ETV Bharat / state

পরিত্যক্ত রেল কোয়ার্টারে উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রের দেহ, নেপথ্যে অনলাইন গেম!

Student unnatural death in Behala: নামী ইংরেজি মাধ্য়ম স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিল অংশুমান ৷ পাড়ার বিশেষ কারও সঙ্গে মিশত না ৷ রবিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ এরপর গতকাল তাঁর দেহ পাওয়া যায় পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে ৷

ETV Bharat
বেহালায় পরিত্যক্ত রেলের কোয়ার্টারে মিলল ছাত্রের দেহ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 1:39 PM IST

Updated : Mar 13, 2024, 1:54 PM IST

কলকাতার বেহালায় রেল কোয়ার্টারে মিলল দ্বাদশ শ্রেণির পড়ুয়ার দেহ

বেহালা, 13 মার্চ: পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে উচ্চমাধ্যমিক পড়ুয়ার দেহ উদ্ধার করল বেহালা থানার পুলিশ ৷ মৃত ছাত্রের নাম অংশুমান সিং (20) ৷ তাঁর বাড়ি বেহালার কেদার চ্যাটার্জি রোডে ৷ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, ইংরেজি মাধ্য়ম বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়া অংশুমান অনলাইন গেম খেলায় আসক্ত হয়ে পড়েছিল ৷ এই গেম খেলায় তাঁর প্রচুর দেনাও হয়ে গিয়েছিল ৷ প্রতিবেশীরা জানায়, অংশুমান সিং এবছর দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিল ৷ শহরের একটি নামজাদা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত অংশুমান ৷ স্থানীয়দের অনুমান, ছাত্রটি আত্মঘাতী হয়েছে ৷

বাবা ছোটখাটো ব্যবসা করলেও ছেলেকে ছেলের পড়াশোনায় কোনও খামতি রাখেননি ৷ তাদের বাড়ির পাশেই পরিত্যক্ত রেলের কোয়ার্টার আছে ৷ সেখানে চারতলা থেকে অংশুমানের দেহ খুঁজে পায় পুলিশ ৷ এক প্রতিবেশীর কথায়, "রবিবার রাত থেকে নিখোঁজ ছিল অংশুমান ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৷ ফলপ্রকাশ বাকি আছে ৷"

জানা গিয়েছে, প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় অংশুমানের চার বন্ধুকে বেহালা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে ৷ প্রতিবেশী এক মহিলা বলেন, "ছেলেটির বাবা অনেক কষ্ট করেই সংসার চালায় ৷ বাইপাসের ধারে ফুটপাথে তাঁর দোকান আছে ৷ সেখানে তিনি বিস্কুট-সহ আরও অনেক কিছু বিক্রি করেন ৷ ছেলেটি প্রচুর দেনা করেছিল ৷ ওর বাবা-মা খুবই ভালো ৷ ছেলেটি পাড়ায় কারও সঙ্গে মেলামেশা করত না ৷"

এদিকে কলকাতার কাছে উত্তর 24 পরগনার নিমতার রবীন্দ্রপল্লিতে একটি হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে ৷ সেখানে এক ব্যবসায়ীর মাথায় উইকেট স্টাম্পের আঘাত করা হয় । পরে ব্যবসায়ীর দেহ জলের ট্যাংকের পাশে বস্তাবন্দি করে পুঁতে, তার উপর দিয়ে পাঁচিল তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ মৃত ওই ব্যবসায়ীর নাম ভাবো লাখানি ৷ তিনি কলকাতার ভবানীপুরের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷ ঘটনায় মৃতের দুই ব্যবসায়িক অংশীদার অনির্বাণ গুপ্ত ও সুমন দাসকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় বালিগঞ্জ ও নিমতা থানার পুলিশ যৌথ উদ্যোগে তদন্তে করছে ৷

আরও পড়ুন:

