ETV Bharat / state

খাকি উর্দিতে তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে থানার আইসি, বিতর্ক মানিকচকে - CONTROVERSY OVER POLICE OFFICER

রবিবার রাতে মানিকচকে বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল ৷ সেখানেই খাকি উর্দিতে উপস্থিত ছিলেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার ৷

Controversy over Police Officer
বিজয়া সম্মিলনীর মঞ্চে খাকি উর্দিতে হাজির মানিকচক থানার আইসি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 6:32 PM IST

মালদা, 28 অক্টোবর: মঞ্চে তৃণমূলের জেলা নেতৃত্ব ৷ রয়েছেন শাসকদলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি, এলাকার বিধায়ক সাবিত্রী মিত্র, যুব তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ-সহ তাবড় নেতৃত্ব ৷

সেই মঞ্চেই বিশেষ অতিথি হয়ে মধ্যমণি হয়ে বসে রয়েছেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার ৷ তাও আবার খাকি উর্দিতে ৷ রবিবার রাতে মানিকচক ব্লক কমিউনিটি হলের এই ছবি জেলার রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়েছে ৷

তৃণমূলের অনুষ্ঠানে মানিকচক থানার আইসিকে ঘিরে বিতর্কে (ইটিভি ভারত)

যদিও তৃণমূলের দাবি, এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয় ৷ ফলে আইসি উপস্থিত থাকতেই পারেন ৷ তবে এই ছবি দেখার পর আরও একবার পুলিশকে শাসকদলের দলদাস হিসাবে আখ্যা দিয়েছে বিজেপি ৷ রবিবার রাতে মানিকচকে বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল ৷ অনুষ্ঠান ছিল মানিকচক বিধানসভা কেন্দ্র ঘিরে ৷

সেই মঞ্চে ওই বিধানসভা কেন্দ্রের পুজো কমিটিগুলিকে সম্মাননা প্রদর্শন করা হয় ৷ এলাকার বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, "এই অনুষ্ঠানে 95টি পুজো কমিটিকে সম্বর্ধনা দেওয়া হয়েছে ৷ এলাকার বিশিষ্টজনদেরও সম্বর্ধনা দেওয়া হয়েছে ৷ এছাড়াও কিছু ক্লাবকে সম্মান জানানো হয়েছে ৷ সব মিলিয়ে সংখ্যাটি প্রায় 125 ৷ পুজোর আগে মানিকচক বিধানসভা কেন্দ্রে মারাত্মক বন্যা হয়েছিল ৷ তারপর পুজো এসেছে ৷ সমস্যা কাটিয়ে মানুষ উৎসব পালন করেছে৷ সবাই যেন ভালো থাকে, সেটাই আমরা চাই ৷"

অনুষ্ঠান মঞ্চে বক্তরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীকে সম্মান প্রদর্শনে দরাজ ছিলেন ৷ তাঁদের গলায় উঠে এসেছে পুজোয় ক্লাবগুলিকে অনুদান প্রসঙ্গ, সরকারি বিভিন্ন সহায়ক প্রকল্পের কথাও ৷ সেই আসরে উর্দি পরে মঞ্চে বসে বিতর্ক উসকে দিয়েছেন মানিকচক থানার আইসি ৷ বিশেষ অতিথি হিসাবে নিজের বক্তব্যও পেশ করেন তিনি ৷ এ নিয়ে উপস্থিত মানুষজনের মধ্যেও গুঞ্জন ওঠে ৷

যদিও তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি বলেন, "এটা আলাদা করে তৃণমূলের কর্মসূচি নয় ৷ এটা শারদ সম্মান ও বিজয়া সম্মিলনী ৷ সেই কারণে আমরা এখানে রাজনৈতিক বক্তব্য রাখিনি ৷ যা বলেছি, সব মুখ্যমন্ত্রীকে নিয়ে ৷ এখানে একটি ক্লাবের সম্পাদক বিজেপির ৷ তিনিও এই অনুষ্ঠানে রয়েছেন ৷ রয়েছেন একটি পুজো কমিটির সিপিআইএম সভাপতিও ৷ এটা অরাজনৈতিক অনুষ্ঠান ৷ কিন্তু আমরা পরিচালনা করছি ৷ তাই তৃণমূলের নাম উঠে এসেছে ৷ এখানে থানার আইসির উপস্থিত থাকা কোনও অপরাধ নয় ৷"

Controversy over Police Officer
মানিকচক থানার আইসি সুবীর কর্মকার (নিজস্ব ছবি)

এ নিয়ে মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ কিছু জানাননি জেলার পুলিশকর্তারাও ৷ তবে গোটা ঘটনায় মানিকচকের বাসিন্দা, বিজেপির মালদা জেলা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডলের বক্তব্য, "এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, পুলিশ ও তৃণমূল একে অন্যের পরিপূরক ৷ হয় মঞ্চে পুলিশ আধিকারিককে হাজির করিয়ে মানুষকে একটা ভয়ের বার্তা দিতে চেয়েছে তৃণমূল অথবা আইসি নিজে মঞ্চে উপস্থিত হয়ে শাসকদলের আজ্ঞাবহ হওয়ার বার্তা দিয়েছেন ৷ তবে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এ রাজ্যে পুলিশ কতটা তৃণমূলের দলদাস ৷"

মালদা, 28 অক্টোবর: মঞ্চে তৃণমূলের জেলা নেতৃত্ব ৷ রয়েছেন শাসকদলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি, এলাকার বিধায়ক সাবিত্রী মিত্র, যুব তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ-সহ তাবড় নেতৃত্ব ৷

সেই মঞ্চেই বিশেষ অতিথি হয়ে মধ্যমণি হয়ে বসে রয়েছেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার ৷ তাও আবার খাকি উর্দিতে ৷ রবিবার রাতে মানিকচক ব্লক কমিউনিটি হলের এই ছবি জেলার রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়েছে ৷

তৃণমূলের অনুষ্ঠানে মানিকচক থানার আইসিকে ঘিরে বিতর্কে (ইটিভি ভারত)

যদিও তৃণমূলের দাবি, এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয় ৷ ফলে আইসি উপস্থিত থাকতেই পারেন ৷ তবে এই ছবি দেখার পর আরও একবার পুলিশকে শাসকদলের দলদাস হিসাবে আখ্যা দিয়েছে বিজেপি ৷ রবিবার রাতে মানিকচকে বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল ৷ অনুষ্ঠান ছিল মানিকচক বিধানসভা কেন্দ্র ঘিরে ৷

সেই মঞ্চে ওই বিধানসভা কেন্দ্রের পুজো কমিটিগুলিকে সম্মাননা প্রদর্শন করা হয় ৷ এলাকার বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, "এই অনুষ্ঠানে 95টি পুজো কমিটিকে সম্বর্ধনা দেওয়া হয়েছে ৷ এলাকার বিশিষ্টজনদেরও সম্বর্ধনা দেওয়া হয়েছে ৷ এছাড়াও কিছু ক্লাবকে সম্মান জানানো হয়েছে ৷ সব মিলিয়ে সংখ্যাটি প্রায় 125 ৷ পুজোর আগে মানিকচক বিধানসভা কেন্দ্রে মারাত্মক বন্যা হয়েছিল ৷ তারপর পুজো এসেছে ৷ সমস্যা কাটিয়ে মানুষ উৎসব পালন করেছে৷ সবাই যেন ভালো থাকে, সেটাই আমরা চাই ৷"

অনুষ্ঠান মঞ্চে বক্তরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীকে সম্মান প্রদর্শনে দরাজ ছিলেন ৷ তাঁদের গলায় উঠে এসেছে পুজোয় ক্লাবগুলিকে অনুদান প্রসঙ্গ, সরকারি বিভিন্ন সহায়ক প্রকল্পের কথাও ৷ সেই আসরে উর্দি পরে মঞ্চে বসে বিতর্ক উসকে দিয়েছেন মানিকচক থানার আইসি ৷ বিশেষ অতিথি হিসাবে নিজের বক্তব্যও পেশ করেন তিনি ৷ এ নিয়ে উপস্থিত মানুষজনের মধ্যেও গুঞ্জন ওঠে ৷

যদিও তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি বলেন, "এটা আলাদা করে তৃণমূলের কর্মসূচি নয় ৷ এটা শারদ সম্মান ও বিজয়া সম্মিলনী ৷ সেই কারণে আমরা এখানে রাজনৈতিক বক্তব্য রাখিনি ৷ যা বলেছি, সব মুখ্যমন্ত্রীকে নিয়ে ৷ এখানে একটি ক্লাবের সম্পাদক বিজেপির ৷ তিনিও এই অনুষ্ঠানে রয়েছেন ৷ রয়েছেন একটি পুজো কমিটির সিপিআইএম সভাপতিও ৷ এটা অরাজনৈতিক অনুষ্ঠান ৷ কিন্তু আমরা পরিচালনা করছি ৷ তাই তৃণমূলের নাম উঠে এসেছে ৷ এখানে থানার আইসির উপস্থিত থাকা কোনও অপরাধ নয় ৷"

Controversy over Police Officer
মানিকচক থানার আইসি সুবীর কর্মকার (নিজস্ব ছবি)

এ নিয়ে মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ কিছু জানাননি জেলার পুলিশকর্তারাও ৷ তবে গোটা ঘটনায় মানিকচকের বাসিন্দা, বিজেপির মালদা জেলা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডলের বক্তব্য, "এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, পুলিশ ও তৃণমূল একে অন্যের পরিপূরক ৷ হয় মঞ্চে পুলিশ আধিকারিককে হাজির করিয়ে মানুষকে একটা ভয়ের বার্তা দিতে চেয়েছে তৃণমূল অথবা আইসি নিজে মঞ্চে উপস্থিত হয়ে শাসকদলের আজ্ঞাবহ হওয়ার বার্তা দিয়েছেন ৷ তবে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এ রাজ্যে পুলিশ কতটা তৃণমূলের দলদাস ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.