কলকাতা, 20 জুলাই: মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়লেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র ৷ গত 18 জুলাই মালদার মানিকচকে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে অশান্তির ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল ৷ বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে গ্রামবাসীরা পথ অবরোধ করে ৷
সেই অবরোধ তুলতে গিয়ে গ্রামবাসীদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ ওঠে ৷ অন্যদিকে বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন মানিকচকের থানার ওসি ৷ এই অবস্থায় শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়লেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ৷
এদিন সন্ধ্যায় একুশে জুলাইয়ের প্রস্তুতি দেখতে ধর্মতলায় গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে উপস্থিত ছিলেন মালদার মানিকচকের বিধায়ক ৷ তৃণমূল সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী সাবিত্রী মিত্রকে মানিকচকের ঘটনা নিয়ে প্রশ্ন করেন তৃণমূল নেত্রী মমতা ৷ মুখ্যমন্ত্রী এদিন তাঁর দলের এই বিধায়কের কাছে জানতে চেয়েছেন, "তুমি মানিকচকের নেত্রী, তুমি থাকতে সেখানে এ ধরনের ঘটনা কীভাবে হল !"
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সাবিত্রী মিত্র জানিয়েছেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না ৷ ঘটনাস্থলে পৌঁছনোর পথে তিনি অনেকগুলি বিক্ষোভ মিটিয়েছেন ৷ কিন্তু মূল যেখানে বিক্ষোভের ঘটনা ঘটছে, সেখানে পৌঁছানোর আগেই বড়সড় অশান্তির ঘটনা ঘটে ৷ মুখ্যমন্ত্রী তাঁর কাছে সরাসরি প্রশ্ন তোলেন, "ওখানে কী করে গুলি চলল ! কেন ওখানে গুলি চালানো হল ?" জবাবে সাবিত্রী মিত্র বলেন, "ওখানে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছিল ৷ আর এই পরিস্থিতি তৈরি করা হয়েছিল ৷ পরিস্থিতি সামলাতে গিয়েই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে ৷"
যদিও সব কিছু শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মানিকচকের ঘটনায় দোষীদের কাউকে ছাড়া হবে না ৷ যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যাদের জন্য এই ঘটনা ঘটল তাদের প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে ৷ যারা দোষী তারা প্রত্যেকেই গ্রেফতার হবে ৷
সূত্র মারফৎ এমনটাও জানা গিয়েছে, যে মুখ্যমন্ত্রী বলেন গুলি চালানোর ঘটনার পর পুলিশ এক কথা বলছে, তিনি এলাকার নেত্রী হিসেবে আরেক কথা বলছেন, কেন এমনটা হচ্ছে ! এমনটা করলে মানুষের তো একটা ভুল ধারণা তৈরি হবে ৷ তিনি সাবিত্রী মিত্রকে এই ঘটনা নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন ৷
মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার থেকে এই বিষয়গুলি নিয়ে যা বলার প্রশাসন বলবে ৷ এদিকে ইটিভি ভারতের তরফে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "দলনেত্রী আমাদের ভালো করে কাজ করার কথা বলেছেন ৷ কীভাবে ওই এলাকায় সংগঠন আরও শক্তিশালী করা যায়, তার পরামর্শ দিয়েছেন ৷ একই সঙ্গে কীভাবে মানিকচকের ঘটনা ঘটল, সে বিষয়ে জানতেও চেয়েছেন ৷"