কো টেস্টে রাজি হচ্ছে না ৷ তাঁরা নাকি সবাই ধোয়া তুলসীপাতা ৷ সব নাকি সঞ্জয় রায়ের দোষ ৷ ধৃত সন্দীপ ঘোষ হাসপাতালের ওষুধ বিক্রি থেকে শুরু করে মৃতদেহের সঙ্গে নোংরা ভিডিয়ো বানিয়েও বিদেশের সঙ্গে ব্যবসা করত ৷"

কলকাতা ফেরার পথে শতরূপ ঘোষ তাঁর বক্তব্যের সমর্থনে বলেন, "আমি কোনও ভুল কিছু বলিনি ৷ আমি বলেছি, বিচারের দাবিতে যাঁরা রাস্তায় নেমেছে, রহিম বকসি তাদের গণধোলাইয়ের ভয় দেখাচ্ছে ৷ পুলিশ পাশ থেকে সরে গেলে দেখা যাবে গণধোলাই কে খায় ৷ শুধু এক বেলার জন্য পুলিশ কর্মবিরতিতে যাক ৷ তিলোত্তমার ধর্ষণের ঘটনায় নিশ্চয়ই রহিম বকসির পরিবারের কেউ জড়িত ? নইলে তাঁর এত গাত্রদাহ কেন ?” আবাস যোজনা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, "এটা কেন্দ্রের যোজনা ৷ সব মানুষকে বাড়ি তৈরির করে দেওয়ার মতো টাকা রাজ্যের নেই ৷ অথচ, তৃণমূল এই প্রকল্পকে নিজেদের বলে চালাচ্ছে ৷ এবার মানুষ এই প্রকল্পের টাকা না পেলে কিন্তু একটা তৃণমূল নেতার বাড়িও আস্ত থাকবে না ৷"

মালদা, 22 অক্টোবর: আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলনকারীদের গণধোলাই দেওয়ার হুমকি দিয়েছিলেন মালদার জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি ৷ এই অভিযোগের পালটা জেলা তৃণমূল সভাপতিকে বেনজির ভাষায় আক্রমণ করলেন সিপিআই(এম) নেতা শতরূপ ৷ মঞ্চ থেকে তিনি সরাসরি প্রশ্ন তুললেন, "ধর্ষক তোর বাড়ির কেউ হয় ?"

রহিম বকসিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "পুলিশের কোলে বসে গণধোলাইয়ের ভয় দেখাচ্ছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, সাহস থাকলে এক বেলার জন্য পুলিশকর্মীদের কর্মবিরতিতে পাঠান ৷ তারপর রহিম বকসি আসুন গণধোলাই দিতে ৷ মানুষ ডুগডুগি বাজাবে আর রহিম বকসি দাঁড়িয়ে বাঁদর নাচ নাচবে ৷" শতরূপের এমন মন্তব্যকে অবশ্য পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা আবদুর রহিম ৷ বাম নেতার এহেন মন্তব্যে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তাহলে কি বামেরাও কুকথার রাজনীতিতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়ছে ?

মালদার তৃণমূল জেলা সভাপতিকে বেনজির আক্রমণ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (ইটিভি ভারত)

আরজি করের ঘটনায় বিচারের দাবিতে সোমবার হরিশ্চন্দ্রপুরে রাতের দখল নেওয়ার ডাক দেয় সিপিআই(এম)-এর সব শাখা সংগঠন ৷ সঙ্গে ছিল গণসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি ৷ এই কর্মসূচিতে অংশ নিতেই মালদায় যানন শতরূপ ৷ হাজির ছিলেন নিরাপদ সরকার, কনীনিকা বোস ঘোষ, মোনালিসা সিনহা, জামিল ফিরদৌস, অম্বর মিত্রদের মতো নেতা-নেত্রীরাও ৷ লাল ঝান্ডার ডাকে রাতের দখল কর্মসূচিতে অংশ নিয়েছিলেন স্থানীয়রাও ৷

এদিন বক্তৃতা দেওয়ার রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসিকে বেলাগাম আক্রমণ করেন শতরূপ ৷ তিনি বলেন, "আরজি কর ইস্যুতে যাঁরা বিচার চাইছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলছেন, দুর্গাপুজো এসেছে ৷ এক মাস অনেক প্রতিবাদ হয়েছে ৷ এবার উৎসবে ফেরা হোক ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা বাঁদরগুলো গোটা রাজ্যে ছড়িয়ে রয়েছে৷ তার মধ্যে একটা আবদুর রহিম বকসি ৷"

শতরূপ আরও বলেন, "ক’দিন আগে তিনি একটি মিটিংয়ে বলেছে, আরজি করের ঘটনার প্রতিবাদ করে যাঁরা রাস্তায় নেমেছেন, তাঁদের গণধোলাই দেওয়া হবে ৷ ওই মঞ্চে আবার সাবিত্রী মিত্রের মতো নেত্রী বসে রয়েছেন ৷ কেন ? আরজি করে তিলোত্তমার ধর্ষকদের কেউ কি তাঁর বাড়ির লোক ?”

শতরূপের মন্তব্যের প্রেক্ষিতে আবদুর রহিম বকসি ফোনে বলেন, "ওই পাগলের কথার আর কী উত্তর দেব ? রাজ্যের মানুষ ওদের ছুড়ে ফেলে দিয়েছে ৷ একটা আসনেও জিততে পারে না ৷ জনপ্রতিনিধি হতে পারে না ৷ এসব কথা বলে মানুষকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে ৷ এসব কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না ৷”

সিপিআই(এম)-এর রাজ্য কমিটির এই সদস্যের বক্তব্য, "আরজি করের ঘটনায় যাঁদের নাম বেরিয়ে এসেছে, তারা কেউ পলিগ্রাফ বা নার্কো টেস্টে রাজি হচ্ছে না ৷ তাঁরা নাকি সবাই ধোয়া তুলসীপাতা ৷ সব নাকি সঞ্জয় রায়ের দোষ ৷ ধৃত সন্দীপ ঘোষ হাসপাতালের ওষুধ বিক্রি থেকে শুরু করে মৃতদেহের সঙ্গে নোংরা ভিডিয়ো বানিয়েও বিদেশের সঙ্গে ব্যবসা করত ৷"

কলকাতা ফেরার পথে শতরূপ ঘোষ তাঁর বক্তব্যের সমর্থনে বলেন, "আমি কোনও ভুল কিছু বলিনি ৷ আমি বলেছি, বিচারের দাবিতে যাঁরা রাস্তায় নেমেছে, রহিম বকসি তাদের গণধোলাইয়ের ভয় দেখাচ্ছে ৷ পুলিশ পাশ থেকে সরে গেলে দেখা যাবে গণধোলাই কে খায় ৷ শুধু এক বেলার জন্য পুলিশ কর্মবিরতিতে যাক ৷ তিলোত্তমার ধর্ষণের ঘটনায় নিশ্চয়ই রহিম বকসির পরিবারের কেউ জড়িত ? নইলে তাঁর এত গাত্রদাহ কেন ?” আবাস যোজনা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, "এটা কেন্দ্রের যোজনা ৷ সব মানুষকে বাড়ি তৈরির করে দেওয়ার মতো টাকা রাজ্যের নেই ৷ অথচ, তৃণমূল এই প্রকল্পকে নিজেদের বলে চালাচ্ছে ৷ এবার মানুষ এই প্রকল্পের টাকা না পেলে কিন্তু একটা তৃণমূল নেতার বাড়িও আস্ত থাকবে না ৷"

Last Updated : Oct 22, 2024, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.