ETV Bharat / state

খাটালে পরিণত দুর্গাপুর পুরনিগমের শিশু উদ্যান, ক্ষুব্ধ এলাকাবাসী - DURGAPUR CHILDREN PARK SITUATION

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 5:35 PM IST

Children Park Occupied in Durgapur: দুর্গাপুরে শিশু উদ্যান বা পার্ক এখন গবাদি পশুর বিচরণ ভূমি ৷ পুরনিগমের 21 নম্বর ওয়ার্ডের ওই পার্কে গরু, মহিষ, ছাগল ঘোরে ৷ সেখানে থাকা বাচ্চাদের বিনোদনের সামগ্রীও চুরি হয়ে গেছে ৷ যা নিয়ে ক্ষোভ ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ৷

ETV BHARAT
খাটালে পরিণত দুর্গাপুর পুরনিগমের শিশু উদ্যান ৷ (নিজস্ব চিত্র)

দুর্গাপুর, 1 জুলাই: রাজ্যের সকল পুর এলাকাগুলিতে অবৈধ দখলদারি উচ্ছেদে নেমেছে প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুরো বিষয়টিতে নজরদারি চালাচ্ছন ৷ সম্প্রতি তিনি দুর্গাপুর পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে সৌন্দর্যায়নের কাজ না-হওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন ৷ তিনি মন্তব্য করেছিলেন, "দুর্গাপুরের ওয়ার্ডগুলিতে সৌন্দর্যায়নের কাজ হচ্ছে না ৷ এত টাকা খরচ করেছি কিন্তু দেখার কেউ নেই ৷"

পুরনিগমের শিশু উদ্যান এখন খাটাল (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রী সেই মন্তব্য যে অমূল ছিল না, তার প্রমাণ দুর্গাপুর পুরনিগমের 21 নম্বর ওয়ার্ড ৷ সেখানে পুরনিগমের যে পার্ক রয়েছে, তা বর্তমানে গরু, মহিষের বিচরণ ক্ষেত্র ৷ অভিযোগ কয়েকজন আবার সেটিকে খাটালে পরিণত করেছে ৷ 2013 সালে 21 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহার উদ্যোগে রাঁচি কলোনিতে দুর্গাপুর পুরনিগমের উদ্যোগে তৈরি হয় পার্কটি ৷ সেখানে ছিল বেশ কয়েকটি দোলনা, বসার জায়গা, খেলার মাঠ আর ফুলের গাছ ৷ ছিল স্থায়ী একটি শেড ৷ মনোরম পরিবেশে বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি এলাকার মানুষও আসত সেখানে ৷ পুরনিগমের শেডে প্রতিবছর আড়ম্বরে হত এলাকার দুর্গাপুজো ৷

কিন্তু, 10 বছর অতিক্রম হওয়ার আগেই পুরনিগমের পার্ক, বর্তমানে খাটালে পরিণত হয়েছে ৷ কারণ, রক্ষণাবেক্ষণ দূরের কথা, চোখ তুলে ওই পার্কের পরিস্থিতি দেখার কেউ নেই ৷ চারিদিকে চড়ে বেড়াচ্ছে গরু, মহিষ, ছাগল ৷ জায়গায় জায়গায় গোবরের টিলা আর ঘুঁটে ৷ চুরি হয়েছে দোলনা, ভেঙে পড়েছে বিভিন্ন রাইডসগুলি ৷ পাঁচিলও একাংশ ভেঙে গিয়েছে ৷ দুর্গন্ধে অতিষ্ট এলাকার মানুষজন ৷ আর সন্ধ্যে নামলেই নানান অসামাজিক কাজকর্ম শুরু হয়ে যায় বলে অভিযোগ ৷ এমনকি পার্কের শৌচালয়েও তালা পড়েছে ৷

স্থানীয়দের একাংশের অভিযোগ, এই পার্ক দখল করে রেখেছে এলাকার বেশ কিছু খাটাল মালিক ৷ আর প্রতিবাদ করলে জোটে হুমকি ৷ 2017 সালে ভোটে জিতে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন সুস্মিতা ভূঁই ৷ পাঁচটা বছর পেরিয়ে গেলেও পার্কের উন্নয়ন তো দূর, তা দখল মুক্ত করতে পারেননি তিনি ৷ 2022 সালে পুরনিগমের মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, তিনি এখন বিদায়ী কাউন্সিলর ৷ প্রশাসক দিয়ে চলছে কাজকর্ম ৷ তাই এখন আর সাংবাদিকদেরও ফোন ধরার সময় নেই তাঁর ৷ সামনেই দুর্গাপুর পুরনিগমের নির্বাচন ৷ তার আগেই চরম ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে ৷

স্থানীয় বাসিন্দা জীবনকৃষ্ণ সেন বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফুটপাথ দখলদারদের সরানোর জন্য নানান পদক্ষেপ নিচ্ছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ৷ কিন্তু, এই পার্ক খাটাল মালিকরা দখল করে রেখেছে ৷ খেলার মতো আর পরিস্থিতি নেই ৷ পার্কের দিকে তাকালে আর যেতে ইচ্ছা করে না ৷ দ্রুত ব্যবস্থা নেওয়া হোক ৷"

