ETV Bharat / state

সমাজের বাধা ভাঙতে পায়ে ফুটবল, জাতীয় স্তরে গোল দিতে চান যৌনকর্মীদের সন্তানরা - Sex Workers Children Football Match - SEX WORKERS CHILDREN FOOTBALL MATCH

Sex Workers Children Plays Football: সামাজিক বাধা পেরিয়ে সমাজে এক নতুন পরিচয় ৷ তাই যৌনপল্লিতে বেড়ে ওঠা অর্থাৎ, যৌনকর্মীদের সন্তানদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট ৷ যৌনকর্মীদের সন্তানদের তৈরি 'আমরা পদাতিক' সংগঠনের তরফে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ৷

Sex Workers Children Football Match
যৌনকর্মীদের সন্তানদের নিয়ে 'আমরা পদাতিকে'র ফুটবল প্রশিক্ষণ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 9:30 PM IST

কলকাতা, 31 জুলাই: সোনাগাছির যৌনকর্মীদের সন্তানদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ 'আমরা পদাতিক' ৷ কলকাতা শহরের সব যৌনপল্লিগুলিতে ফুটবল কোচিং সেন্টারের সূচনা করেছে এই সংগঠন ৷ সোনাগাছির দর্জিপাড়া পার্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফুটবল প্রশিক্ষণ ৷ আর খুদে ফুটবলারদের উৎসাহ দিতে এক যৌনকর্মীর মেয়ে ফুটবলে লাথি মেরে ফ্রেন্ডলি ম্যাচের সূচনা করলেন ৷

যৌনকর্মীদের সন্তানদের ফুটবল টুর্নামেন্ট (ইটিভি ভারত)

যৌনকর্মীদের সন্তানদের সংগঠন 'আমরা পদাতিক'-এর সভাপতি, যিনি নিজেও একজন যৌনকর্মীর সন্তান ৷ তিনি বলেন, "আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং দলগত কাজে উৎসাহ দিতে খেলাধূলার উপর জোর দেওয়া হয়েছে ৷ এই ফুটবল কোচিং সেন্টারটি শুধুমাত্র খেলা শেখার জন্য নয় ৷ এই বাচ্চাদের স্বপ্ন দেখার, উচ্চাকাঙ্ক্ষাকে পূরণ করার এবং তাদের লক্ষ্য অর্জনের সুযোগ । নতুন কোচিং সেন্টারের মূল লক্ষ্য হল নিয়মিত প্রশিক্ষণ দেওয়া ৷"

তিনি বলেন, "খেলাধুলোর প্রতি ভালবাসা বাড়াতে 'আমরা পদাতিক' একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করবে বলে আশা করি ৷ যেখানে শিশুরা উন্নতি করতে পারে ৷ এই উদ্যোগটি যৌনকর্মীদের এবং তাঁদের সন্তানদের সমর্থন করার জন্য ৷ আমরা পদাতিক বৃহত্তর মিশনের অংশ ৷ আগের প্রজন্মের যৌনকর্মীদের সন্তানরা যে অভিজ্ঞতা ও যন্ত্রণার মুখোমুখি হয়েছে, তা যেন এদের না হতে হয় ৷"

ফুটবল ও স্বাস্থ্যের পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশেও বিশেষ নজর দেওয়া হবে ৷ সামাজিক বৈষম্য ও অবহেলা দূর করাই এই ফুটবল ক্যাম্পের মূল লক্ষ্য ৷ যেখানে যৌনকর্মীদের সন্তানরা ছাড়াও, সমাজের পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরাও খেলছে ৷ এখানে মেয়েদের জন্য ফুটবল প্রশিক্ষণ ও টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ৷ 'আমরা পদাতিক'-এর এই উদ্যোগ সমাজে এক নতুন অধ্যায়ের সূচনা করবে আশা করা যায় ৷

2006 সালে প্রয়াত ডঃ স্মরজিৎ জানার অনুপ্রেরণায়, শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যৌনকর্মী সন্তানরা নিজেরাই তাদের নিজস্ব সংগঠন 'আমরা পদতিক' শুরু করে । সংগঠনের মূল লক্ষ্য ছিল, যৌনকর্মীদের সন্তানদের প্রতি চলতে থাকা বৈষম্য ও অবহেলা দূর করে শিশুদের অধিকার প্রতিষ্ঠা করা ৷ যাতে তারা ভবিষ্যতে কোনও বৈষম্যের শিকার না হয়েই এগিয়ে যেতে পারবে ৷

যৌনকর্মীদের সন্তানদের বহুক্ষেত্রে খেলাধূলায় অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করার অভিযোগ ওঠে ৷ তাই 'আমরা পদাতিক' সংগঠন 'আমরা পদাতিক ফুটবল লিগ' শুরু করে ৷ 2013 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এই ফুটবল লিগ ৷ যেখানে 16টি দলে যৌনকর্মীদের সন্তানদের নিয়ে ফুটবল ম্যাচ আয়োজিত হয় ৷ পশ্চিমবঙ্গের 16টি রেড লাইট এলাকার যৌনকর্মীদের সন্তানরা তাতে অংশ গ্রহণ করে ৷

