ETV Bharat / state

রাত দখলের সময়ই শহরে উত্তর থেকে দক্ষিণ, মহিলাদের কটুক্তির অভিযোগ - RG KAR DOCTOR RAPE AND MURDER - RG KAR DOCTOR RAPE AND MURDER

'Reclaim the Night’ Erupt Across in Bengal: বুধবার রাতে জুনিয়র চিকিৎসকদের 'বিচার পেতে আলো পথে' কর্মসূচিতে ডাক্তারদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিল আমজনতাও ৷ শহরের রাজপথ থেকে শহরতলির অলিগলি, প্রতিবাদ মিছিলে মহিলাদের নিয়ে কটুক্তির অভিযোগ এল ভুরিভুরি ৷

'Reclaim the Night’ Erupt Across in Bengal
রাত দখলে মহিলাদের কটুক্তির অভিযোগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 8:06 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে প্রতিদিনই রাস্তা নামছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ ৷ বুধবার রাতে জুনিয়র চিকিৎসকদের 'বিচার পেতে আলো পথে' কর্মসূচিতে ডাক্তারদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিল আমজনতাও ৷ শহরের রাজপথ থেকে শহরতলির অলিগলি ৷ কিন্তু প্রতিবাদ মিছিলেও মহিলাদের নিয়ে কটুক্তির অভিযোগ এল ভুরিভুরি ৷ তিলোত্তমার উত্তরের সিঁথি থেকে দক্ষিণে গড়িয়া এলাকায় ছড়ালো উত্তেজনাও ৷

রাত দখলে মহিলাদের কটুক্তির অভিযোগ (ইটিভি ভারত)

নারী সুরক্ষা থেকে শুরু করে আরজি কর-কান্ডের বিচার চেয়ে রাত দখলের সময়ই শহরে দুই প্রান্তে মহিলাকে কটুক্তির অভিযোগ সামনে এল। বুধবার রাতে গড়িয়ায় যখন আরজি কর-কাণ্ডের প্রতিবাদ চেয়ে রাত দখলে নামে আমজনতা, ঠিক সেই সময় মহিলাদের নিয়ে কটুক্তির অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ প্রতিবাদে কলকাতা পুলিশের গাড়ি ঘিরে চলল বিক্ষোভ ৷ কার্যত পুলিশকর্মীরা গাড়ির ভিতর থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের রীতিমতো তাড়া করে জনতা ৷ এরপরেই ভিড়ের মাঝে ব্যাগফুটে গিয়ে গাড়ি নিয়ে ঘটনাস্থল ছাড়েন পুলিশ কর্মীরা।

তবে রাত পর্যন্ত গড়িয়ার এই ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি। সেখানকার সাধারণ মানুষের অভিযোগ আরজি কর কান্ডের বিচার চেয়ে মানুষ রাস্তায় নেমেছে সেই সময় গড়িয়ায় মহিলা আন্দোলনকারীদের কটুক্তি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মহিলাদের দাবি, সেখানে যখন তাঁদের কটুক্তি করা হয়, সেই সময় দাঁড়িয়ে দেখছিলেন কয়েকজন পুলিশকর্মী ৷ অভিযোগ, প্রতিবাদ জানালে তাঁদের রীতিমতো ভয় দেখাতে শুরু করে পুলিশ কর্মীরা ৷ এরপরেই আন্দোলনরত মহিলারা পুলিশ কর্মীদের দিকে তেড়ে গেলে পুলিশ পালিয়ে যায় বলে অভিযোগ ৷

দক্ষিণ কলকাতার গড়িয়ায় যখন আন্দোলনরত মহিলাদের কটুক্তির অভিযোগ, ঠিক সেই সময় উত্তর কলকাতার সিঁথি থানা এলাকায় আন্দোলনরত মহিলাদের মাঝে ঢুকে পড়ে এক মদ্যপ ব্যক্তি ৷ অভিযোগ, সেখান থেকে হেঁটে যাওয়া এক মহিলাকে অশালীন মন্তব্য করে ওই মদ্যপ ব্যক্তি ৷ এরপর আন্দোলনরত মহিলারা ওই মদ্যপ ব্যক্তিকে ঘিরে ধরে মারধর করতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ৷

