ETV Bharat / state

রেমাল-বিপর্যয় মোকাবিলায় তৎপর হুগলি প্রশাসন, প্রস্তুত সিভিল ডিফেন্স টিম - Cyclone Remal - CYCLONE REMAL

Cyclone Remal: হুগলিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে ৷ তাই হুগলি জেলা প্রশাসনের তরফে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সিভিল ডিফেন্স রেসকিউ বাহিনীকে ৷ গাছকাটার মেশিন, অক্সিজেন সিলিন্ডার-সহ নানান জুরুরি সামগ্রী নিয়ে প্রস্তুত বাহিনীর সদস্যরা ৷

civil defense rescue team for Cyclone Remal
রেমালের মোকাবিলায় প্রস্তুত হুগলির প্রশাসন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 10:26 PM IST

চুঁচুড়া, 27 মে: ঘূর্ণিঝড় রেমাল-পরবর্তী প্রভাবের সঙ্গে লড়তে তৎপর হুগলি জেলা প্রশাসন ৷ কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ার পাশাপাশি হুগলিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ রবিবার সকাল থেকেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাব দেখা যাচ্ছে হুগলিতে ৷ দুপুর গড়িয়ে বিকেল হতেই ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়েছে ৷ এই পরিস্থিতি মধ্যরাতে রেমালের স্থলভাগে প্রবেশের পর কলকাতা, হাওড়া-সহ হুগলি জেলায় 70-90 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় শুরু হবে ৷ এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত জেলা প্রশাসন ৷

রেমালের মোকাবিলায় প্রস্তুত হুগলির প্রশাসন (ইটিভি ভারত)

আজ হুগলি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, 13টি পৌরসভা ও 18টি ব্লককে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি রয়েছে ৷ প্রতিটি পৌরসভায় কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷ তারা ব্লক উন্নয়ন আধিকারিক এবং জেলাশাসকের দফতরের সঙ্গে 24 ঘণ্টা যোগাযোগ রাখবে আগামী দু’দিন ৷ এর পাশাপাশি সিভিল ডিফেন্স রেসকিউ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে ৷ উদ্ধার কাজ, গাছ পড়লে তা সরানো, জরুরি পরিস্থিতিতে মেডিক্যাল পরিষেবায় অক্সিজেন সিলিন্ডার, দড়ি, জেনারেটর-সহ বিপর্যয় মোকাবিলার সমস্ত সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকছে তারা ৷ সিভিল ডিফেন্স রেসকিউ বাহিনীর বিশেষ ভ্যান জেলার সর্বত্র পৌঁছে যাবে প্রয়োজনীয়তা অনুযায়ী ৷

উল্লেখ্য, আজ সকাল থেকে হুগলি নদীতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ৷ এই পরিস্থিতিতে ভেসেল ও লঞ্চগুলিকে পাড়ে বেঁধে রাখতে লোহার চেন ব্যবহার করা হয়েছে ৷ তবে, জেটির কোনও ক্ষতি যাতে না হয়, তার জন্য সব ভেসেল সেখানে বাঁধা হয়নি ৷ চুঁচুড়া ও চন্দননগরের স্পিড বোর্ডের ব্যবস্থা রাখা হয়েছে ৷ চুঁচুড়ায় কন্ট্রোল রুমের ফোন নম্বরও দেওয়া হয়েছে জেলাবাসীর জন্য ৷ ফোন নম্বরগুলি হল- 033 2681-2652 ও 8100106041

হুগলি জেলার ওসি ডিজাস্টার সৈয়দ মাসুদুর রহমান বলেন, "জেলাজুড়ে সতর্কতায় সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ নদীর পাড়ে যারা কাঁচা বাড়িতে থাকেন, তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফ্লাড শেল্টারগুলিতে ৷ পানীয় জল, শুকনো খাবার মজুত রাখা হয়েছে ৷ ঝড়ের আগে জেলার ফেরি ঘাটগুলিকে বন্ধ রাখা হয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত রাখা হয়েছে ৷ ঝড়ে গাছ, বিদ্যুতের খুঁটি ভাঙলে, তা সরাতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিটি টিমে 10 থেকে 12 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে ৷ দমকল, বিদ্যুৎ দফতর থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে ৷"

চুঁচুড়া, 27 মে: ঘূর্ণিঝড় রেমাল-পরবর্তী প্রভাবের সঙ্গে লড়তে তৎপর হুগলি জেলা প্রশাসন ৷ কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ার পাশাপাশি হুগলিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ রবিবার সকাল থেকেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাব দেখা যাচ্ছে হুগলিতে ৷ দুপুর গড়িয়ে বিকেল হতেই ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়েছে ৷ এই পরিস্থিতি মধ্যরাতে রেমালের স্থলভাগে প্রবেশের পর কলকাতা, হাওড়া-সহ হুগলি জেলায় 70-90 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় শুরু হবে ৷ এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত জেলা প্রশাসন ৷

রেমালের মোকাবিলায় প্রস্তুত হুগলির প্রশাসন (ইটিভি ভারত)

আজ হুগলি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, 13টি পৌরসভা ও 18টি ব্লককে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি রয়েছে ৷ প্রতিটি পৌরসভায় কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷ তারা ব্লক উন্নয়ন আধিকারিক এবং জেলাশাসকের দফতরের সঙ্গে 24 ঘণ্টা যোগাযোগ রাখবে আগামী দু’দিন ৷ এর পাশাপাশি সিভিল ডিফেন্স রেসকিউ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে ৷ উদ্ধার কাজ, গাছ পড়লে তা সরানো, জরুরি পরিস্থিতিতে মেডিক্যাল পরিষেবায় অক্সিজেন সিলিন্ডার, দড়ি, জেনারেটর-সহ বিপর্যয় মোকাবিলার সমস্ত সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকছে তারা ৷ সিভিল ডিফেন্স রেসকিউ বাহিনীর বিশেষ ভ্যান জেলার সর্বত্র পৌঁছে যাবে প্রয়োজনীয়তা অনুযায়ী ৷

উল্লেখ্য, আজ সকাল থেকে হুগলি নদীতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ৷ এই পরিস্থিতিতে ভেসেল ও লঞ্চগুলিকে পাড়ে বেঁধে রাখতে লোহার চেন ব্যবহার করা হয়েছে ৷ তবে, জেটির কোনও ক্ষতি যাতে না হয়, তার জন্য সব ভেসেল সেখানে বাঁধা হয়নি ৷ চুঁচুড়া ও চন্দননগরের স্পিড বোর্ডের ব্যবস্থা রাখা হয়েছে ৷ চুঁচুড়ায় কন্ট্রোল রুমের ফোন নম্বরও দেওয়া হয়েছে জেলাবাসীর জন্য ৷ ফোন নম্বরগুলি হল- 033 2681-2652 ও 8100106041

হুগলি জেলার ওসি ডিজাস্টার সৈয়দ মাসুদুর রহমান বলেন, "জেলাজুড়ে সতর্কতায় সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ নদীর পাড়ে যারা কাঁচা বাড়িতে থাকেন, তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফ্লাড শেল্টারগুলিতে ৷ পানীয় জল, শুকনো খাবার মজুত রাখা হয়েছে ৷ ঝড়ের আগে জেলার ফেরি ঘাটগুলিকে বন্ধ রাখা হয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত রাখা হয়েছে ৷ ঝড়ে গাছ, বিদ্যুতের খুঁটি ভাঙলে, তা সরাতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিটি টিমে 10 থেকে 12 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে ৷ দমকল, বিদ্যুৎ দফতর থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.