কলকাতা ও নয়াদিল্লি, 27 জানুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচন ৷ এদিক ভাঙন ধরেছে বিরোধী 'ইন্ডিয়া' জোটে ৷ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জোট থেকে দূরত্ব তৈরি করেছেন ৷ এই পরিস্থিতিতে রাজ্যে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ আগামিকাল সেই যাত্রা ফের শুরু হবে ৷ তার আগে আজ কংগ্রেস ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যায় যাত্রায় সামিল থাকার আমন্ত্রণ জানাল ৷ পাশাপাশি পশ্চিমবঙ্গে কংগ্রেসের এই যাত্রা যেন নিরাপদে সম্পন্ন হয়, তাঁর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেসের অশীতিপর সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷
অন্যদিকে শনিবার সকালে সাংবাদিক বৈঠকে রাজ্যসভা সাংসদ তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই বলেছেন, তিনি বিজেপিকে হারানোকে প্রাধান্য দেন ৷ এই এক কথাই বলেছে কংগ্রেস এবং 'ইন্ডিয়া' জোট ৷ এখন, আগামিকাল ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে ৷ আমরা খুবই আনন্দ পাব, তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি এই যাত্রায় হাজির হন ৷" আরেকদিকে এদিনই কংগ্রেসের প্রবীণ নেতা তথা লোকসভা সাংসদ শশী থারুরও একই সুরে কথা বললেন ৷ তিনি ঘনিষ্ঠ মহলে বলেন, "আমরা মনে করি মমতা এখনও 'ইন্ডিয়া' জোটে এই আছেন ৷"
-
#WATCH | Congress leader Jairam Ramesh says, "...She (CM Mamata Banerjee) has always ended by saying that her priority is to defeat the BJP which is also the priority for the Congress and the INDIA group...Right now we are trying to resume the Bharat Jodo Nyay yatra tomorrow. We… pic.twitter.com/IkewOT5KVQ
— ANI (@ANI) January 27, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Congress leader Jairam Ramesh says, "...She (CM Mamata Banerjee) has always ended by saying that her priority is to defeat the BJP which is also the priority for the Congress and the INDIA group...Right now we are trying to resume the Bharat Jodo Nyay yatra tomorrow. We… pic.twitter.com/IkewOT5KVQ
— ANI (@ANI) January 27, 2024#WATCH | Congress leader Jairam Ramesh says, "...She (CM Mamata Banerjee) has always ended by saying that her priority is to defeat the BJP which is also the priority for the Congress and the INDIA group...Right now we are trying to resume the Bharat Jodo Nyay yatra tomorrow. We… pic.twitter.com/IkewOT5KVQ
— ANI (@ANI) January 27, 2024
এদিকে এই সপ্তাহের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কংগ্রেস যতগুলি আসন চাইছে, তা দেওয়া সম্ভব নয় ৷ পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃণমূল একাই লড়বে ৷ এই কথা অবশ্য তিনি আগেও বলেছেন ৷ এমনকী রামমন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিলে মমতা বলেন, "'ইন্ডিয়া' নামটা আমিই দিয়েছি ৷ কিন্তু খুব দুঃখ হয়, যখন জোটের বৈঠকে গিয়ে দেখি সিপিএম বৈঠকটা নিয়ন্ত্রণ করছে ৷ বৈঠকে যোগ্য সম্মান পাই না ৷" এর পাশাপাশি কংগ্রেসের আসন নিয়ে তিনি বলেন, "300 আসনে কংগ্রেস লড়াই করুক ৷ আমরা সাহায্য করব ৷ ওরা বলছে আমাদের যা ইচ্ছা আমরা তাই করব ৷"এই টানাপোড়েনের সময়ও জয়রাম রমেশ বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অন্যতম স্তম্ভ ৷" এর মধ্যেই এই সপ্তাহে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মহাগঠবন্ধন সরকার ভেঙে ফের এনডিএ শিবিরে যোগ দেবেন বলে জল্পনা চলছে ৷
লোকসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি ৷ তার আগে এই টালমাটাল পরিস্থিতিতে জয়রাম রমেশ বলেন, "রাজ্য স্তরে আমাদের মধ্যে সমস্যা থাকতেই পারে ৷ কিন্তু এই জোট একসঙ্গেই থাকবে ৷ এই জোটের অন্যতম স্থপতি বিহারের মুখ্যমন্ত্রী ৷ আরেকজন স্থপতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ তাঁরা জানেন এটা জাতীয় স্তরের জোট ৷ এখানে জাতীয় ইস্যুগুলিকে ছাপিয়ে আঞ্চলকি ইস্য়ু উঠে আসবে না ৷ জাতীয় ইস্যুগুলি অগ্রাধিকার পাবে ৷"
আরও পড়ুন: