ETV Bharat / state

চক্ররেলের পরিষেবায় রদবদল, কোন-কোন ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত হল ? - TRAINS MOVEMENT RESTRICTED

প্রতিমা নিরঞ্জনের জন্য চক্ররেলের যাত্রাপথ সংক্ষপ্তি করা হল ৷ রেলের তরফে জানানো হয়েছে যে কোন কোন ট্রেনের সময়সূচি বা যাত্রাপথ সংক্ষিপ্ত হল ?

TRAINS MOVEMENT RESTRICTED
চক্ররেলের পরিষেবায় রদবদল, কোন-কোন ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত হল ? (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 7:55 PM IST

কলকাতা, 15 অক্টোবর: দুর্গাপুজো শেষ ৷ তবে চলছে প্রতিমা নিরঞ্জনের পালা ৷ আগামিকাল, বুধবার লক্ষ্মীপুজো ৷ ফলে বৃহস্পতিবার বা তার পর থেকে চলবে লক্ষ্মীপুজোর বিসর্জন ৷ সেই কারণে সোমবার থেকে চক্ররেলের চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে রেলের তরফে ৷ আগামী শুক্রবার পর্যন্ত এভাবেই ট্রেন চলবে বলে জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ।

তবে লক্ষ্মীপুজোতেই তো উৎসব শেষ নয় ৷ এর পর আছে কালীপুজো৷ সেই সময় প্রতিমা নিরঞ্জনের জন্য চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷ তখন 1 থেকে 4 নভেম্বর পর্যন্ত পরিষেবা নিয়ন্ত্রিত হবে ৷

এক নজরে দেখে নিন চক্ররেলের পরিবর্তিত সময়সূচি:

সাতটি লোকাল (30322, 30128, 30324, 30346, 30312, 30314 ও 30122) কলকাতা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে । সাতটি লোকাল (30145, 30121, 30333, 30331, 30311, 30111 ও 30313) কলকাতা স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।

একটি লোকাল (30344) বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে । একটি লোকাল (30154) শিয়ালদহ দক্ষিণ স্টেশনে ও একটি লোকাল (30123) শিয়ালদহ নর্থ স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ।

দু’টি ট্রেন (30142 ও 30332) বালিগঞ্জ হয়ে মাঝেরহাট পৌঁছবে । আরেকটি লোকাল (30353) মাঝেরহাট দিয়ে যাবে । পাশাপাশি আরও একটি ট্রেন (30135) বালিগঞ্জ দিয়ে গন্তব্যে পৌঁছবে । 2টি ট্রেন (30511, 30711) বালিগঞ্জ স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে । 2টি ট্রেনের (30712 ও 30552) যাত্রা শুরু হবে বালিগঞ্জ স্টেশন থেকে ৷

দু’টি ট্রেন (30342 ও 30112) ঘুর পথে বালিগঞ্জ হয়ে গন্তব্যে পৌঁছবে । আরও দু’টি ট্রেন (30321 ও 30317) বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করে পার্কসার্কাস, বিধাননগর হয়ে যাবে ৷ এছাড়া একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷ বাতিল হওয়া ট্রেনের নম্বর হল - 30412, 30416, 30411, 30451, 30351, 31223, 30113, 30116 ও 31242 .

অন্যদিকে একটি ট্রেন শিয়ালদা-বারুইপুর স্পেশাল শিয়ালদহ থেকে সন্ধে 7টা 10 মিনিটে ছাড়বে । এছাড়া আগামী 14 ও 15 অক্টোবর 31191/31192 (নৈহাটি থেকে কল্যাণী সীমান্তের মধ্যে চলে) এবং 31311/31312, 31333/31334, 31335/31336, 31337/31338, 31339/31314 ও 31341/31332 (শিয়ালদা থেকে কল্যাণী সীমান্তের মধ্যে চলে) লোকালগুলি কল্যাণী স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ৷

কলকাতা, 15 অক্টোবর: দুর্গাপুজো শেষ ৷ তবে চলছে প্রতিমা নিরঞ্জনের পালা ৷ আগামিকাল, বুধবার লক্ষ্মীপুজো ৷ ফলে বৃহস্পতিবার বা তার পর থেকে চলবে লক্ষ্মীপুজোর বিসর্জন ৷ সেই কারণে সোমবার থেকে চক্ররেলের চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে রেলের তরফে ৷ আগামী শুক্রবার পর্যন্ত এভাবেই ট্রেন চলবে বলে জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ।

তবে লক্ষ্মীপুজোতেই তো উৎসব শেষ নয় ৷ এর পর আছে কালীপুজো৷ সেই সময় প্রতিমা নিরঞ্জনের জন্য চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷ তখন 1 থেকে 4 নভেম্বর পর্যন্ত পরিষেবা নিয়ন্ত্রিত হবে ৷

এক নজরে দেখে নিন চক্ররেলের পরিবর্তিত সময়সূচি:

সাতটি লোকাল (30322, 30128, 30324, 30346, 30312, 30314 ও 30122) কলকাতা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে । সাতটি লোকাল (30145, 30121, 30333, 30331, 30311, 30111 ও 30313) কলকাতা স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।

একটি লোকাল (30344) বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে । একটি লোকাল (30154) শিয়ালদহ দক্ষিণ স্টেশনে ও একটি লোকাল (30123) শিয়ালদহ নর্থ স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ।

দু’টি ট্রেন (30142 ও 30332) বালিগঞ্জ হয়ে মাঝেরহাট পৌঁছবে । আরেকটি লোকাল (30353) মাঝেরহাট দিয়ে যাবে । পাশাপাশি আরও একটি ট্রেন (30135) বালিগঞ্জ দিয়ে গন্তব্যে পৌঁছবে । 2টি ট্রেন (30511, 30711) বালিগঞ্জ স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে । 2টি ট্রেনের (30712 ও 30552) যাত্রা শুরু হবে বালিগঞ্জ স্টেশন থেকে ৷

দু’টি ট্রেন (30342 ও 30112) ঘুর পথে বালিগঞ্জ হয়ে গন্তব্যে পৌঁছবে । আরও দু’টি ট্রেন (30321 ও 30317) বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করে পার্কসার্কাস, বিধাননগর হয়ে যাবে ৷ এছাড়া একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷ বাতিল হওয়া ট্রেনের নম্বর হল - 30412, 30416, 30411, 30451, 30351, 31223, 30113, 30116 ও 31242 .

অন্যদিকে একটি ট্রেন শিয়ালদা-বারুইপুর স্পেশাল শিয়ালদহ থেকে সন্ধে 7টা 10 মিনিটে ছাড়বে । এছাড়া আগামী 14 ও 15 অক্টোবর 31191/31192 (নৈহাটি থেকে কল্যাণী সীমান্তের মধ্যে চলে) এবং 31311/31312, 31333/31334, 31335/31336, 31337/31338, 31339/31314 ও 31341/31332 (শিয়ালদা থেকে কল্যাণী সীমান্তের মধ্যে চলে) লোকালগুলি কল্যাণী স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.