খড়দা, 14 জুলাই: খড়দায় বন্ধ লেভেল ক্রসিংয়ে গাড়ি ও ট্রেনের সংঘর্ষ! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। রবিবার রাত তখন সাড়ে ন'টা খড়দা লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ। সেই সময় তীব্র শব্দে হর্ন বাজিয়ে আসছিল ডাউন হাজারদুয়ারী এক্সপ্রেস। কিন্তু ক্রসিং খোলা অবস্থায় ঢুকে পড়ে দু'টি চারচাকা ৷ আর লাইন ও ক্রসিংয়ের মাঝে দাঁড়িয়ে যায় সাদা চারচাকা দু'টি ৷
ট্রেনটি যে সময়ে ধাক্কা দিয়েছিল সেই সময়কার ভিডিয়োতে দেখা যাচ্ছে, লেভেল ক্রসিং বন্ধ হওয়ার আগে ঢুকে পড়ে দু'টি চারচাকা। তারপর বন্ধ হয় খড়দা লেভেল ক্রসিংয়ের গেট। তার মধ্য়েই চলে আসে ডাউন হাজারদুয়ারী এক্সপ্রেস। একটি গাড়ির পিছনে ধাক্কা মারে ট্রেনটি। ততক্ষণাৎ ছিটকে যায় গাড়িটি ৷ হতাহতের কোনও খবর না-থাকলেও বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারত। গাড়িটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার জেরে খড়দা রেলগেটের লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে পড়ে ওই এক্সপ্রেস ট্রেনটি । আধঘণ্টারও বেশি সময় ধরে খড়দা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। পরে, কলকাতা স্টেশনের দিকে রওনা হয়ে যায় হাজারদুয়ারী এক্সপ্রেস। সিগন্যাল ও গেটম্যানের সমন্বয়ের অভাবে এই দুর্ঘটনা কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ন'টা নাগাদ খড়দা রেলগেটের লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে দুটি সাদা রঙের স্করপিও গাড়ি। আচমকাই সিগন্যাল হয়ে যাওয়ায় গাড়ি দুটি আর রেলগেট পার হতে পারেনি। আটক পড়ে রেল লাইনের মধ্যেই। সেই সময় খড়দা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল কলকাতাগামী হাজার দুয়ারি এক্সপ্রেস। সিগন্যাল পেয়ে ট্রেনটিও ছেড় দেয় স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। দ্রুত গতিতে এগোতে থাকে কলকাতার দিকে। দুটি গাড়ি রেলগেটের আটকে থাকায় তারই একটি গাড়ির পিছনের দিকে সজোরে ধাক্কা মারে ওই এক্সপ্রেস ট্রেনটি। যদিও,তার আগেই স্করপিও গাড়ির যাত্রীরা নেমে যাওয়ায় বরাত জোরে বেঁচে যান তাঁরা। কিন্তু, ট্রেনের ধাক্কায় গাড়িটির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সকলে। পরে, রেল পুলিশের প্রচেষ্টায় গাড়ি দুটিকে লাইনের ধার থেকে সরাতে সমর্থ্য হয় আমজনতা। এরপরই ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
এ নিয়ে প্রত্যক্ষদর্শীদের দাবি, "গাড়ি দুটি যখন রেলগেট পার হচ্ছিল তখন গেট খোলাই ছিল। আচমকা রেলগেট ফেলে দেন গেটম্যান। দুটি গেটই বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি দুটি আর বেরতে পারেনি রেলগেট থেকে। রেলগেট পরার পর যথারীতি সবুজ সিগন্যালও হয়ে যায়। এতেই বিপত্তি ঘটে।" যদিও, রেল কর্তৃপক্ষ গোটা ঘটনার জন্য ওই দুই গাড়ির চালককেই দুষেছেন বলে জানা গিয়েছে। এ নিয়ে দুটি গাড়ির চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলেছে রেল সূত্রে।