রানাঘাট, 10 জুলাই: ভোট মেটার আগেই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানাল সিপিআইএম ৷ তাদের অভিযোগ, উপনির্বাচনের নামে প্রহসন হয়েছে নদিয়ার রানাঘাট দক্ষিণে ৷ শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ এরই জেরে পুনর্নির্বাচনের দাবিতে বুধবার বিকেলে মহকুমাশাসকের দফতরে ডেপুটেশন জমা দেন সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস ৷
ভোট তখনও মেটেনি ৷ তার আগেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মহাকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করলেন সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস । তাঁদের মূল অভিযোগ, উপনির্বাচনে রাজ্যের শাসকদলের হয়ে কাজ করেছে পুলিশ । আরও অভিযোগ, একাধিক সিপিআইএম নেতৃত্বের উপর হামলা চালানো হয়েছে, তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ আর এই সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।
সিপিআইএম-এর দাবি, এদিন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নামে প্রহসন হয়েছে ৷ তাই এখানে পুনর্নির্বাচন দাবি করেন সিপিআইএম কর্মী-সমর্থকেরা । সেই দাবি নিয়েই আজ মহকুমাশাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করেন সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস ও তাঁর দলের কর্মী সমর্থকরা ৷ পরে এই নিয়ে ডেপুটেশনও জমা দেন তাঁরা ৷
সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাসের মতে, "রাজ্যের প্রধান বিরোধী দলকে এদিন রাস্তায় দেখা যায়নি ৷ নির্বাচন কমিশনও একেবারে চুপ ৷ কাজেই নির্বাচন কমিশনের চালিকাশক্তি বিজেপি ও তৃণমূল এক হয়ে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচনে ভোট লুট করেছে ৷ এখানে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে, এটাই আমাদের দাবি ৷"
সিপিআইএম কর্মী সবুজ দাসের কথায়, "অকাল নির্বাচন যে মানুষের উপর চাপিয়ে দেওয়া হল, সেখানে মানুষের ভোটেই এই নির্বাচন হল না ৷ গুলি, বোমা চলেছে ৷ হুমকি দেওয়া হয়েছে ৷ প্রশাসন নির্বাক, ঠুঁটো জগন্নাথ ৷ আমরা নির্বাচন কমিশনকেও জানাব পুনর্নির্বাচন করার জন্য ৷"