দুর্গাপুর, 27 এপ্রিল: দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না ! জনসভায় যাওয়ার পথে ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার দুপুরে হেলিপ্যাডে চপারে ওঠার পর ভিতরে হোঁচট খেয়ে পড়ে গেলেন তিনি ৷ সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায় ৷ ঘটনাটি ঘটে দুর্গাপুরের গান্ধি মোড়ে ডিএমসি ময়দানের হেলিপ্যাডে ৷ তৃণমূল সুপ্রিমো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর দেহরক্ষী তাঁকে টেনে তোলেন ৷ তিনি নিরাপদেই আসানসোলের কুলটিতে পৌঁছেছেন ৷ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মঞ্চের এপ্রাপ্ত থেকে ওপ্রাপ্ত দাপিয়েই বক্তৃতা দিতে দেখা গেল তাঁকে ৷ তবে তৃণমূল নেত্রীকে মঞ্চে কিছুটা খুড়িয়ে হাঁটতে দেখা গেল ৷ এখানে আসানসোলেনর তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বিগত বেশ কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটানা তীব্র দাবদাহের মধ্যে জেলায় জেলায় নির্বাচনী জনসভা করছেন ৷ দু'দফা নির্বাচন সবে মাত্র শেষ হয়েছে ৷ গত কয়েকদিন আগে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গলসি বিধানসভার অন্তর্ভুক্ত বুদবুদে প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, "প্রচণ্ড গরম ৷ সবাই ভাবছে হেলিকপ্টারে করে উনি যাতায়াত করেন ৷ কিন্তু হেলিকপ্টারের ভিতরটা হিট চেম্বার হয়ে থাকছে ৷ গরমে শরীরের সমস্ত জল শুকিয়ে যাচ্ছে ৷ নজিরবিহীন ভাবে এই প্রথম 4 জুন পর্যন্ত ভোট প্রক্রিয়া ৷ এর আগে 8 থেকে 13 ই মে'র মধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যেত ৷ এর পিছনে বিজেপির ষড়যন্ত্র আছে ।"
সেদিনই মুখ্যমন্ত্রী অস্বাভাবিক গরমে অস্বস্তির কথা নিজেই বলেছিলেন ৷ শনিবার মুখ্যমন্ত্রী প্রথমে আসানসোলের কুলটিতে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে সভা করছেন ৷ এরপর ঊষাগ্রামে জনসভা করবেন ৷ তাও আসানসোল প্রার্থীর জন্যই ৷ তবে চপারের মধ্যে পড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও চোট পেলেন কি না, তা এখনও জানা যায়নি ৷ এমনিতেও তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ৷ মার্চের মাঝামাঝি তিনি কপালে চোট পেয়েছিলেন ৷ একের পর এক চোট লেগেই আছে নেত্রীর ৷
আরও পড়ুন: