জলপাইগুড়ি, 27 অক্টোবর: আসন্ন বিধানসভা উপনির্বাচনে মাদারিহাটের আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি তৃণমূল কংগ্রেস ৷ 2016-র বিধানসভা থেকে মাদারিহাটের আসনটি বিজেপির দখলে ৷ দু’বার বিপুল ব্যবধানে মনোজ টিগ্গা এই আসন থেকে জয়ী হয়েছেন ৷ বর্তমানে তিনি আলিপুরদুয়ার লোকসভা থেকে বিজেপির সাংসদ ৷ ফলে নিজেদের গড় বাঁচানোর চ্যালেঞ্জও রয়েছে গেরুয়া শিবিরের সামনে ৷ আগামী 13 নভেম্বর মাদারিহাট বিধানসভার উপনির্বাচন ৷ যার ফলপ্রকাশ হবে 23 নভেম্বর ৷
তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জয় প্রকাশ টপ্পো ৷ আর বিজেপি প্রার্থী করেছে রাহুল লোহারকে ৷ 2016-র নির্বাচনে আরএসপির থেকে আসনটি ছিনিয়ে নেয় বিজেপি ৷ এমনকি গত লোকসভা নির্বাচনেও বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিক বড়াইককে হারিয়ে জয়ী হন মাদারিহাটের তৎকালীন বিধায়ক মনোজ টিগ্গা ৷ তাঁর রেখে যাওয়া আসন ধরে রাখাই রাহুল লোহারের অগ্নিপরীক্ষা ৷
2014-2024 পর্যন্ত তিনটি লোকসভা নির্বাচনেই মাদারিহাট আসনে লিড পেয়েছে বিজেপি ৷ আর 2016 ও 2021 বিধানসভা নির্বাচনে মনোজ টিগ্গা দাপটের সঙ্গে এই কেন্দ্র থেকে জয়লাভ করেন ৷ কিন্তু, আসন্ন বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহার তৃণমূলকে কুপোকাত করতে পারেন কি না, সেটাই এখন দেখার ৷
এদিকে বিধানসভা উপনির্বাচনে উন্নয়নের খতিয়ানকে হাতিয়ার করে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস ৷ যেখানে 2024 লোকসভা ভোটে মাদারিহাটে বিজেপির ভোটও কমেছে কিছুটা ৷ 2016 সালে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা পেয়েছিলেন 66 হাজার 989 ভোট ৷ আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদম লামা পেয়েছিলেন 44 হাজার 951 ভোট ৷ 2021 বিধানসভা নির্বাচনে মাদারিহাটে মোট ভোট পড়েছিল 1 লক্ষ 66 হাজার 920 ৷ যেখানে মনোজ টিগ্গা পেয়েছিলেন 90 হাজার 718 ভোট ৷ আর তৃণমূল প্রার্থী রাজেশ লাকড়া পেয়েছিলেন 61 হাজার 33 ভোট ৷
মাদারিহাট-বীরপাড়া ব্লকের 1টি পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে ৷ এই পঞ্চায়েত সমিতির 10টি গ্রামপঞ্চায়েতের মধ্যে 8টিতে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে ৷ পাশাপাশি মাদারিহাট বিধানসভা আসনের দু’টি গ্রামপঞ্চায়েত জলপাইগুড়ি জেলার অন্তর্গত ৷ সেগুলি হল, বিন্নাগুড়ি ও সাকোয়াঝোড়া ৷ আর গত লোকসভা নির্বাচনের নিরিখে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জলপাইগুড়ির দু’টি ও মাদারিহাট-বীরপাড়া ব্লকের 10টি গ্রামপঞ্চায়েত নিয়ে প্রায় 10 হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি ৷
বিজেপির সাংসদ তথা বিজেপির আলিপুরদুয়ারের জেলা সভাপতি মনোজ টিগ্গা বলেন, দীর্ঘদিন থেকেই মাদারিহাট বীরপাড়ার মানুষজন বিজেপিকে আশির্বাদ করে আসছেন এবারও তাই করবেন । অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক বলেন, "বিজেপিকে ভোট দিয়ে মাদারিহাট বীরপাড়ার মানুষ কিছুই পায়নি । কেবলমাত্র বঞ্চনা ছাড়া । বীরপাড়াবাসীদের বড় যন্ত্রণার জায়গা রেলগেট । সেখানে ফ্লাইওভার করতে পারেননি বিধায়ক। মানুষ এবার বিজেপির বঞ্চনার নিরিখে আমাদের ভোট দেবেন "