ETV Bharat / state

উত্তরবঙ্গে বাড়ছে মানুষ-বন্যপ্রাণী সংঘাত, প্রতিরোধে বিশেষ টিম গঠন বন দফতরের

তৈরি হল কমিউনিটি বেসড হিউম্যান-এলিফেন্ট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট মডেল টিম ৷ বন দফতরের কর্মী এবং স্থানীয় মানুষজনকে নিয়ে এই মডেল টিম গঠন হয়েছে ৷

HUMAN AND WILDLIFE CONFLICT
উত্তরবঙ্গে মানুষ-বন্যপ্রাণী সংঘাত রুখতে মডেল টিম তৈরি করল বন দফতর ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2024, 1:08 PM IST

জলপাইগুড়ি, 22 অক্টোবর: মানুষ ও বন্যপ্রাণীদের সংঘাত লেগেই রয়েছে ৷ এই সংঘাত এড়াতে এবার পদক্ষেপ করল বন দফতর ৷ তৈরি করা হল 'কমিউনিটি বেসড হিউম্যান-এলিফেন্ট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট মডেল টিম' ৷ মানুষ-বন্যপ্রাণী সংঘাত এড়াতে এর আগেও বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তাতে কিছুটা কাজও হয়েছে ৷

এবার নতুন এই মডেলে স্থানীয় বাসিন্দা এবং একজন বনকর্মীকে নিয়ে তৈরি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি কাজ করবে ৷ রাখা হবে গাড়ি ও আগ্নেয়াস্ত্র ৷ ইতিমধ্যে, জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগের তিনটি এলাকায় এই টিম তৈরি করা হয়েছে ৷

বন দফতরের বক্তব্য, জনবসতি এলাকায় হাতি ঢুকে গেলে কিউআরটি দিয়ে তাদের আটকানোর চেষ্টা হয় ৷ কিন্তু, কিছু খামতি থাকার কারণে সমস্যা হচ্ছে ৷ যে কারণে, এই মডেল টিম করা হচ্ছে ৷ গরুমারা বন্যপ্রাণ বিভাগের তরফে জানানো হয়েছে, জঙ্গল সংলগ্ন লোকালয়ে হাতির হামলা হলে বন্যপ্রাণ স্কোয়াডকে জানানো হয় ৷ কিন্তু, অধিকাংশ ক্ষেত্রে স্কোয়াডের ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লেগে যায় ৷ মাঝের এই সময়টুকুতে 'হিউম্যান-এলিফেন্ট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট মডেল টিম' কাজ করবে ৷

গরুমারা বন্যপ্রাণ বিভাগ সূত্রে খবর, গত ছয় মাসে বন্যপ্রাণীর আক্রমণে জেলাজুড়ে বেশকিছু মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ এর মধ্যে হাতির পাশাপাশি, চিতাবাঘের হামলাও হয়েছে ৷ দেখা যাচ্ছে, প্রতিমাসে গড়ে দু-তিনজনের মৃত্যু হচ্ছে ৷ গরুমারা বন্যপ্রাণ বিভাগের বনাধিকারিক দিজ্জপ্রতিম সেন জানান, "কিউআরটি আছে ৷ কিন্তু, ওই টিমের পক্ষে একা কাজ করা সম্ভব নয় ৷ সবার সহযোগিতা প্রয়োজন ৷ তাই অনেক চিন্তাভাবনা করেই, এই নতুন টিম গঠন হয়েছে ৷"

তিনি জানিয়েছেন, হাজিপাড়া, ডাঙাপাড়া এলাকা ছাড়াও মূর্তির নিখিলপাড়া এলাকায় মডেল টিম তৈরি হয়েছে ৷ এই টিম তৈরি করা হয়েছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিকে দিয়ে ৷ কারণ, সারা বছর এই কমিটিগুলিকে সরকার প্রচুর অর্থ দিয়ে থাকে ৷ ওই অর্থের একটা অংশ দিয়ে এই টিম কাজ করবে ৷ কমিটিগুলিকে উৎসাহ দিয়ে কাজ শুরু করা হয়েছে ৷ যে টিম তৈরি করা হয়েছে, সেখানে কমিটির সদস্য ছাড়াও স্থানীয় মানুষজনকে রাখা হচ্ছে ৷ সেই সঙ্গে একটি গাড়ি ছাড়াও আগ্নেয়াস্ত্র-সহ বনকর্মী থাকছেন ৷ টিমের প্রত্যেক সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি তাদের নিজেদের এলাকাতেই কাজ করবে ৷

