কলকাতা, 1 মার্চ: ডিরেক্টরেটর ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলকে তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে , আগামী 3 মার্চ কলকাতায় ভবানী ভবনে সিআইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু কেন হঠাৎ এই তলব ? সিআইডি সূত্রের খবর, ধৃত শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে সিআরপিসির 160 ধারায় সিআইডির দফতরে ডাকা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টরকে।
তবে এই বিষয়ে সিআইডির কোনও উচ্চপদস্থ আধিকারিক মুখ খুলতে চাননি। ভবানী ভবন সূত্রের খবর, ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে চাইছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির গোয়েন্দারা। ভবানী ভবন সূত্রের খবর, সিআরপিসির 91 ধারায় অভিযোগ সংক্রান্ত বেশ কিছু নথি নিয়েও হাজির হতে বলা হয়েছে ইডির ডেপুটি ডিরেক্টরকে।
গত 5 জানুয়ারি উত্তর 24 পরগনা ন্য়াজাট থানার অন্তর্গত সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে দুর্নীতি কাণ্ডের তল্লাশি অভিযানে গিয়ে ব্যাপক মার খেতে হতে হয়েছিল ইডি আধিকারিকদের। সন্দেশখালিতে গিয়ে ইডির অফিসাররা আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযোগকারী হিসেবে রয়েছেন ইডির এই ডেপুটি ডিরেক্টর। ফলে সঠিক সেদিন ঠিক কী ঘটেছিল এবং আরও বিস্তারিত তথ্য জানার জন্যই ইডির ডেপুটি ডিরেক্টরকে এবার তলব করল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি।
অন্যদিকে, শেখ শাহজাহানকে 10 দিনের জন্য হেফাজতে পেয়েছে সিআইডি ৷ আর তারপরেই সন্দেশখালি-কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে গতকাল রাত থেকেই সিআইডি ভবানী ভবনে এনে জেরা শুরু করেছে ৷ প্রথমদিন যে প্রশ্নগুলি শাহজাহানকে করা হয়েছিল, দ্বিতীয় দিনের প্রথম দফায় একই প্রশ্ন আবারও করা হল ৷ মূলত, ওই একই প্রশ্নের দ্বিতীয়বার কী উত্তর মেলে, তাই দেখতে চেয়েছিলেন তদন্তকারীরা ৷ কিন্তু, দ্বিতীয় দফতার জেরাতেও মুখে কুলুপ এঁটেছেন শেখ শাহজাহান ৷
আরও পড়ুন
দ্বিতীয় দিনের সিআইডির প্রশ্নবানে নিরুত্তাপ শাহজাহান
'লুটেরাদের ছাড়া হবে না', পার্থর উদাহরণ টেনে তৃণমূলকে দুর্নীতির খোঁচা মোদির