ETV Bharat / state

একাধিক অনিয়মের অভিযোগ, বদলি করা হল কোচবিহার মেডিক্যাল কলেজের সুপারকে - COOCHBEHAR MEDICAL COLLEGE - COOCHBEHAR MEDICAL COLLEGE

MSVP Rajib Prasad Transferred: বদলি করে দেওয়া হল কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার রাজীব প্রসাদকে ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে ৷

MSVP Rajib Prasad Transferred
কোচবিহার মেডিক্যাল কলেজ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 10:55 AM IST

কোচবিহার, 31 অগস্ট: আরজি কর ইস্যুতে রাজ্য তোলপাড়ের মধ্যেই সরিয়ে দেওয়া হল কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদকে ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে ৷ রাজীব প্রসাদকে বদলি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ফরেনসিক ও টক্সিকোলজি বিভাগে ৷

বদলির পর এমএসভিপি'র প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই নির্দেশিকা এসে পৌঁছয়। তাঁর বিরুদ্ধে এর আগে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল ৷ তারপরই এই বদলির নির্দেশ বলে সূত্রের খবর। যদিও এমএসভিপি ডা: রাজীব প্রসাদ বলেন, "6 বছর হল এখানে এসেছি। মেডিক্যাল কলেজ এখন দাঁড়িয়ে গিয়েছে ৷ এখন বাড়ির কাছে পোস্টিং হয়েছে ৷ আগের জায়গায় ফিরে যাচ্ছি ৷ ভালোই হয়েছে ৷" তবে এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার মেডিক্যাল কলেজে ৷

রাজীব প্রসাদের জায়গায় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি হলেন মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের প্রফেসর সৌরদ্বীপ রায়কে ৷ কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন,"উনি 6 বছর ধরে এই পদে ছিলেন । এদিনই তাঁর বদলির নির্দেশ এসেছে ৷"

2018 সালে এমএসভিপি হয়ে কোচবিহারে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে এসেছিলেন রাজীব প্রসাদ ৷ গত 6 বছরে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কখনও আর্থিক দুর্নীতি, আবার কখনও কলেজেরই অধ্যাপক তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন ৷ গত জুলাই মাসে কোচবিহার মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যাপক তনয় মহন্তকে কলকাতায় বদলি করে দেওয়া হয়। অভিযোগ, তনয় মহন্তের বদলির পিছনেও রাজীব প্রসাদের হাত ছিল ৷ কারণ তিনি এমএসভিপি-র কথা শুনে চলতেন না, তাই তাঁকে বদলি করা দেওয়া হয়েছিল ৷ তবে অন্যের অভিযোগের ভিত্তিতে তাঁর বদলি বলে মানছেন না রাজীব প্রসাদ ৷

কোচবিহার, 31 অগস্ট: আরজি কর ইস্যুতে রাজ্য তোলপাড়ের মধ্যেই সরিয়ে দেওয়া হল কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদকে ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে ৷ রাজীব প্রসাদকে বদলি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ফরেনসিক ও টক্সিকোলজি বিভাগে ৷

বদলির পর এমএসভিপি'র প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই নির্দেশিকা এসে পৌঁছয়। তাঁর বিরুদ্ধে এর আগে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল ৷ তারপরই এই বদলির নির্দেশ বলে সূত্রের খবর। যদিও এমএসভিপি ডা: রাজীব প্রসাদ বলেন, "6 বছর হল এখানে এসেছি। মেডিক্যাল কলেজ এখন দাঁড়িয়ে গিয়েছে ৷ এখন বাড়ির কাছে পোস্টিং হয়েছে ৷ আগের জায়গায় ফিরে যাচ্ছি ৷ ভালোই হয়েছে ৷" তবে এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার মেডিক্যাল কলেজে ৷

রাজীব প্রসাদের জায়গায় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি হলেন মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের প্রফেসর সৌরদ্বীপ রায়কে ৷ কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন,"উনি 6 বছর ধরে এই পদে ছিলেন । এদিনই তাঁর বদলির নির্দেশ এসেছে ৷"

2018 সালে এমএসভিপি হয়ে কোচবিহারে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে এসেছিলেন রাজীব প্রসাদ ৷ গত 6 বছরে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কখনও আর্থিক দুর্নীতি, আবার কখনও কলেজেরই অধ্যাপক তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন ৷ গত জুলাই মাসে কোচবিহার মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যাপক তনয় মহন্তকে কলকাতায় বদলি করে দেওয়া হয়। অভিযোগ, তনয় মহন্তের বদলির পিছনেও রাজীব প্রসাদের হাত ছিল ৷ কারণ তিনি এমএসভিপি-র কথা শুনে চলতেন না, তাই তাঁকে বদলি করা দেওয়া হয়েছিল ৷ তবে অন্যের অভিযোগের ভিত্তিতে তাঁর বদলি বলে মানছেন না রাজীব প্রসাদ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.