ETV Bharat / state

‘সুপ্রিম’ নির্দেশিকায় গ্রামীণ হাসপাতাল থেকেও সরানো হল সিভিক ভলান্টিয়ারদের - CIVIC VOLUNTEERS

মালদা জেলার গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে সরানো হয়েছে সিভিক ভলান্টিয়ারদের ৷ বদলে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকর্মীদের ৷

Civic Volunteers
মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে পুলিশ কর্মী৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 10:18 AM IST

মালদা, 24 অক্টোবর: শুধু মালদা মেডিক্যাল নয়, সুপ্রিম কোর্টের নির্দেশিকায় গ্রামীণ হাসপাতালগুলিও এখন সিভিকমুক্ত ৷ দিনতিনেক আগেই জেলার প্রতিটি গ্রামীণ হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারদের ৷ পরিবর্তে সেখানে নিয়োগ করা হয়েছে খাকি উর্দির পুলিশকর্মীদের ৷

হাতে গোনা হলেও পুলিশকর্মীদের উপস্থিতিতে হাসপাতালের নিরাপত্তায় ভরসা পাচ্ছেন সাধারণ মানুষজন ৷ তাঁরা চাইছেন, পুলিশকর্মীদের হাতে হাসপাতালের নিরাপত্তার ভার ছেড়ে দেওয়া হোক ৷ আর যেন সিভিক ভলান্টিয়ার নিয়োগ না করা হয় ৷

Civic Volunteers
মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে পুলিশ কর্মী৷ (নিজস্ব চিত্র)

কিন্তু জেলায় দীর্ঘদিন ধরেই পুলিশকর্মীর সংকট রয়েছে ৷ এই পরিস্থিতিতে কতদিন প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পুলিশকর্মীদের নিরাপত্তার দায়িত্বে রাখা যাবে, তা নিয়ে চিন্তায় কর্তারা ৷ যদিও এই ইস্যুতে তাঁরা কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি ৷

আরজি করের ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের একগুচ্ছ নির্দেশিকায় রাজ্যের প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজে নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ারদের তুলে নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার ৷ শুধু মেডিক্যাল কলেজই নয়, গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও এখন আর সিভিক ভলান্টিয়ার নেই ৷ কোথাও তিনজন, কোথাও বা চারজন পুলিশকর্মী সেই দায়িত্ব সামলাচ্ছেন ৷

এতে তাঁদের উপরেও চাপ বাড়ছে ৷ কারণ, যেকোনও হাসপাতালে এত কম সংখ্যক পুলিশকর্মীর পক্ষে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব ৷ কিন্তু সিভিকের পরিবর্তে খাকি উর্দিধারীদের উপস্থিতি ভরসা যোগাচ্ছে সাধারণ মানুষকে ৷ বুধবার পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে তার প্রমাণ মিলেছে ৷

Civic Volunteers
মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে পুলিশ কর্মী৷ (নিজস্ব চিত্র)

এদিন ওই হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় আবদুল রাসেদ বলেন, “দু’দিন থেকেই এখানে সিভিক ভলান্টিয়ার থাকছে না ৷ খাকি পোশাক পরা পুলিশ থাকছে ৷ কলকাতায় একটা দুর্ঘটনা ঘটেছে ৷ সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে ভালোই হয়েছে ৷ উর্দি পরা পুলিশ থাকলে হাসপাতালের নিরাপত্তা অনেকটা বেড়ে যাবে ৷”

একই বক্তব্য পরিবারের এক সদস্যকে আউটডোরে নিয়ে আসা আবদুর রাজ্জাকের ৷ তিনি বলেন, “এর আগে সিভিক ভলান্টিয়াররা যেকোনও বিষয়ে হম্বিতম্বি করত ৷ মানুষকে হয়রান করত ৷ সেই কারণে সরকারি নির্দেশে তাদের তুলে নেওয়া হয়েছে ৷ পরিবর্তে এখানে উর্দি পরা পুলিশ থাকছে ৷ দারোগাও থাকছেন ৷ এখানে যাতে কোনও অসুবিধে না-হয়, কোনও অশান্তি না-হয়, সেসব পুলিশকর্মীরাই দেখবেন ৷ এতে খুব ভালো হয়েছে ৷ হাসপাতালে সব কিছু স্বাভাবিক রয়েছে ৷”