জলপাইগুড়ি, 22 অক্টোবর: মানুষ ও বন্যপ্রাণীদের সংঘাত লেগেই রয়েছে ৷ এই সংঘাত এড়াতে এবার পদক্ষেপ করল বন দফতর ৷ তৈরি করা হল 'কমিউনিটি বেসড হিউম্যান-এলিফেন্ট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট মডেল টিম' ৷ মানুষ-বন্যপ্রাণী সংঘাত এড়াতে এর আগেও বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তাতে কিছুটা কাজও হয়েছে ৷

এবার নতুন এই মডেলে স্থানীয় বাসিন্দা এবং একজন বনকর্মীকে নিয়ে তৈরি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি কাজ করবে ৷ রাখা হবে গাড়ি ও আগ্নেয়াস্ত্র ৷ ইতিমধ্যে, জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগের তিনটি এলাকায় এই টিম তৈরি করা হয়েছে ৷

বন দফতরের বক্তব্য, জনবসতি এলাকায় হাতি ঢুকে গেলে কিউআরটি দিয়ে তাদের আটকানোর চেষ্টা হয় ৷ কিন্তু, কিছু খামতি থাকার কারণে সমস্যা হচ্ছে ৷ যে কারণে, এই মডেল টিম করা হচ্ছে ৷ গরুমারা বন্যপ্রাণ বিভাগের তরফে জানানো হয়েছে, জঙ্গল সংলগ্ন লোকালয়ে হাতির হামলা হলে বন্যপ্রাণ স্কোয়াডকে জানানো হয় ৷ কিন্তু, অধিকাংশ ক্ষেত্রে স্কোয়াডের ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লেগে যায় ৷ মাঝের এই সময়টুকুতে 'হিউম্যান-এলিফেন্ট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট মডেল টিম' কাজ করবে ৷

গরুমারা বন্যপ্রাণ বিভাগ সূত্রে খবর, গত ছয় মাসে বন্যপ্রাণীর আক্রমণে জেলাজুড়ে বেশকিছু মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ এর মধ্যে হাতির পাশাপাশি, চিতাবাঘের হামলাও হয়েছে ৷ দেখা যাচ্ছে, প্রতিমাসে গড়ে দু-তিনজনের মৃত্যু হচ্ছে ৷ গরুমারা বন্যপ্রাণ বিভাগের বনাধিকারিক দিজ্জপ্রতিম সেন জানান, "কিউআরটি আছে ৷ কিন্তু, ওই টিমের পক্ষে একা কাজ করা সম্ভব নয় ৷ সবার সহযোগিতা প্রয়োজন ৷ তাই অনেক চিন্তাভাবনা করেই, এই নতুন টিম গঠন হয়েছে ৷"

তিনি জানিয়েছেন, হাজিপাড়া, ডাঙাপাড়া এলাকা ছাড়াও মূর্তির নিখিলপাড়া এলাকায় মডেল টিম তৈরি হয়েছে ৷ এই টিম তৈরি করা হয়েছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিকে দিয়ে ৷ কারণ, সারা বছর এই কমিটিগুলিকে সরকার প্রচুর অর্থ দিয়ে থাকে ৷ ওই অর্থের একটা অংশ দিয়ে এই টিম কাজ করবে ৷ কমিটিগুলিকে উৎসাহ দিয়ে কাজ শুরু করা হয়েছে ৷ যে টিম তৈরি করা হয়েছে, সেখানে কমিটির সদস্য ছাড়াও স্থানীয় মানুষজনকে রাখা হচ্ছে ৷ সেই সঙ্গে একটি গাড়ি ছাড়াও আগ্নেয়াস্ত্র-সহ বনকর্মী থাকছেন ৷ টিমের প্রত্যেক সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি তাদের নিজেদের এলাকাতেই কাজ করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.