ETV Bharat / state

নামমাত্র ভোটে লিড সুদীপের, পদত্যাগ করতে চেয়ে মেয়রকে চিঠি কাউন্সিলরের - Kolkata Uttar Lok Sabha

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 8:45 PM IST

Updated : Jun 7, 2024, 9:02 PM IST

Kolkata Uttar Lok Sabha constituency: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ড থেকে বেশি ভোটের লিড দিতে পারেননি কাউন্সিলর বিজয় উপাধ্যায় ৷ আর তাই নিয়ে অনুশোচনায় ভুগছেন তিনি ৷ সেই অনুশোচনা থেকেই এবার সরে দাঁড়াতে চাইলেন বিজয় ৷

ETV BHARAT
পদত্যাগ করতে চেয়ে মেয়রকে চিঠি কেএমসি’র 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায়ের ৷ (নিজস্ব ও ফাইল চিত্র)

কলকাতা, 7 জুন: 2024 লোকসভা নির্বাচনে কলকাতা পৌরনিগমের একাধিক ওয়ার্ডে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তাপস রায় লিড পেয়েছেন ৷ তবে, অধিকাংশ ওয়ার্ডেই জয়ী হয়েছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তেমনই একটি কলকাতা পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ড ৷ কিন্তু, তৃণমূল প্রার্থীকে লিড পাইয়ে দিয়েও খুশি নন কাউন্সিলর বিজয় উপাধ্যায় ৷ কারণ, সেই লিডটা মাত্র 207 ভোটের ৷ তাই অনুশোচনা থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ তাঁর ৷ সেই ইচ্ছার কথা জানিয়ে এবার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিলেন বিজয় ৷

ETV BHARAT
কেএমসি চেয়ারপার্সন মালা রায়কে লেখা কাউন্সিলর বিজয় উপাধ্যায়ের পদত্যাগপত্র ৷ (ইটিভি ভারত)

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়ের দ্বৈরথ ছিল আলোচনার কেন্দ্রে ৷ একজন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হয়েছিলেন ৷ আরেকজন কলকাতা উত্তর থেকে তৃণমূলের টিকিটে 2009 সাল থেকে সাংসদ ৷ এই দুই নেতার দ্বৈরথে কলকাতা উত্তর ছিল রাজ্যের অন্যতম হট-সিট ৷ শেষ হাসি হেসেছেন সুদীপ ৷ এই জয়ের ফলে টানা চারবার সাংসদ হলেন তিনি ৷ আগে জিতেছেন আরও দু'বার। কিন্তু, 20 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীকে আশানুরূপ লিড দিতে পারেননি কাউন্সিলর বিজয় উপাধ্যায় ৷ মাত্র 207 ভোটে সেখান থেকে লিড পেয়েছেন সুদীপ ৷

আর সেই নিয়েই অনুশোচনায় ভুগছেন কাউন্সিলর ৷ তাই থেকে সোজা পদত্যাগের ইচ্ছেপ্রকাশ ! মেয়রকে সেই ইচ্ছার কথা জানিয়ে চিঠিও দিয়েছেন বিজয় উপাধ্যায় ৷ সেখানে তিনি লিখেছেন, "ভোট পূর্ববর্তী সময় বৈঠক করে আমাদের মেয়র আবেদন করেছিলেন, যেভাবে 2021 সালে লিড নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছি সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে নিজের ওয়ার্ড থেকে লিড দিতে হবে ৷ আমি 9 হাজার 500 ভোটে জিতেছিলাম ৷ এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মাত্র 207 ভোটে জেতাতে পেরেছি ৷ তাই পদত্যাগ করতে চাই ৷ আমার এই অনুরোধ গ্রহণ করবেন ৷"

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় 4 হাজার 77টি ভোট পেয়েছেন ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তাপস রায় পেয়েছেন 3 হাজার 870টি ভোট ৷ আর বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য পেয়েছেন 789টি ভোট ৷ মানে 207 ভোটের ব্যবধানে এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 7 জুন: 2024 লোকসভা নির্বাচনে কলকাতা পৌরনিগমের একাধিক ওয়ার্ডে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তাপস রায় লিড পেয়েছেন ৷ তবে, অধিকাংশ ওয়ার্ডেই জয়ী হয়েছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তেমনই একটি কলকাতা পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ড ৷ কিন্তু, তৃণমূল প্রার্থীকে লিড পাইয়ে দিয়েও খুশি নন কাউন্সিলর বিজয় উপাধ্যায় ৷ কারণ, সেই লিডটা মাত্র 207 ভোটের ৷ তাই অনুশোচনা থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ তাঁর ৷ সেই ইচ্ছার কথা জানিয়ে এবার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিলেন বিজয় ৷

ETV BHARAT
কেএমসি চেয়ারপার্সন মালা রায়কে লেখা কাউন্সিলর বিজয় উপাধ্যায়ের পদত্যাগপত্র ৷ (ইটিভি ভারত)

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়ের দ্বৈরথ ছিল আলোচনার কেন্দ্রে ৷ একজন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হয়েছিলেন ৷ আরেকজন কলকাতা উত্তর থেকে তৃণমূলের টিকিটে 2009 সাল থেকে সাংসদ ৷ এই দুই নেতার দ্বৈরথে কলকাতা উত্তর ছিল রাজ্যের অন্যতম হট-সিট ৷ শেষ হাসি হেসেছেন সুদীপ ৷ এই জয়ের ফলে টানা চারবার সাংসদ হলেন তিনি ৷ আগে জিতেছেন আরও দু'বার। কিন্তু, 20 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীকে আশানুরূপ লিড দিতে পারেননি কাউন্সিলর বিজয় উপাধ্যায় ৷ মাত্র 207 ভোটে সেখান থেকে লিড পেয়েছেন সুদীপ ৷

আর সেই নিয়েই অনুশোচনায় ভুগছেন কাউন্সিলর ৷ তাই থেকে সোজা পদত্যাগের ইচ্ছেপ্রকাশ ! মেয়রকে সেই ইচ্ছার কথা জানিয়ে চিঠিও দিয়েছেন বিজয় উপাধ্যায় ৷ সেখানে তিনি লিখেছেন, "ভোট পূর্ববর্তী সময় বৈঠক করে আমাদের মেয়র আবেদন করেছিলেন, যেভাবে 2021 সালে লিড নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছি সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে নিজের ওয়ার্ড থেকে লিড দিতে হবে ৷ আমি 9 হাজার 500 ভোটে জিতেছিলাম ৷ এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মাত্র 207 ভোটে জেতাতে পেরেছি ৷ তাই পদত্যাগ করতে চাই ৷ আমার এই অনুরোধ গ্রহণ করবেন ৷"

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় 4 হাজার 77টি ভোট পেয়েছেন ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তাপস রায় পেয়েছেন 3 হাজার 870টি ভোট ৷ আর বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য পেয়েছেন 789টি ভোট ৷ মানে 207 ভোটের ব্যবধানে এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Jun 7, 2024, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.