কয়েকদিন আগেই উত্তর কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন রাত জেগে সেখানে পথনাটিকা উপস্থাপন করছিল, সেই সময়েও মদ্যপ অবস্থায় এক ভলান্টিয়ার বাইক নিয়ে পুলিশের গার্ডরেলে ধাক্কা মারায় উত্তেজনায় ছড়িয়েছিল। পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের ঘিরে বিক্ষোভ দেখিয়ে বিটি রোড অবরোধ করেছিলেন ছাত্রছাত্রীরা ৷ এই ঘটনায় কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট ও অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কাশিপুর থানার পুলিশ।

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে প্রতিদিনই রাস্তা নামছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ ৷ বুধবার রাতে জুনিয়র চিকিৎসকদের 'বিচার পেতে আলো পথে' কর্মসূচিতে ডাক্তারদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিল আমজনতাও ৷ শহরের রাজপথ থেকে শহরতলির অলিগলি ৷ কিন্তু প্রতিবাদ মিছিলেও মহিলাদের নিয়ে কটুক্তির অভিযোগ এল ভুরিভুরি ৷ তিলোত্তমার উত্তরের সিঁথি থেকে দক্ষিণে গড়িয়া এলাকায় ছড়ালো উত্তেজনাও ৷

রাত দখলে মহিলাদের কটুক্তির অভিযোগ (ইটিভি ভারত)

নারী সুরক্ষা থেকে শুরু করে আরজি কর-কান্ডের বিচার চেয়ে রাত দখলের সময়ই শহরে দুই প্রান্তে মহিলাকে কটুক্তির অভিযোগ সামনে এল। বুধবার রাতে গড়িয়ায় যখন আরজি কর-কাণ্ডের প্রতিবাদ চেয়ে রাত দখলে নামে আমজনতা, ঠিক সেই সময় মহিলাদের নিয়ে কটুক্তির অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ প্রতিবাদে কলকাতা পুলিশের গাড়ি ঘিরে চলল বিক্ষোভ ৷ কার্যত পুলিশকর্মীরা গাড়ির ভিতর থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের রীতিমতো তাড়া করে জনতা ৷ এরপরেই ভিড়ের মাঝে ব্যাগফুটে গিয়ে গাড়ি নিয়ে ঘটনাস্থল ছাড়েন পুলিশ কর্মীরা।

তবে রাত পর্যন্ত গড়িয়ার এই ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি। সেখানকার সাধারণ মানুষের অভিযোগ আরজি কর কান্ডের বিচার চেয়ে মানুষ রাস্তায় নেমেছে সেই সময় গড়িয়ায় মহিলা আন্দোলনকারীদের কটুক্তি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মহিলাদের দাবি, সেখানে যখন তাঁদের কটুক্তি করা হয়, সেই সময় দাঁড়িয়ে দেখছিলেন কয়েকজন পুলিশকর্মী ৷ অভিযোগ, প্রতিবাদ জানালে তাঁদের রীতিমতো ভয় দেখাতে শুরু করে পুলিশ কর্মীরা ৷ এরপরেই আন্দোলনরত মহিলারা পুলিশ কর্মীদের দিকে তেড়ে গেলে পুলিশ পালিয়ে যায় বলে অভিযোগ ৷

দক্ষিণ কলকাতার গড়িয়ায় যখন আন্দোলনরত মহিলাদের কটুক্তির অভিযোগ, ঠিক সেই সময় উত্তর কলকাতার সিঁথি থানা এলাকায় আন্দোলনরত মহিলাদের মাঝে ঢুকে পড়ে এক মদ্যপ ব্যক্তি ৷ অভিযোগ, সেখান থেকে হেঁটে যাওয়া এক মহিলাকে অশালীন মন্তব্য করে ওই মদ্যপ ব্যক্তি ৷ এরপর আন্দোলনরত মহিলারা ওই মদ্যপ ব্যক্তিকে ঘিরে ধরে মারধর করতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ৷

কয়েকদিন আগেই উত্তর কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন রাত জেগে সেখানে পথনাটিকা উপস্থাপন করছিল, সেই সময়েও মদ্যপ অবস্থায় এক ভলান্টিয়ার বাইক নিয়ে পুলিশের গার্ডরেলে ধাক্কা মারায় উত্তেজনায় ছড়িয়েছিল। পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের ঘিরে বিক্ষোভ দেখিয়ে বিটি রোড অবরোধ করেছিলেন ছাত্রছাত্রীরা ৷ এই ঘটনায় কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট ও অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কাশিপুর থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.