ETV Bharat / state

বামেদের মহিলা এজেন্ট, প্রার্থী সায়রাকে হেনস্তার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - Lok Sabha Election 2023 - LOK SABHA ELECTION 2023

CPIM Candidate Saira Shah Halim: বালিগঞ্জের মডার্ন হাইস্কুলে ব্যাপক উত্তেজনা ৷ সিপিএমের বুথ এজেন্ট তথা প্রাক্তন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের মেয়ে রোশনারাকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ ৷ তৃণমূলের এজেন্টদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন কলকাতা দক্ষিণের সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম ।

CPIM Candidate Saira Shah Halim
কলকাতা দক্ষিণের সিপিআই (এম) প্রার্থী সায়রা শাহ হালিম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 2:00 PM IST

কলকাতা, 1 জুন: সিপিএমের মহিলা এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এজেন্টকে বুথে বসাতে এসে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন কলকাতা দক্ষিণের সিপিআই (এম) প্রার্থী সায়রা শাহ হালিম । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বালিগঞ্জের মডার্ন হাইস্কুলে ৷ সায়রা শাহ হালিমের অভিযোগ, এজেন্টকে বসাতে এলে তাঁকে বুথের ভিতরে থাকা তৃণমূলের এজেন্টরা মারতে তেড়ে আসে, হুমকি দেয় । বাইরে থাকা কেন্দ্রীয় বাহিনী সাংবাদিকদের বুথের কাছ থেকে সরে যেতে বলে এবং ভিতরে ঢুকতে তাঁদের বাধা দেওয়া হয় ।

বামেদের মহিলা এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ (ইটিভি ভারত)

কলকাতা দক্ষিণের সিপিআই (এম) প্রার্থী সায়রা শাহ হালিম বলেন, "বুথে প্রাক্তন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের মেয়ে রোশনারাকে বসতে দেওয়া হয়নি ৷ এই কাজ করেছে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টরা ৷ তারা আমাকেও হুমকি দিয়েছে ৷ আমাকে গালিগালাজ করেছে এবং ঘুসি দেখিয়েছে ৷ ভেতরে কোনও মহিলা পুলিশ নেই ৷"

তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে পালটা অভিযোগ, সিপিএমের এজেন্ট রোশনারা মিশ্র সকাল থেকে মদ্যপ অবস্থায় ছিলেন ৷ সেই বিষয়ে তৃণমূলের এজেন্টরা কর্তব্যরত প্রিসাইডিং অফিসারকে অভিযোগ জানিয়েছিলেন ৷ তিনিই ব্যবস্থা নিয়েছেন ৷ বুথের ভিতরে সিসিটিভি ক্যামেরা আছে ৷ দরকার পড়লে ফুটেজ খতিয়ে দেখতে বলা হয়েছে বামেদের তরফে ৷

এই ঘটনাকে কেন্দ্র করে সকাল সকাল বালিগঞ্জের মডার্ন হাইস্কুলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ পরে প্রার্থী সায়রা শাহ হালিম নিজে উদ্যোগ নিয়ে এজেন্ট রোশানারা মিশ্রকে বুথের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসেন ৷ কলকাতা দক্ষিণের সিপিআই(এম) প্রার্থী নিজেও ভোট দেন এ দিন ৷ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বুথ নম্বর 1 গিয়ে ভোটদান করেন সায়রা শাহ হালিম ৷ কলকাতা দক্ষিণের লোকসভা আসনে এবার সাংসদ হওয়ার জন্য লড়াই তৃণমূল কংগ্রেসের মালা রায়, বিজেপির দেবশ্রী চৌধুরীর সঙ্গে বাম ও কংগ্রেসের জোট প্রার্থী সায়রা শাহ হালিমের ।

কলকাতা, 1 জুন: সিপিএমের মহিলা এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এজেন্টকে বুথে বসাতে এসে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন কলকাতা দক্ষিণের সিপিআই (এম) প্রার্থী সায়রা শাহ হালিম । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বালিগঞ্জের মডার্ন হাইস্কুলে ৷ সায়রা শাহ হালিমের অভিযোগ, এজেন্টকে বসাতে এলে তাঁকে বুথের ভিতরে থাকা তৃণমূলের এজেন্টরা মারতে তেড়ে আসে, হুমকি দেয় । বাইরে থাকা কেন্দ্রীয় বাহিনী সাংবাদিকদের বুথের কাছ থেকে সরে যেতে বলে এবং ভিতরে ঢুকতে তাঁদের বাধা দেওয়া হয় ।

বামেদের মহিলা এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ (ইটিভি ভারত)

কলকাতা দক্ষিণের সিপিআই (এম) প্রার্থী সায়রা শাহ হালিম বলেন, "বুথে প্রাক্তন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের মেয়ে রোশনারাকে বসতে দেওয়া হয়নি ৷ এই কাজ করেছে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টরা ৷ তারা আমাকেও হুমকি দিয়েছে ৷ আমাকে গালিগালাজ করেছে এবং ঘুসি দেখিয়েছে ৷ ভেতরে কোনও মহিলা পুলিশ নেই ৷"

তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে পালটা অভিযোগ, সিপিএমের এজেন্ট রোশনারা মিশ্র সকাল থেকে মদ্যপ অবস্থায় ছিলেন ৷ সেই বিষয়ে তৃণমূলের এজেন্টরা কর্তব্যরত প্রিসাইডিং অফিসারকে অভিযোগ জানিয়েছিলেন ৷ তিনিই ব্যবস্থা নিয়েছেন ৷ বুথের ভিতরে সিসিটিভি ক্যামেরা আছে ৷ দরকার পড়লে ফুটেজ খতিয়ে দেখতে বলা হয়েছে বামেদের তরফে ৷

এই ঘটনাকে কেন্দ্র করে সকাল সকাল বালিগঞ্জের মডার্ন হাইস্কুলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ পরে প্রার্থী সায়রা শাহ হালিম নিজে উদ্যোগ নিয়ে এজেন্ট রোশানারা মিশ্রকে বুথের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসেন ৷ কলকাতা দক্ষিণের সিপিআই(এম) প্রার্থী নিজেও ভোট দেন এ দিন ৷ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বুথ নম্বর 1 গিয়ে ভোটদান করেন সায়রা শাহ হালিম ৷ কলকাতা দক্ষিণের লোকসভা আসনে এবার সাংসদ হওয়ার জন্য লড়াই তৃণমূল কংগ্রেসের মালা রায়, বিজেপির দেবশ্রী চৌধুরীর সঙ্গে বাম ও কংগ্রেসের জোট প্রার্থী সায়রা শাহ হালিমের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.