ETV Bharat / state

ছাদে জমা বৃষ্টির জলে মিড-ডে মিল রান্না ! পড়ুয়ারা অসুস্থ হতেই প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ - Agitation in School

Mid Day Meal Controversy in Chandrakona: বৃষ্টির নোংরা জল দিয়ে মিড-ডে মিল রান্নার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ ৷ প্রধান শিক্ষককে রীতিমতো ঘেরাও করে রাখলেন অভিভাবকরা ৷ কোথায় হল এমন ঘটনা ?

Paschim Medinipur News
চন্দ্রকোনার স্কুলে মিড-ডে মিল বিতর্ক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 5:39 PM IST

Updated : Sep 5, 2024, 6:21 PM IST

চন্দ্রকোনা, 5 সেপ্টেম্বর: ছাদের পাইপ বেয়ে পড়ছে বৃষ্টির জল ৷ সেই জলই ধরে রাখতে বলেছিলেন প্রধান শিক্ষক ৷ তবে তা দিয়ে রান্না ? অবাক হলেও এটাই সত্যি ৷ ছাদে জমা বৃষ্টির জলেই মিড-ডে মিল রান্না হয় স্কুলে ৷ তার জেরে কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে ৷ তারপরই প্রকাশ্যে আসে যে বৃষ্টির জমা জলে রান্না করার ফলেই এই অবস্থা ৷

চন্দ্রকোনার স্কুলে বৃষ্টির জমা জলে মিড-ডে মিল রান্না নিয়ে বিতর্ক (ইটিভি ভারত)

ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের খাঁপুর গাংচে উচ্চ বিদ্যালয় ৷ 31 অগস্ট শনিবার ৷ টানা বৃষ্টির জেরে বেশ কয়েকদিন ধরে কারেন্টের সমস্যা হচ্ছিল ৷ সেই কারণে বৃষ্টির জল ধরে রেখেছিলেন মিড-ডে মিলের রাঁধুনিরা ৷ আর তা দিয়েই শনিবার রান্না করেন তাঁরা ৷ সেই খাবার খাওয়ার পর থেকেই বেশ কিছু পড়ুয়ার পেট ব্যথা শুরু হয় ৷ তখনই এই নোংরা জলে রান্নার বিষয়টি সামনে আসে ৷ স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা ৷ এমনকি জোরপূর্বক তাঁকে চেয়ার থেকে টেনে তোলার চেষ্টা হয় ৷ যার জেরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় ৷

অভিভাবকদের অভিযোগ, কয়েকদিন আগে ছাদের জল দিয়ে মিড-ডে মিলের রান্না করা হয়েছিল স্কুলে । সেই খাবার খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে ৷ দীর্ঘদিন ধরে স্কুলের কোনও উন্নয়ন হয়নি । এই বেহাল পরিকাঠামোর জন্য দায়ী প্রধান শিক্ষক প্রশান্ত নস্কর । যদিও প্রধান শিক্ষকের দাবি, কয়েকদিন আগে বিদ্যুৎ না থাকার কারণেই মিড-ডে মিলের রাঁধুনিরা ছাদের জল দিয়ে রান্না করেছে ৷ তবে বিষয়টি তিনি অনেক পরে শুনেছেন । তাই তাঁর কিছু করার নেই এতে ৷ পুরো বিষয়টি তিনি ব্লক প্রশাসনকে জানিয়েছেন ।

এদিকে মিড-ডে মিলের রাঁধুনিদের জিজ্ঞাসা করতেই তাঁরা জানান, প্রধান শিক্ষকই বলেছেন ওই জমা জলে রান্না করতে ৷ এদিকে পড়ুয়াদের কথায়,"আমরা দেখেছি ছাদ থেকে পড়া বৃষ্টির জল ধরে রাখা হয়েছে ৷ স্কুলের পাশে থাকা দোকানদাররা জানিয়েছেন তাঁদের কাছে গিয়ে প্রধান শিক্ষক নাকি বলেছেন ভাগ্যিস বৃষ্টির জলটা ধরে রেখেছিলাম ৷ তাই ওটা দিয়ে রান্না করা গিয়েছে ৷" যদিও এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকের বক্তব্য, তিনি বলেছিলেন ওই জমা জল বাসন মাজার জন্য ব্যবহার করতে ৷ তা দিয়ে যে রান্না করা হবে তা তিনি জানতেন না ৷