এদিকে করোনা মহামারী, ডাঃ স্মরজিৎ জানার আকস্মিক মৃত্যু এবং তহবিলের অভাবের কারণে গত 3 বছর ধরে এই লিগ বন্ধ ছিল ৷ শিশুদের উৎসাহ ও আগ্রহ দেখে আবারও এই লিগ শুরু করা হবে ৷ সেই উদ্দেশ্যে যৌনকর্মীদের সন্তানদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য ফুটবল প্রশিক্ষণ শিবির করা হয়েছে ৷ যার মাধ্যমে তারা ক্রীড়া জগতে পরিচিতি পেতে পারে ৷

কলকাতা, 31 জুলাই: সোনাগাছির যৌনকর্মীদের সন্তানদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ 'আমরা পদাতিক' ৷ কলকাতা শহরের সব যৌনপল্লিগুলিতে ফুটবল কোচিং সেন্টারের সূচনা করেছে এই সংগঠন ৷ সোনাগাছির দর্জিপাড়া পার্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফুটবল প্রশিক্ষণ ৷ আর খুদে ফুটবলারদের উৎসাহ দিতে এক যৌনকর্মীর মেয়ে ফুটবলে লাথি মেরে ফ্রেন্ডলি ম্যাচের সূচনা করলেন ৷

যৌনকর্মীদের সন্তানদের ফুটবল টুর্নামেন্ট (ইটিভি ভারত)

যৌনকর্মীদের সন্তানদের সংগঠন 'আমরা পদাতিক'-এর সভাপতি, যিনি নিজেও একজন যৌনকর্মীর সন্তান ৷ তিনি বলেন, "আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং দলগত কাজে উৎসাহ দিতে খেলাধূলার উপর জোর দেওয়া হয়েছে ৷ এই ফুটবল কোচিং সেন্টারটি শুধুমাত্র খেলা শেখার জন্য নয় ৷ এই বাচ্চাদের স্বপ্ন দেখার, উচ্চাকাঙ্ক্ষাকে পূরণ করার এবং তাদের লক্ষ্য অর্জনের সুযোগ । নতুন কোচিং সেন্টারের মূল লক্ষ্য হল নিয়মিত প্রশিক্ষণ দেওয়া ৷"

তিনি বলেন, "খেলাধুলোর প্রতি ভালবাসা বাড়াতে 'আমরা পদাতিক' একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করবে বলে আশা করি ৷ যেখানে শিশুরা উন্নতি করতে পারে ৷ এই উদ্যোগটি যৌনকর্মীদের এবং তাঁদের সন্তানদের সমর্থন করার জন্য ৷ আমরা পদাতিক বৃহত্তর মিশনের অংশ ৷ আগের প্রজন্মের যৌনকর্মীদের সন্তানরা যে অভিজ্ঞতা ও যন্ত্রণার মুখোমুখি হয়েছে, তা যেন এদের না হতে হয় ৷"

ফুটবল ও স্বাস্থ্যের পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশেও বিশেষ নজর দেওয়া হবে ৷ সামাজিক বৈষম্য ও অবহেলা দূর করাই এই ফুটবল ক্যাম্পের মূল লক্ষ্য ৷ যেখানে যৌনকর্মীদের সন্তানরা ছাড়াও, সমাজের পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরাও খেলছে ৷ এখানে মেয়েদের জন্য ফুটবল প্রশিক্ষণ ও টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ৷ 'আমরা পদাতিক'-এর এই উদ্যোগ সমাজে এক নতুন অধ্যায়ের সূচনা করবে আশা করা যায় ৷

2006 সালে প্রয়াত ডঃ স্মরজিৎ জানার অনুপ্রেরণায়, শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যৌনকর্মী সন্তানরা নিজেরাই তাদের নিজস্ব সংগঠন 'আমরা পদতিক' শুরু করে । সংগঠনের মূল লক্ষ্য ছিল, যৌনকর্মীদের সন্তানদের প্রতি চলতে থাকা বৈষম্য ও অবহেলা দূর করে শিশুদের অধিকার প্রতিষ্ঠা করা ৷ যাতে তারা ভবিষ্যতে কোনও বৈষম্যের শিকার না হয়েই এগিয়ে যেতে পারবে ৷

যৌনকর্মীদের সন্তানদের বহুক্ষেত্রে খেলাধূলায় অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করার অভিযোগ ওঠে ৷ তাই 'আমরা পদাতিক' সংগঠন 'আমরা পদাতিক ফুটবল লিগ' শুরু করে ৷ 2013 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এই ফুটবল লিগ ৷ যেখানে 16টি দলে যৌনকর্মীদের সন্তানদের নিয়ে ফুটবল ম্যাচ আয়োজিত হয় ৷ পশ্চিমবঙ্গের 16টি রেড লাইট এলাকার যৌনকর্মীদের সন্তানরা তাতে অংশ গ্রহণ করে ৷

এদিকে করোনা মহামারী, ডাঃ স্মরজিৎ জানার আকস্মিক মৃত্যু এবং তহবিলের অভাবের কারণে গত 3 বছর ধরে এই লিগ বন্ধ ছিল ৷ শিশুদের উৎসাহ ও আগ্রহ দেখে আবারও এই লিগ শুরু করা হবে ৷ সেই উদ্দেশ্যে যৌনকর্মীদের সন্তানদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য ফুটবল প্রশিক্ষণ শিবির করা হয়েছে ৷ যার মাধ্যমে তারা ক্রীড়া জগতে পরিচিতি পেতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.