ETV Bharat / state

'একদিকে বিজেপি, একদিকে এজেন্সি, রুখে দিয়েছে মানুষ', ঘাসফুল ঝড় নিয়ে মমতা - Mamata Banerjee on BJP - MAMATA BANERJEE ON BJP

CM Mamata Banerjee on Assembly Bye Election TMC Victory: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কার্যত ধরাশায়ী হয়েছিল বিজেপি ৷ এরপর 4টি বিধানসভা উপনির্বাচনের একটিতেও জিততে পারেনি গেরুয়া প্রার্থীরা ৷ তৃণমূলের এই জয়ের জন্য সাধারণ মানুষকেই ধন্যবাদ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা ৷

CM Mamata Banerjee
কলকাতায় ফিরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 5:31 PM IST

Updated : Jul 13, 2024, 5:57 PM IST

কলকাতা, 13 জুলাই: রাজ্যে চারটি বিধানসভা উপনির্বাচনে আবারও সবুজ ঝড় ৷ শনিবারই মুম্বই থেকে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের এই জয়ের জন্য তিনি আমজনতাকে কৃতজ্ঞতা জানান ৷ গত 10 জুলাই মানিকতলা, রানাঘাট, বাগদা, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট হয় ৷ এদিন ফলাফলে জানা যায়, চারটিতেই তৃণমূল প্রার্থীরাই জয়ী হয়েছে ৷ তবে লোকসভা ও বিধানসভা নির্বাচনের জয় 21 জুলাইয়ে শহিদদের প্রতি উৎসর্গ করা হবে, ঘোষণা করলেন তৃণমূল নেত্রী ৷

কলকাতায় ফিরে তৃণমূলের জয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

লোকসভার পর বিধানসভা উপ-নির্বাচনেও ধরাশায়ী বিজেপি ৷ এই জয় নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ ভোট জিতেছে ৷ বিজেপি এজেন্সিকে রুখে দিয়েছে ৷ বিজেপি পর্যদুস্ত হয়েছে ৷ দু'টি রাজ্যে ক্ষমতায় আছে, সেখানেই জিতেছে ৷ এটা বোঝা যাচ্ছে গোটা দেশের মানুষই বিজেপিকে পছন্দ করছে না ।"

রাজ্যে তৃণমূলের জয় প্রসঙ্গে মমতা বলেন, "মানিকতলাটা আমাদের ছিল ৷ গত দু'বছর মামলা করে এই ভোটটা করতে দেওয়া হয়নি ৷ সুপ্তির জেতাটাও খুব ভালো জয় ৷" রায়গঞ্জ থেকে জয়ী হয়েছেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী ৷ এদিকে মে-জুন মাসে হওয়া লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন ৷ সেই পরাজয় নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "আমরা জানতাম সিটটা তিনি (কৃষ্ণ কল্যাণী) জিতবেন ৷ কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ভাগ করে বিভাজনের রাজনীতি করে আসনটায় হারিয়েছিল ৷"

রানাঘাটে একদা বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীও সম্প্রতি লোকসভা নির্বাচনে হেরেছেন ৷ পরে এই বিধানসভা উপনির্বাচনে তিনি জয়ী হয়েছেন ৷ লোকসভা ভোটের আগে বিজেপি থেকে তৃণমূলে আসা মুকুটমণির পরাজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 'অপপ্রচার, কুৎসা ও নির্বাচন কমিশনের নানাবিধ চক্রান্ত'কেই দায়ী করলেন ৷ মমতা বলেন, "তিনি (মুকুটমণি অধিকারী) বিজেপির বিধায়ক ছিলেন, এখন তৃণমূলের বিধায়ক হলেন ৷ সুতরাং, ওটাও বিজেপির আসন, তৃণমূল জিতেছে ৷"

বাগদা বিধানসভা থেকে জয়ী হয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর ৷ এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর কথায়, "আমরা আমাদের কনিষ্ঠ প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে প্রার্থী করেছিলাম ৷ মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে ৷ ওখানকার মানুষ সমর্থন করেছে এবং তিনি জিতেছেন ৷"

