ETV Bharat / state

দুর্গাপুর উৎসবে বাংলাদেশের পতাকার ছবি দেওয়া স্টল, ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি বিজেপির - DURGAPUR UTSAV 2024

উৎসব শুরুর পরদিনই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল বাংলাদেশের পতাকার ছবি সম্বলিত শাড়ির স্টল ৷

Durgapur Utsav 2024
দুর্গাপুর উৎসবে বাংলাদেশের পতাকার ছবি দেওয়া শাড়ির স্টল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2024, 5:18 PM IST

দুর্গাপুর, 9 ডিসেম্বর: বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার টাঙিয়ে শাড়ি ও বিভিন্ন বস্ত্র সামগ্রী বিক্রি করছে দুর্গাপুর উৎসবে অংশ নেওয়া একটি স্টল। এই ছবি প্রকাশ্যে আসতেই তুঙ্গে উঠল বিতর্ক। পরিস্থিতি আরও জটিল হয় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের হুঁশিয়ারির পর।

তিনি জানান, স্টল বন্ধ না করা হলে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে ৷ বাধ্য হয়ে মেলা কমিটি ওই স্টলটি থেকে বাংলাদেশের পতাকার ছবি সম্বলিত ব্যানার ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিল। শেষমেশ সরল বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার।

দুর্গাপুর উৎসবে বাংলাদেশের পতাকার ছবি দেওয়া স্টল (ইটিভি ভারত)
দুর্গাপুরের বি-জোনে রাজীব গান্ধির স্মৃতি মেলা ময়দানে এবারও উৎসব শুরু হয়েছে। গতবারের মতো এবারও বাংলাদেশের ঢাকাই শাড়ি-সহ সেদেশের বিভিন্ন বস্ত্র সম্ভার নিয়ে একটি স্টল তৈরি হয় । কিন্তু পরিস্থিতি এবারে অন্যরকম। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভেঙে দেওয়া ও ভারতের জাতীয় পতাকার অবমাননার মতো ঘটনা সকলেই জানেন ৷ এমনই আবহে 6 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই উৎসব ৷ 7 ডিসেম্বর সন্ধ্যায় মানুষজনের নজরে পড়তেই প্রতিবাদে সরব হন সকলে। তারপরই সেই ব্যানার খুলে দেন দোকানদাররা ।

লক্ষণ ঘোড়ুই বলেন, "তৃণমূল পরিচালিত দুর্গাপুর উৎসব মেলা কমিটির মদত ছাড়া এ কাজ কেউ করতে পারে না । রাজ্যের মন্ত্রীদের বলব অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। না হলে বিজেপি ওই দোকানে গিয়ে ভাঙচুর চালাবে । প্রতিবাদ করবে ।"

ব্যবসায়ী শামসুর রহমান বলেন, "আমাদের পূর্বস্থলীতে বাড়ি । আধার কার্ড, প্যান কার্ড সবই আছে । দু-পয়সা রোজগারের জন্য মেলায় আসি । মালিকের কথায় বাংলাদেশের পতাকা দেওয়া ব্যানার লাগিয়েছিলাম । এখানকার মানুষজন আপত্তি করতেই সেটা আমরা খুলে দিয়েছি ।" এত ভালো একটা দুর্গাপুর উৎসব চলছে সেখানে বিরোধীরা চক্রান্ত করে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে দিয়ে বিতর্কের সৃষ্টি করছে বলে পাল্টা দাবি করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় ৷

যদিও মেলা কমিটির সদস্য প্রবীর ঘোষালের বক্তব্য, "প্রচারের জন্য হয়তো ওঁরা ব্যানার লাগিয়েছিলেন। আদতে ওঁরা কেউই বাংলাদেশের নাগরিক নন। সবাই এ দেশেরই নাগরিক। তারা বাংলাদেশের শাড়ি এনে বিক্রি করছেন। তবে বাংলাদেশের পতাকার ছবি সম্বলিত ব্যানার তা আমরা অবিলম্বে খুলে দিতে বলেছি ।"

দুর্গাপুর, 9 ডিসেম্বর: বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার টাঙিয়ে শাড়ি ও বিভিন্ন বস্ত্র সামগ্রী বিক্রি করছে দুর্গাপুর উৎসবে অংশ নেওয়া একটি স্টল। এই ছবি প্রকাশ্যে আসতেই তুঙ্গে উঠল বিতর্ক। পরিস্থিতি আরও জটিল হয় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের হুঁশিয়ারির পর।

তিনি জানান, স্টল বন্ধ না করা হলে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে ৷ বাধ্য হয়ে মেলা কমিটি ওই স্টলটি থেকে বাংলাদেশের পতাকার ছবি সম্বলিত ব্যানার ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিল। শেষমেশ সরল বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার।

দুর্গাপুর উৎসবে বাংলাদেশের পতাকার ছবি দেওয়া স্টল (ইটিভি ভারত)
দুর্গাপুরের বি-জোনে রাজীব গান্ধির স্মৃতি মেলা ময়দানে এবারও উৎসব শুরু হয়েছে। গতবারের মতো এবারও বাংলাদেশের ঢাকাই শাড়ি-সহ সেদেশের বিভিন্ন বস্ত্র সম্ভার নিয়ে একটি স্টল তৈরি হয় । কিন্তু পরিস্থিতি এবারে অন্যরকম। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভেঙে দেওয়া ও ভারতের জাতীয় পতাকার অবমাননার মতো ঘটনা সকলেই জানেন ৷ এমনই আবহে 6 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই উৎসব ৷ 7 ডিসেম্বর সন্ধ্যায় মানুষজনের নজরে পড়তেই প্রতিবাদে সরব হন সকলে। তারপরই সেই ব্যানার খুলে দেন দোকানদাররা ।

লক্ষণ ঘোড়ুই বলেন, "তৃণমূল পরিচালিত দুর্গাপুর উৎসব মেলা কমিটির মদত ছাড়া এ কাজ কেউ করতে পারে না । রাজ্যের মন্ত্রীদের বলব অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। না হলে বিজেপি ওই দোকানে গিয়ে ভাঙচুর চালাবে । প্রতিবাদ করবে ।"

ব্যবসায়ী শামসুর রহমান বলেন, "আমাদের পূর্বস্থলীতে বাড়ি । আধার কার্ড, প্যান কার্ড সবই আছে । দু-পয়সা রোজগারের জন্য মেলায় আসি । মালিকের কথায় বাংলাদেশের পতাকা দেওয়া ব্যানার লাগিয়েছিলাম । এখানকার মানুষজন আপত্তি করতেই সেটা আমরা খুলে দিয়েছি ।" এত ভালো একটা দুর্গাপুর উৎসব চলছে সেখানে বিরোধীরা চক্রান্ত করে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে দিয়ে বিতর্কের সৃষ্টি করছে বলে পাল্টা দাবি করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় ৷

যদিও মেলা কমিটির সদস্য প্রবীর ঘোষালের বক্তব্য, "প্রচারের জন্য হয়তো ওঁরা ব্যানার লাগিয়েছিলেন। আদতে ওঁরা কেউই বাংলাদেশের নাগরিক নন। সবাই এ দেশেরই নাগরিক। তারা বাংলাদেশের শাড়ি এনে বিক্রি করছেন। তবে বাংলাদেশের পতাকার ছবি সম্বলিত ব্যানার তা আমরা অবিলম্বে খুলে দিতে বলেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.