ETV Bharat / state

দমকা হাওয়ায় আচমকা ভাঙল জাতীয় সড়কের হাইট বার, অল্পের জন্য রক্ষা যাত্রীদের - Height Bar Collapses

Height Bar Collapses: দমকা হাওয়ায় আচমকা ভেঙে পড়ল ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া ঝুমুর এলাকার হাইট বার ৷ তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা ৷

ETV BHARAT
দমকা হাওয়ায় আচমকা ভাঙল জাতীয় সড়কের হাইট বার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 6:35 PM IST

Updated : Aug 1, 2024, 7:42 PM IST

ধূপগুড়ি, 1 অগস্ট: দমকা হাওয়ায় এশিয়ান হাইওয়ের হাইট বার আচমকা ভেঙে পড়ল ৷ অল্পের জন্য রক্ষা পেল পথচলতি যানবাহন ও যাত্রীরা ।

দমকা হাওয়ায় আচমকা ভাঙল জাতীয় সড়কের হাইট বার (নিজস্ব ভিডিয়ো)

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া ঝুমুর এলাকায় । 48 নং এশিয়ান হাইওয়ের উপরে আচমকাই ভেঙে পড়ল রেলের তরফে লাগানো হাইট এক্সটেনশন বার । জানা যায়, এদিন দুপুর প্রায় আড়াইটে নাগাদ ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া উঠতেই জলপাইগুড়িগামী রাস্তায় ওই হাইট এক্সটেনশন বারটি ভেঙে পড়ে । আচমকা এমন ঘটনায় রাস্তার দুই দিকে দাঁড়িয়ে যায় একাধিক যানবাহন ।

স্থানীয়দের দাবি, ওই হাইট বারটি কোনও ছোট গাড়ি, বাইক বা পথচলতি মানুষের উপর পড়লে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত । তবে অল্পের জন্য বড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি-সহ অন্যান্য অফিসাররা । ঘটনাস্থলে যান রেলওয়ে বিভাগের শীর্ষ ইঞ্জিনিয়াররাও ।

রেলের তরফে দাবি করা হয়েছে, লোহার ওই এক্সটেনশন বারটি হাওয়াতে খুলে পড়ার কথা নয় । তবে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে । হয়তো কোনও বড় পণ্যবাহী লরির ধাক্কায় হাইট বারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরবর্তীতে ঝোড়ো হাওয়ায় এটি ঝুলে যায় । রেলের সিনিয়র ইঞ্জিনিয়ার সুমিত কুমার বলেন, "ট্রাফিকের ওসি খবর দেন । আমরা খবর পেয়ে এখানে আসি । এই বারগুলি মাঝেমধ্যে ইন্সপেকশন করা হয় । তবে হঠাৎ এই ঘটনা ঘটল কেন, তা খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হবে ।"

স্থানীয় বাসিন্দা বাপ্পা আলম বলেন, "সম্ভবত কোনও কয়লার গাড়ির ধাক্কায় এটি খুলে যায় । এরপর এই বিপত্তি দেখা দেয় । বড়সড় ঘটনা বা প্রাণহানি ঘটতে পারত । তবে দুপুরের সময় প্রচণ্ড রোদ এবং ঝোড়ো হাওয়ার কারণে রাস্তা ফাঁকা থাকায় প্রাণহানি বা বড় ক্ষতি এড়ানো গিয়েছে ।"

ধূপগুড়ি, 1 অগস্ট: দমকা হাওয়ায় এশিয়ান হাইওয়ের হাইট বার আচমকা ভেঙে পড়ল ৷ অল্পের জন্য রক্ষা পেল পথচলতি যানবাহন ও যাত্রীরা ।

দমকা হাওয়ায় আচমকা ভাঙল জাতীয় সড়কের হাইট বার (নিজস্ব ভিডিয়ো)

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া ঝুমুর এলাকায় । 48 নং এশিয়ান হাইওয়ের উপরে আচমকাই ভেঙে পড়ল রেলের তরফে লাগানো হাইট এক্সটেনশন বার । জানা যায়, এদিন দুপুর প্রায় আড়াইটে নাগাদ ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া উঠতেই জলপাইগুড়িগামী রাস্তায় ওই হাইট এক্সটেনশন বারটি ভেঙে পড়ে । আচমকা এমন ঘটনায় রাস্তার দুই দিকে দাঁড়িয়ে যায় একাধিক যানবাহন ।

স্থানীয়দের দাবি, ওই হাইট বারটি কোনও ছোট গাড়ি, বাইক বা পথচলতি মানুষের উপর পড়লে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত । তবে অল্পের জন্য বড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি-সহ অন্যান্য অফিসাররা । ঘটনাস্থলে যান রেলওয়ে বিভাগের শীর্ষ ইঞ্জিনিয়াররাও ।

রেলের তরফে দাবি করা হয়েছে, লোহার ওই এক্সটেনশন বারটি হাওয়াতে খুলে পড়ার কথা নয় । তবে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে । হয়তো কোনও বড় পণ্যবাহী লরির ধাক্কায় হাইট বারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরবর্তীতে ঝোড়ো হাওয়ায় এটি ঝুলে যায় । রেলের সিনিয়র ইঞ্জিনিয়ার সুমিত কুমার বলেন, "ট্রাফিকের ওসি খবর দেন । আমরা খবর পেয়ে এখানে আসি । এই বারগুলি মাঝেমধ্যে ইন্সপেকশন করা হয় । তবে হঠাৎ এই ঘটনা ঘটল কেন, তা খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হবে ।"

স্থানীয় বাসিন্দা বাপ্পা আলম বলেন, "সম্ভবত কোনও কয়লার গাড়ির ধাক্কায় এটি খুলে যায় । এরপর এই বিপত্তি দেখা দেয় । বড়সড় ঘটনা বা প্রাণহানি ঘটতে পারত । তবে দুপুরের সময় প্রচণ্ড রোদ এবং ঝোড়ো হাওয়ার কারণে রাস্তা ফাঁকা থাকায় প্রাণহানি বা বড় ক্ষতি এড়ানো গিয়েছে ।"

Last Updated : Aug 1, 2024, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.