মালদা, 24 অক্টোবর: শুধু মালদা মেডিক্যাল নয়, সুপ্রিম কোর্টের নির্দেশিকায় গ্রামীণ হাসপাতালগুলিও এখন সিভিকমুক্ত ৷ দিনতিনেক আগেই জেলার প্রতিটি গ্রামীণ হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারদের ৷ পরিবর্তে সেখানে নিয়োগ করা হয়েছে খাকি উর্দির পুলিশকর্মীদের ৷

হাতে গোনা হলেও পুলিশকর্মীদের উপস্থিতিতে হাসপাতালের নিরাপত্তায় ভরসা পাচ্ছেন সাধারণ মানুষজন ৷ তাঁরা চাইছেন, পুলিশকর্মীদের হাতে হাসপাতালের নিরাপত্তার ভার ছেড়ে দেওয়া হোক ৷ আর যেন সিভিক ভলান্টিয়ার নিয়োগ না করা হয় ৷

Civic Volunteers
মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে পুলিশ কর্মী৷ (নিজস্ব চিত্র)

কিন্তু জেলায় দীর্ঘদিন ধরেই পুলিশকর্মীর সংকট রয়েছে ৷ এই পরিস্থিতিতে কতদিন প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পুলিশকর্মীদের নিরাপত্তার দায়িত্বে রাখা যাবে, তা নিয়ে চিন্তায় কর্তারা ৷ যদিও এই ইস্যুতে তাঁরা কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি ৷

আরজি করের ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের একগুচ্ছ নির্দেশিকায় রাজ্যের প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজে নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ারদের তুলে নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার ৷ শুধু মেডিক্যাল কলেজই নয়, গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও এখন আর সিভিক ভলান্টিয়ার নেই ৷ কোথাও তিনজন, কোথাও বা চারজন পুলিশকর্মী সেই দায়িত্ব সামলাচ্ছেন ৷

এতে তাঁদের উপরেও চাপ বাড়ছে ৷ কারণ, যেকোনও হাসপাতালে এত কম সংখ্যক পুলিশকর্মীর পক্ষে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব ৷ কিন্তু সিভিকের পরিবর্তে খাকি উর্দিধারীদের উপস্থিতি ভরসা যোগাচ্ছে সাধারণ মানুষকে ৷ বুধবার পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে তার প্রমাণ মিলেছে ৷

Civic Volunteers
মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে পুলিশ কর্মী৷ (নিজস্ব চিত্র)

এদিন ওই হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় আবদুল রাসেদ বলেন, “দু’দিন থেকেই এখানে সিভিক ভলান্টিয়ার থাকছে না ৷ খাকি পোশাক পরা পুলিশ থাকছে ৷ কলকাতায় একটা দুর্ঘটনা ঘটেছে ৷ সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে ভালোই হয়েছে ৷ উর্দি পরা পুলিশ থাকলে হাসপাতালের নিরাপত্তা অনেকটা বেড়ে যাবে ৷”

একই বক্তব্য পরিবারের এক সদস্যকে আউটডোরে নিয়ে আসা আবদুর রাজ্জাকের ৷ তিনি বলেন, “এর আগে সিভিক ভলান্টিয়াররা যেকোনও বিষয়ে হম্বিতম্বি করত ৷ মানুষকে হয়রান করত ৷ সেই কারণে সরকারি নির্দেশে তাদের তুলে নেওয়া হয়েছে ৷ পরিবর্তে এখানে উর্দি পরা পুলিশ থাকছে ৷ দারোগাও থাকছেন ৷ এখানে যাতে কোনও অসুবিধে না-হয়, কোনও অশান্তি না-হয়, সেসব পুলিশকর্মীরাই দেখবেন ৷ এতে খুব ভালো হয়েছে ৷ হাসপাতালে সব কিছু স্বাভাবিক রয়েছে ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.