কলকাতা, 27 সেপ্টেম্বর: সেমিকন্ডাক্টর প্রকল্পের জন্য সবরকম ভাবে প্রস্তুত রাজ্য সরকার ৷ বৃহস্পতিবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন ৷ সেখানে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে কলকাতার জন্য সেমি সেমিকন্ডাক্টর বিনিয়োগে সবুজ সংকেত পাওয়া যায় ৷
সেমিকন্ডাক্টর নিয়ে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের জন্য জমি তৈরি করে রাখা হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর কথায়, "বাংলায় সেমিকন্ডাক্টর ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে এবার, প্রচুর কর্মসংস্থান হবে ৷ গত তিন বছর ধরেই ওয়েবেলের আইটি বিভাগ এনিয়ে কাজ করছে ৷ যেহেতু দুই দেশের মধ্যে এই কাজ, তাই প্রধানমন্ত্রী এটা ঘোষণা করেছেন ৷ মুখ্যমন্ত্রীর ভাষায়, এই সাফল্য বাংলার জন্য গর্বের ৷"
তিনি আরও বলেন, "আমরা জমি তৈরি করে রেখেছি ৷ ওনারা একটা জমি দেখেছেন ৷ একা এই মার্কিন সংস্থা নয়, দুবাইয়ের লুলু গ্রুপও বাংলায় আসছে ৷ তাদেরও জমি দেখানো হয়েছে ৷ এই সেন্টারটা হলে তা বিশ্বমানের হবে ৷" মুখ্যমন্ত্রী জানান তিনি ভীষণ খুশি, কারণ বাংলার মেধাকে কাজে লাগাতে পারবে ৷ তিনি এও জানাতে ভোলেননি, বাংলার মেধার গুরুত্ব সারা বিশ্বে ৷ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের ছেলেমেয়েরা খুবই দক্ষ ৷ আমরা বলেছি জানুয়ারিতে একটা রোড ম্যাপ তৈরি করতে বিজিবিএস-এর আগে ৷ এটা বাংলার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ৷ আমরা খুব খুশি ৷"
মুখ্যমন্ত্রী এদিন এও মনে করিয়ে দিয়েছেন, বাংলায় প্রচুর চাকরি হচ্ছে ৷ 6টি ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে ৷ 6টি রেল করিডর হচ্ছে ৷ দু’টি পাওয়ার প্ল্যান্ট করছে রাজ্য সরকার ৷ দু’টি পাওয়ার প্লান্ট বেসরকারি সংস্থাও তৈরি করছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, "জিন্দলরাও সম্ভবত পাওয়ার প্ল্যান্ট করবেন ৷ আরও 2-3টি স্টিল প্ল্যান্ট হচ্ছে ৷ আমি তো গতকাল বর্ধমান রোড ধরে ফেরার সময় দেখলাম হুগলি, হাওড়া ভর্তি হয়ে গিয়েছে ৷ দু’পাশে কোনও জমি খালি নেই ৷ সব জায়গায় শিল্প হয়েছে ৷ টোটালটাই ইন্ডাস্ট্রি ৷"
তিনি জানান, শুধু 5 লক্ষ চাকরি হয়েছে লেদার ইন্ডাস্ট্রিতে ৷ এই মুহূর্তে বিদেশে যে চামড়াজাত সামগ্রী রফতানি হয়, তার বেশিরভাগটাই যায় বাংলা থেকে ৷ আগামী দিনে এই সেক্টরে আরও আড়াই লক্ষ কর্মসংস্থান হবে ৷
এছাড়া পুজোর আগেই পুলিশে 12 হাজার নিয়োগে সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এই মুহূর্তে এই নিয়োগের বিষয়টি আদালতে আটকে রয়েছে ৷ তিনি আশা করছেন, আগামী সপ্তাহে এই নিয়োগের বিষয়ে আদালতে সবুজ সংকেত মিলতে পারে ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন এক্ষেত্রে আইনিজট কাটলে নিয়োগ সম্পন্ন হবে ৷