চন্দ্রকোনা, 5 সেপ্টেম্বর: ছাদের পাইপ বেয়ে পড়ছে বৃষ্টির জল ৷ সেই জলই ধরে রাখতে বলেছিলেন প্রধান শিক্ষক ৷ তবে তা দিয়ে রান্না ? অবাক হলেও এটাই সত্যি ৷ ছাদে জমা বৃষ্টির জলেই মিড-ডে মিল রান্না হয় স্কুলে ৷ তার জেরে কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে ৷ তারপরই প্রকাশ্যে আসে যে বৃষ্টির জমা জলে রান্না করার ফলেই এই অবস্থা ৷

চন্দ্রকোনার স্কুলে বৃষ্টির জমা জলে মিড-ডে মিল রান্না নিয়ে বিতর্ক (ইটিভি ভারত)

ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের খাঁপুর গাংচে উচ্চ বিদ্যালয় ৷ 31 অগস্ট শনিবার ৷ টানা বৃষ্টির জেরে বেশ কয়েকদিন ধরে কারেন্টের সমস্যা হচ্ছিল ৷ সেই কারণে বৃষ্টির জল ধরে রেখেছিলেন মিড-ডে মিলের রাঁধুনিরা ৷ আর তা দিয়েই শনিবার রান্না করেন তাঁরা ৷ সেই খাবার খাওয়ার পর থেকেই বেশ কিছু পড়ুয়ার পেট ব্যথা শুরু হয় ৷ তখনই এই নোংরা জলে রান্নার বিষয়টি সামনে আসে ৷ স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা ৷ এমনকি জোরপূর্বক তাঁকে চেয়ার থেকে টেনে তোলার চেষ্টা হয় ৷ যার জেরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় ৷

অভিভাবকদের অভিযোগ, কয়েকদিন আগে ছাদের জল দিয়ে মিড-ডে মিলের রান্না করা হয়েছিল স্কুলে । সেই খাবার খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে ৷ দীর্ঘদিন ধরে স্কুলের কোনও উন্নয়ন হয়নি । এই বেহাল পরিকাঠামোর জন্য দায়ী প্রধান শিক্ষক প্রশান্ত নস্কর । যদিও প্রধান শিক্ষকের দাবি, কয়েকদিন আগে বিদ্যুৎ না থাকার কারণেই মিড-ডে মিলের রাঁধুনিরা ছাদের জল দিয়ে রান্না করেছে ৷ তবে বিষয়টি তিনি অনেক পরে শুনেছেন । তাই তাঁর কিছু করার নেই এতে ৷ পুরো বিষয়টি তিনি ব্লক প্রশাসনকে জানিয়েছেন ।

এদিকে মিড-ডে মিলের রাঁধুনিদের জিজ্ঞাসা করতেই তাঁরা জানান, প্রধান শিক্ষকই বলেছেন ওই জমা জলে রান্না করতে ৷ এদিকে পড়ুয়াদের কথায়,"আমরা দেখেছি ছাদ থেকে পড়া বৃষ্টির জল ধরে রাখা হয়েছে ৷ স্কুলের পাশে থাকা দোকানদাররা জানিয়েছেন তাঁদের কাছে গিয়ে প্রধান শিক্ষক নাকি বলেছেন ভাগ্যিস বৃষ্টির জলটা ধরে রেখেছিলাম ৷ তাই ওটা দিয়ে রান্না করা গিয়েছে ৷" যদিও এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকের বক্তব্য, তিনি বলেছিলেন ওই জমা জল বাসন মাজার জন্য ব্যবহার করতে ৷ তা দিয়ে যে রান্না করা হবে তা তিনি জানতেন না ৷

Last Updated : Sep 5, 2024, 6:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.