ETV Bharat / state

উদ্ধার হওয়া হাড়গোড়ের ডিএনএ পরীক্ষা সিআইডির, পাঠানো হল ফরেন্সিক ল্যাবে - Bangladesh MP Murder Case - BANGLADESH MP MURDER CASE

Bangladesh MP Murder Case: রবিবার উদ্ধার হওয়া হাড়গোড় বাংলাদেশের সাংসদের কি না, সে বিষয়ে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করছে ভবানী ভবন ৷ হাড়গুলিকে পাঠানো হল ফরেন্সিক ল্যাবে ৷ এর আগে নিউটাউনের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকেও মাংসের দলা ও চুল উদ্ধার হয়েছিল ৷

Bangladesh MP Murder
উদ্ধার হওয়া হাড়গোরের ডিএনএ পরীক্ষা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 1:24 PM IST

কলকাতা, 10 জুন: বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড় বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার কি না জানতে ডিএনএ পরীক্ষা করাচ্ছে ভবানী ভবন ৷ ডিএনএ পরীক্ষার জন্য হাড়গোড় পাঠানো হল ফরেন্সিক ল্যাবে ৷ বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত সিয়ামকে হেফাজতে নিয়েছে সিআইডি ৷ এরপর রবিবার সকালে তাকে নিয়ে গিয়ে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় এলাকায় তল্লাশি চালানো হয় ৷ সেখানাকার বাগজোলা খাল থেকে উদ্ধার হয় একাধিক হাড়গোড় । প্রাথমিকভাবে হাড়গোড়গুলি দেখে সিআইডির অনুমান, সেগুলি মানব শরীরের । কিন্তু হাড়গুলি কি আদৌ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের? সেই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতেই এবার উদ্ধার হওয়া হাড়গোড়ের ডিএনএ পরীক্ষা করানোর পথে হাঁটল সিআইডি ।

জানা গিয়েছে, এর আগে এই খুনের ঘটনায় যুক্ত থাকার সন্দেহে জিহাদ হাওলাদার নামে এক কসাইকে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করেছিল রাজ্যের গোয়েন্দারা । সম্প্রতি নিউটাউনের সংশ্লিষ্ট ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয় প্রায় চার কেজির মাংসের দলা ও চুল । সেইগুলিও ফরেন্সিক ল্যাবে ইতিমধ্যেই পাঠিয়েছেন সিআইডির আধিকারিকরা ।

কলকাতায় চিকিৎসা করাতে এসেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম । এই ঘটনায় প্রাথমিকভাবে তদন্ত নেমেছিল বরানগর থানার পুলিশ । পরে জানা গিয়েছে, উত্তর 24 পরগনার নিউটাউনের একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এবং তার দেহ টুকরো টুকরো করে অন্যত্র পাচার করে দেওয়া হয়েছে । এই ঘটনাকে ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক রহস্যময় নারী এবং এই ঘটনায় মূল অভিযুক্ত ।

পাশাপাশি এই ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি । পরে সিআইডির হাতে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার হয় জিহাদ নামে ওই কসাইকে । একইসঙ্গে এই ঘটনায় নেপাল থেকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঘটনায় অন্যতম চক্রী সিয়ামকে । তাকে নিজেদের হেফাজতে নিয়ে কলকাতায় এনেছে সিআইডি'র গোয়েন্দারা । আদালতে তোলা হলে সিয়ামকে 14 দিনের সিআইডি হেফাজত দেন বিচারক ৷

কলকাতা, 10 জুন: বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড় বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার কি না জানতে ডিএনএ পরীক্ষা করাচ্ছে ভবানী ভবন ৷ ডিএনএ পরীক্ষার জন্য হাড়গোড় পাঠানো হল ফরেন্সিক ল্যাবে ৷ বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত সিয়ামকে হেফাজতে নিয়েছে সিআইডি ৷ এরপর রবিবার সকালে তাকে নিয়ে গিয়ে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় এলাকায় তল্লাশি চালানো হয় ৷ সেখানাকার বাগজোলা খাল থেকে উদ্ধার হয় একাধিক হাড়গোড় । প্রাথমিকভাবে হাড়গোড়গুলি দেখে সিআইডির অনুমান, সেগুলি মানব শরীরের । কিন্তু হাড়গুলি কি আদৌ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের? সেই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতেই এবার উদ্ধার হওয়া হাড়গোড়ের ডিএনএ পরীক্ষা করানোর পথে হাঁটল সিআইডি ।

জানা গিয়েছে, এর আগে এই খুনের ঘটনায় যুক্ত থাকার সন্দেহে জিহাদ হাওলাদার নামে এক কসাইকে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করেছিল রাজ্যের গোয়েন্দারা । সম্প্রতি নিউটাউনের সংশ্লিষ্ট ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয় প্রায় চার কেজির মাংসের দলা ও চুল । সেইগুলিও ফরেন্সিক ল্যাবে ইতিমধ্যেই পাঠিয়েছেন সিআইডির আধিকারিকরা ।

কলকাতায় চিকিৎসা করাতে এসেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম । এই ঘটনায় প্রাথমিকভাবে তদন্ত নেমেছিল বরানগর থানার পুলিশ । পরে জানা গিয়েছে, উত্তর 24 পরগনার নিউটাউনের একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এবং তার দেহ টুকরো টুকরো করে অন্যত্র পাচার করে দেওয়া হয়েছে । এই ঘটনাকে ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক রহস্যময় নারী এবং এই ঘটনায় মূল অভিযুক্ত ।

পাশাপাশি এই ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি । পরে সিআইডির হাতে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার হয় জিহাদ নামে ওই কসাইকে । একইসঙ্গে এই ঘটনায় নেপাল থেকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঘটনায় অন্যতম চক্রী সিয়ামকে । তাকে নিজেদের হেফাজতে নিয়ে কলকাতায় এনেছে সিআইডি'র গোয়েন্দারা । আদালতে তোলা হলে সিয়ামকে 14 দিনের সিআইডি হেফাজত দেন বিচারক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.