জলপাইগুড়ি, 1 এপ্রিল: ঝড়ে বিধ্বস্ত এলাকা খতিয়ে দেখতে রবিবার রাতেই জলপাইগুড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন রাত প্রায় 2টো নাগাদ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান তিনি ৷ কিন্তু অন্ধকারের জন্য সেভাবে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে পাননি মুখ্যমন্ত্রী । তবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ৷ বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে তাঁদের চিন্তা না করার জন্য আশ্বস্ত করেন ৷
এর পাশাপাশি সকলকে অনুরোধ করেন যেন কেউ রিলিফ ক্যাম্প থেকে চলে না যান । গ্রামের মহিলাদের সামনে করজোড়ে পাশে থাকার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় । তবে নির্বাচনী বিধির কারণে সরাসরি আর্থিক সাহায্যের কথা ঘোষণা না করলেও তা দেওয়া হবে এবং প্রশাসন সবরকমভাবে সাহায্য করবে বলেও জানান তিনি ৷
প্রশাসনের ভূয়সী প্রশংসা করে তিনি জানান সবাই যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে । আহত কয়েকজনকে শিলিগুড়ি পাঠানো হয়েছে । তাঁরাও ভালো আছেন বলে জানান মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও তিনি জানান, বিধ্বস্ত এলাকায় প্রায় 600 থেকে 700টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তাঁরা রিলিফ ক্যাম্পে রয়েছেন । যতক্ষণ না কোনও ব্যবস্থা হয় ক্ষতিগ্রস্তদের রিলিফ ক্যাম্পেই থাকার কথা বলেছেন । প্রশাসনের তরফে জামা কাপড় ও কম্বল-সহ অনেক কিছুই দেওয়া হচ্ছে । যারা রিলিফ ক্যাম্পে থাকছেন তাঁদের খাবার ও চিকিৎসা সমস্ত ব্যবস্থা থাকবে । প্রশাসন এই অসহায় মানুষগুলোর পাশে থাকবেন ৷ তাঁরা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করছেন ।
রবিবার কয়েক মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে জলপাইগুড়ি ৷ তার জেরে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের ৷ আহতের সংখ্যা প্রায় 500 ৷ একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে রাস্তা বন্ধ হয়ে যায় ৷ পুলিশ, দমকল ও পৌরসভার বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে ৷
আরও পড়ুন :