কলকাতা, 29 অগস্ট: আরজি কর কাণ্ডে এবার 2 নিরাপত্তারক্ষীর পলিগ্রাফ পরীক্ষা করার সিদ্ধান্ত নিল সিবিআই। ঘটনার রাতে তাঁরা ওই হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আরজি কর হাসপাতালের দোতলায় ডিউটি করছিলেন। যদিও তদন্তে নেমে এর আগে সিবিআইয়ের গোয়েন্দারা এই 2 নিরাপত্তারক্ষীর সাথে কথা বলেন। তাঁদের বয়ান রেকর্ড করেন। এবার তাঁদেরই পলিগ্রাফ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। খুব সম্ভবত আগামীকাল তাদের পলিগ্রাফ পরীক্ষা করা হতে পারে বলে জানা গিয়েছে। এই দু'জন এতদিন যা বলেছেন তার কতটা ঠিক তা মিলিয়ে দেখা হবে।
আরজি করের ঘটনার পর সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ঘটনায় ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ও বেশ কয়েকজন চিকিৎসক সহ প্রায় 8 জনের পলিগ্রাফ পরীক্ষা করা হয়। এবার ঘটনার রাতে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তা রক্ষীর পলিগ্রাফ পরিক্ষা করাতে চায় সিবিআই। ইতিমধ্যেই আদালতে সেই আবেদন করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। সেই অনুমতি মেলে কিনা সেটাই দেখার ।
এদিকে বৃহস্পতিবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
পাশাপাশি আজ সিবিআইয়ের অন্য একটি দল তাঁরা আরজি কর হাসপাতালে আসেন। সেখানকার এমএসভিপি'র সঙ্গে তাঁরা কথা বলেন। ইতিমধ্যেই হাসপাতালের একাধিক দুর্নীতির ঘটনা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, আরজি করে ওই তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কেন তড়িঘড়ি তাঁর দেহ সৎকার করে দেওয়া হল? প্রশ্ন এও উঠেছে, কেন তদন্তসাপেক্ষ বিষয় হওয়ায় ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ সংরক্ষণ করে রাখা গেল না?