কলকাতা, 16 জুলাই: বাজারদর নিয়ন্ত্রণে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ- সমস্ত জিনিসপত্রের জোগান বাড়ানোর নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ৷ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর বৈঠকের পর মঙ্গলবার নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও জেলাগুলি এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব।
এদিনের এই বৈঠকের লক্ষ্য ছিল, মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা সঠিকভাবে মানা হচ্ছে কি না, তার মূল্যায়ন করা। সেখানে বিভিন্ন দফতর তথা পুলিশের কাছ থেকে বর্তমানে বিভিন্ন বাজারের বাজারদর সম্পর্কে জানতে চান মুখ্যসচিব। সেক্ষেত্রে বিগত আট দিনে বাজারদরে কতটা পরিবর্তন এসেছে সে বিষয়েও খবর নেন তিনি।
- বাজারদর পর্যালোচনায় আজ বিকেলে বৈঠক ডাকলেন মুখ্যসচিব
আজ মুখ্যসচিব এই বৈঠকে বলেন, "অর্থনীতির একটি সহজ নিয়ম রয়েছে যখন বাজারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হবে তখন জিনিসপত্রের জোগান বাড়াতে হবে ৷ জোগান বাড়ালেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে।" একইসঙ্গে এদিন বাজারগুলিতে টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ নজরদারি জারি রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন বাজারে যেভাবে টাস্ক ফোর্স এবং পুলিশের নজরদারি চলছে তা চলবে। তিনি মনে করছেন এই নজরদারির ফলে এই মুহূর্তে বাজারদর কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে এটাই যথেষ্ট নয়।
এখনও এই অভিযান চালিয়ে যেতে হবে তাহলে আগামী দিনে বাজারদর আরও কিছুটা নামবে বলে মনে করছেন তিনি। এদিন বিভিন্ন বাজারে থাকা কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য কড়া বার্তাও দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। রাজ্য সরকার তথা প্রশাসনের এই উদ্যোগের ফলেও দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে জিনিসপত্র বিক্রি করছেন। ভগবতী প্রসাদ গোপালিকা বলেছেন, প্রয়োজনে তাঁদের গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। একইসঙ্গে শহর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় যে সুফল বাংলা কেন্দ্রগুলি আছে সেগুলির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে সবজি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