  1. নিমতায় খুন কলকাতার ব্যবসায়ী, বস্তাবন্দি দেহ পুঁতে তোলা হয়েছিল পাঁচিল
  2. 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন! অর্ধনগ্ন দেহ মিলল নদীর তীরে
  3. স্ত্রীকে খুন করে 100 ডায়াল, পুলিশের কাছে ধরা দিল অভিযুক্ত স্বামী

কলকাতার বেহালায় রেল কোয়ার্টারে মিলল দ্বাদশ শ্রেণির পড়ুয়ার দেহ

বেহালা, 13 মার্চ: পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে উচ্চমাধ্যমিক পড়ুয়ার দেহ উদ্ধার করল বেহালা থানার পুলিশ ৷ মৃত ছাত্রের নাম অংশুমান সিং (20) ৷ তাঁর বাড়ি বেহালার কেদার চ্যাটার্জি রোডে ৷ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, ইংরেজি মাধ্য়ম বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়া অংশুমান অনলাইন গেম খেলায় আসক্ত হয়ে পড়েছিল ৷ এই গেম খেলায় তাঁর প্রচুর দেনাও হয়ে গিয়েছিল ৷ প্রতিবেশীরা জানায়, অংশুমান সিং এবছর দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিল ৷ শহরের একটি নামজাদা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত অংশুমান ৷ স্থানীয়দের অনুমান, ছাত্রটি আত্মঘাতী হয়েছে ৷

বাবা ছোটখাটো ব্যবসা করলেও ছেলেকে ছেলের পড়াশোনায় কোনও খামতি রাখেননি ৷ তাদের বাড়ির পাশেই পরিত্যক্ত রেলের কোয়ার্টার আছে ৷ সেখানে চারতলা থেকে অংশুমানের দেহ খুঁজে পায় পুলিশ ৷ এক প্রতিবেশীর কথায়, "রবিবার রাত থেকে নিখোঁজ ছিল অংশুমান ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৷ ফলপ্রকাশ বাকি আছে ৷"

জানা গিয়েছে, প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় অংশুমানের চার বন্ধুকে বেহালা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে ৷ প্রতিবেশী এক মহিলা বলেন, "ছেলেটির বাবা অনেক কষ্ট করেই সংসার চালায় ৷ বাইপাসের ধারে ফুটপাথে তাঁর দোকান আছে ৷ সেখানে তিনি বিস্কুট-সহ আরও অনেক কিছু বিক্রি করেন ৷ ছেলেটি প্রচুর দেনা করেছিল ৷ ওর বাবা-মা খুবই ভালো ৷ ছেলেটি পাড়ায় কারও সঙ্গে মেলামেশা করত না ৷"

এদিকে কলকাতার কাছে উত্তর 24 পরগনার নিমতার রবীন্দ্রপল্লিতে একটি হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে ৷ সেখানে এক ব্যবসায়ীর মাথায় উইকেট স্টাম্পের আঘাত করা হয় । পরে ব্যবসায়ীর দেহ জলের ট্যাংকের পাশে বস্তাবন্দি করে পুঁতে, তার উপর দিয়ে পাঁচিল তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ মৃত ওই ব্যবসায়ীর নাম ভাবো লাখানি ৷ তিনি কলকাতার ভবানীপুরের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷ ঘটনায় মৃতের দুই ব্যবসায়িক অংশীদার অনির্বাণ গুপ্ত ও সুমন দাসকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় বালিগঞ্জ ও নিমতা থানার পুলিশ যৌথ উদ্যোগে তদন্তে করছে ৷

আরও পড়ুন:

  1. নিমতায় খুন কলকাতার ব্যবসায়ী, বস্তাবন্দি দেহ পুঁতে তোলা হয়েছিল পাঁচিল
  2. 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন! অর্ধনগ্ন দেহ মিলল নদীর তীরে
  3. স্ত্রীকে খুন করে 100 ডায়াল, পুলিশের কাছে ধরা দিল অভিযুক্ত স্বামী
Last Updated : Mar 13, 2024, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.