চারটি আসনই বিজেপির ছিল বলে জানান তৃণমূল নেত্রী ৷ তিনি বলেন, "চারটি আসনের মধ্যে তিনটি আসনই ছিল বিজেপির- লোকসভা এবং বিধানসভাতেও ৷ সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে ৷ এছাড়া আমাদের আসনটি আমরাই জিতেছি ৷" এর জন্য সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানান ৷

কলকাতা, 13 জুলাই: রাজ্যে চারটি বিধানসভা উপনির্বাচনে আবারও সবুজ ঝড় ৷ শনিবারই মুম্বই থেকে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের এই জয়ের জন্য তিনি আমজনতাকে কৃতজ্ঞতা জানান ৷ গত 10 জুলাই মানিকতলা, রানাঘাট, বাগদা, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট হয় ৷ এদিন ফলাফলে জানা যায়, চারটিতেই তৃণমূল প্রার্থীরাই জয়ী হয়েছে ৷ তবে লোকসভা ও বিধানসভা নির্বাচনের জয় 21 জুলাইয়ে শহিদদের প্রতি উৎসর্গ করা হবে, ঘোষণা করলেন তৃণমূল নেত্রী ৷

কলকাতায় ফিরে তৃণমূলের জয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

লোকসভার পর বিধানসভা উপ-নির্বাচনেও ধরাশায়ী বিজেপি ৷ এই জয় নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ ভোট জিতেছে ৷ বিজেপি এজেন্সিকে রুখে দিয়েছে ৷ বিজেপি পর্যদুস্ত হয়েছে ৷ দু'টি রাজ্যে ক্ষমতায় আছে, সেখানেই জিতেছে ৷ এটা বোঝা যাচ্ছে গোটা দেশের মানুষই বিজেপিকে পছন্দ করছে না ।"

রাজ্যে তৃণমূলের জয় প্রসঙ্গে মমতা বলেন, "মানিকতলাটা আমাদের ছিল ৷ গত দু'বছর মামলা করে এই ভোটটা করতে দেওয়া হয়নি ৷ সুপ্তির জেতাটাও খুব ভালো জয় ৷" রায়গঞ্জ থেকে জয়ী হয়েছেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী ৷ এদিকে মে-জুন মাসে হওয়া লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন ৷ সেই পরাজয় নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "আমরা জানতাম সিটটা তিনি (কৃষ্ণ কল্যাণী) জিতবেন ৷ কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ভাগ করে বিভাজনের রাজনীতি করে আসনটায় হারিয়েছিল ৷"

রানাঘাটে একদা বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীও সম্প্রতি লোকসভা নির্বাচনে হেরেছেন ৷ পরে এই বিধানসভা উপনির্বাচনে তিনি জয়ী হয়েছেন ৷ লোকসভা ভোটের আগে বিজেপি থেকে তৃণমূলে আসা মুকুটমণির পরাজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 'অপপ্রচার, কুৎসা ও নির্বাচন কমিশনের নানাবিধ চক্রান্ত'কেই দায়ী করলেন ৷ মমতা বলেন, "তিনি (মুকুটমণি অধিকারী) বিজেপির বিধায়ক ছিলেন, এখন তৃণমূলের বিধায়ক হলেন ৷ সুতরাং, ওটাও বিজেপির আসন, তৃণমূল জিতেছে ৷"

বাগদা বিধানসভা থেকে জয়ী হয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর ৷ এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর কথায়, "আমরা আমাদের কনিষ্ঠ প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে প্রার্থী করেছিলাম ৷ মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে ৷ ওখানকার মানুষ সমর্থন করেছে এবং তিনি জিতেছেন ৷"

চারটি আসনই বিজেপির ছিল বলে জানান তৃণমূল নেত্রী ৷ তিনি বলেন, "চারটি আসনের মধ্যে তিনটি আসনই ছিল বিজেপির- লোকসভা এবং বিধানসভাতেও ৷ সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে ৷ এছাড়া আমাদের আসনটি আমরাই জিতেছি ৷" এর জন্য সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানান ৷

Last Updated : Jul 13, 2024, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.