কালনা, 20 জুলাই: অবশেষে কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সিনিয়র কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট অমিত মালো ।
গত 16 জুলাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা কালনা রাজবাড়ির ক্যাম্পাসে জোর করে টোটো চালিয়ে জলের জার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কালনা পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা আনন্দ দত্ত সেখানকার নিরাপত্তারক্ষীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হুমকি দেন । বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । ঘটনার নিন্দা করে তৃণমূল, বিজেপি থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলিও । চেয়ারম্যান হুমকি দেওয়ায় আতঙ্কে রয়েছেন সেখানকার নিরাপত্তারক্ষীরা । ফলে তাঁরা ঘটনার বিস্তারিত জানিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুপারিন্টেডেন্টকে চিঠি দেন । পরে এদিন কালনা থানায় কালনার পুর চেয়ারম্যানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ।
কালনা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেয়ারম্যানের বিরুদ্ধে 221/126(2)/115(2)/351(2/ 3(5) ধারায় মামলা দায়ের করা হয়েছে । অর্থাৎ সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়া, কারওকে শক্তি প্রয়োগ করে আক্রমণ করা, তাকে ণভয় দেখানো ইত্যাদি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে কালনা থানার পুলিশ ।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কালনা সার্কেলের তরফে জানা গিয়েছে, ওই রাজবাড়ি চত্বরে প্রবেশ করার জন্য বেশকিছু নিয়মকানুন আছে । সেই নিয়ম মেনে ভিতরে কোনও কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না । আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 1959 সালের আইন অনুযায়ী যা দণ্ডনীয় অপরাধ । কারণ ভিতরে রান্না করে খাওয়া দাওয়া করার পরে বর্জ্য পদার্থ সেখানে জমে থাকলে প্রাঙ্গণের ক্ষতি হবে ৷ এছাড়া মন্দিরের প্রাঙ্গণ ও প্রবেশদ্বারে বাইক বা ই-রিকশা ঢুকতে দেওয়া হয় না । অথচ কালনা পুরসভার চেয়ারম্যান জোর করে নিরাপত্তারক্ষীকে ধাক্কা মেরে টোটোতে চাপিয়ে জলের বেশকিছু জার ভিতরে নিয়ে যান । এমনকি তাঁদের বিরুদ্ধে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি ও মারধরের হুমকির অভিযোগ ওঠে ।
তৃণমূল কংগ্রেস সূত্রে বলা হয়েছে, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দলের উপর মহলে জানানো হয়েছে । দল এই ধরনের আচরণকে সমর্থন করে না । দলের পক্ষ থেকে এমনিতেই বলা আছে যাঁরা দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে, তাদের স্থান দলে হবে না । ফলে এই ধরনের ঘটনা না ঘটাই ভালো ।