দুর্গাপুর পুরনিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়ের বক্তব্য, "মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে ৷ পুলিশ, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও নগরনিগম যৌথ উদ্যোগ নিয়ে অবৈধ দখলদারদের সরানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে ৷" বর্ধমান-দুর্গাপুরের বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী সব অবৈধ দখলদার উচ্ছেদের কথা বলছেন ৷ কিন্তু, নগরনিগম হাত গুটিয়ে বসে আছে ৷ টাকা নিয়ে এই সব কাজ করিয়েছে এলাকার তৃণমূলের নেতারা ৷"

দুর্গাপুর, 1 জুলাই: রাজ্যের সকল পুর এলাকাগুলিতে অবৈধ দখলদারি উচ্ছেদে নেমেছে প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুরো বিষয়টিতে নজরদারি চালাচ্ছন ৷ সম্প্রতি তিনি দুর্গাপুর পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে সৌন্দর্যায়নের কাজ না-হওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন ৷ তিনি মন্তব্য করেছিলেন, "দুর্গাপুরের ওয়ার্ডগুলিতে সৌন্দর্যায়নের কাজ হচ্ছে না ৷ এত টাকা খরচ করেছি কিন্তু দেখার কেউ নেই ৷"

পুরনিগমের শিশু উদ্যান এখন খাটাল (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রী সেই মন্তব্য যে অমূল ছিল না, তার প্রমাণ দুর্গাপুর পুরনিগমের 21 নম্বর ওয়ার্ড ৷ সেখানে পুরনিগমের যে পার্ক রয়েছে, তা বর্তমানে গরু, মহিষের বিচরণ ক্ষেত্র ৷ অভিযোগ কয়েকজন আবার সেটিকে খাটালে পরিণত করেছে ৷ 2013 সালে 21 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহার উদ্যোগে রাঁচি কলোনিতে দুর্গাপুর পুরনিগমের উদ্যোগে তৈরি হয় পার্কটি ৷ সেখানে ছিল বেশ কয়েকটি দোলনা, বসার জায়গা, খেলার মাঠ আর ফুলের গাছ ৷ ছিল স্থায়ী একটি শেড ৷ মনোরম পরিবেশে বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি এলাকার মানুষও আসত সেখানে ৷ পুরনিগমের শেডে প্রতিবছর আড়ম্বরে হত এলাকার দুর্গাপুজো ৷

কিন্তু, 10 বছর অতিক্রম হওয়ার আগেই পুরনিগমের পার্ক, বর্তমানে খাটালে পরিণত হয়েছে ৷ কারণ, রক্ষণাবেক্ষণ দূরের কথা, চোখ তুলে ওই পার্কের পরিস্থিতি দেখার কেউ নেই ৷ চারিদিকে চড়ে বেড়াচ্ছে গরু, মহিষ, ছাগল ৷ জায়গায় জায়গায় গোবরের টিলা আর ঘুঁটে ৷ চুরি হয়েছে দোলনা, ভেঙে পড়েছে বিভিন্ন রাইডসগুলি ৷ পাঁচিলও একাংশ ভেঙে গিয়েছে ৷ দুর্গন্ধে অতিষ্ট এলাকার মানুষজন ৷ আর সন্ধ্যে নামলেই নানান অসামাজিক কাজকর্ম শুরু হয়ে যায় বলে অভিযোগ ৷ এমনকি পার্কের শৌচালয়েও তালা পড়েছে ৷

স্থানীয়দের একাংশের অভিযোগ, এই পার্ক দখল করে রেখেছে এলাকার বেশ কিছু খাটাল মালিক ৷ আর প্রতিবাদ করলে জোটে হুমকি ৷ 2017 সালে ভোটে জিতে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন সুস্মিতা ভূঁই ৷ পাঁচটা বছর পেরিয়ে গেলেও পার্কের উন্নয়ন তো দূর, তা দখল মুক্ত করতে পারেননি তিনি ৷ 2022 সালে পুরনিগমের মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, তিনি এখন বিদায়ী কাউন্সিলর ৷ প্রশাসক দিয়ে চলছে কাজকর্ম ৷ তাই এখন আর সাংবাদিকদেরও ফোন ধরার সময় নেই তাঁর ৷ সামনেই দুর্গাপুর পুরনিগমের নির্বাচন ৷ তার আগেই চরম ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে ৷

স্থানীয় বাসিন্দা জীবনকৃষ্ণ সেন বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফুটপাথ দখলদারদের সরানোর জন্য নানান পদক্ষেপ নিচ্ছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ৷ কিন্তু, এই পার্ক খাটাল মালিকরা দখল করে রেখেছে ৷ খেলার মতো আর পরিস্থিতি নেই ৷ পার্কের দিকে তাকালে আর যেতে ইচ্ছা করে না ৷ দ্রুত ব্যবস্থা নেওয়া হোক ৷"

দুর্গাপুর পুরনিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়ের বক্তব্য, "মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে ৷ পুলিশ, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও নগরনিগম যৌথ উদ্যোগ নিয়ে অবৈধ দখলদারদের সরানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে ৷" বর্ধমান-দুর্গাপুরের বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী সব অবৈধ দখলদার উচ্ছেদের কথা বলছেন ৷ কিন্তু, নগরনিগম হাত গুটিয়ে বসে আছে ৷ টাকা নিয়ে এই সব কাজ করিয়েছে এলাকার তৃণমূলের নেতারা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.