ETV Bharat / state

গার্ডেনরিচকাণ্ডে লালবাজারের জালে রাজমিস্ত্রি রিপন - Garden reach building collapse - GARDEN REACH BUILDING COLLAPSE

Garden reach building collapse: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করল পুলিশ ৷ তাঁকে আজ আলিপুর আদালতে তোলা হবে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 12:30 PM IST

Updated : Apr 1, 2024, 12:37 PM IST

কলকাতা, 1 এপ্রিল: গার্ডেনরিচকাণ্ডে বহুতল ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার হলেন আরও একজন । ফলে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন । পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম শেখ রিপন । তিনি গার্ডেনরিচের ভেঙে পড়া বাড়িটির নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে । পাশাপাশি অন্য শ্রমিকদেরও দেখাশোনার দায়িত্ব ছিল রপনের উপর । রিপনকে বকুলতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।

এর আগে গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনায় ওই বহুতলের প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসিককে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । পরে যে জমির উপর ওই বহুতলটি তৈরি হচ্ছিল, সেটির মালিক মহম্মজ সরফরাজ ওরফে পাপ্পুকেও গ্রেফতার করেন গোয়েন্দারা । আর এ বার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার রাজমিস্ত্রি । তাঁকে আজ আলিপুর আদালতে পেশ করে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিতে চাইবে বলে জানা গিয়েছে ।

কলকাতা বন্দর এলাকার গার্ডেনরিচে বহুতল ভেঙে 12 জনের মৃত্যুর ঘটনা ঘটার পর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় ৷ প্রকাশ্যে আসে বেআইনি কারবারিদের রমরমা । পাশাপাশি বেআইনি নির্মাণ নিয়ে তৎপরতা বাড়ে কলকাতা পৌরনিগমের । বহুতলের ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের ক্ষোভের মুখে পড়তে হয়েছে পৌরপ্রশাসনকে । পৌরসভার তিন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয় ৷ এ ছাড়াও কলকাতা পৌরনিগমের প্রশাসনে রদবদল ঘটান মেয়র ফিরহাদ হাকিম । শুধু তা-ই নয়, অভিযুক্ত ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে কলকাতা পৌরনিগম সূত্রে খবর ।

পৌরনিগমের এমন পদক্ষেপের পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশও । ইতিমধ্যেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল এলাকায় বেআইনি কাজকর্মের প্রতি কড়া নজর রাখার জন্য প্রতিটি থানাকে নির্দেশ দিয়েছেন । পাশাপাশি বেআইনি কিছু দেখলে আইনি ব্যবস্থা নিতেও বলা হয়েছে থানাগুলিকে ৷

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচকাণ্ডে এবার সরব পৌরনিগমের প্রাক্তন ডিজি টাউন প্ল্যানার
  2. গার্ডেনরিচ ঘটনাস্থলে এবার পরিদর্শন কলকাতা কর্পোরেশনের তদন্ত কমিটি
  3. গার্ডেনরিচ বিপর্যয়ে তিন পৌর ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে শুরু বিভাগীয় তদন্ত

কলকাতা, 1 এপ্রিল: গার্ডেনরিচকাণ্ডে বহুতল ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার হলেন আরও একজন । ফলে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন । পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম শেখ রিপন । তিনি গার্ডেনরিচের ভেঙে পড়া বাড়িটির নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে । পাশাপাশি অন্য শ্রমিকদেরও দেখাশোনার দায়িত্ব ছিল রপনের উপর । রিপনকে বকুলতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।

এর আগে গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনায় ওই বহুতলের প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসিককে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । পরে যে জমির উপর ওই বহুতলটি তৈরি হচ্ছিল, সেটির মালিক মহম্মজ সরফরাজ ওরফে পাপ্পুকেও গ্রেফতার করেন গোয়েন্দারা । আর এ বার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার রাজমিস্ত্রি । তাঁকে আজ আলিপুর আদালতে পেশ করে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিতে চাইবে বলে জানা গিয়েছে ।

কলকাতা বন্দর এলাকার গার্ডেনরিচে বহুতল ভেঙে 12 জনের মৃত্যুর ঘটনা ঘটার পর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় ৷ প্রকাশ্যে আসে বেআইনি কারবারিদের রমরমা । পাশাপাশি বেআইনি নির্মাণ নিয়ে তৎপরতা বাড়ে কলকাতা পৌরনিগমের । বহুতলের ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের ক্ষোভের মুখে পড়তে হয়েছে পৌরপ্রশাসনকে । পৌরসভার তিন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয় ৷ এ ছাড়াও কলকাতা পৌরনিগমের প্রশাসনে রদবদল ঘটান মেয়র ফিরহাদ হাকিম । শুধু তা-ই নয়, অভিযুক্ত ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে কলকাতা পৌরনিগম সূত্রে খবর ।

পৌরনিগমের এমন পদক্ষেপের পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশও । ইতিমধ্যেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল এলাকায় বেআইনি কাজকর্মের প্রতি কড়া নজর রাখার জন্য প্রতিটি থানাকে নির্দেশ দিয়েছেন । পাশাপাশি বেআইনি কিছু দেখলে আইনি ব্যবস্থা নিতেও বলা হয়েছে থানাগুলিকে ৷

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচকাণ্ডে এবার সরব পৌরনিগমের প্রাক্তন ডিজি টাউন প্ল্যানার
  2. গার্ডেনরিচ ঘটনাস্থলে এবার পরিদর্শন কলকাতা কর্পোরেশনের তদন্ত কমিটি
  3. গার্ডেনরিচ বিপর্যয়ে তিন পৌর ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে শুরু বিভাগীয় তদন্ত
Last Updated : Apr 1, 2024, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.