কলকাতা, 25 অগস্ট: আরজি কর হাসপাতাল-কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের আজ পলিগ্রাফ টেস্ট করা হল ৷ সে জন্য সকাল সকালই প্রেসিডেন্সি সংশোধনাগারে হাজির হন সিবিআইয়ের আধিকারিকরা ৷ আইনি প্রক্রিয়া মিটিয়ে তাঁরা ঢুকে যান সংশোধনাগরের ভিতরে । প্রায় বিকেলের পর পরীক্ষার শেষে সংশোধনাগার থেকে বেরোন সিবিআইয়ের গোয়েন্দারা ৷
বর্তমানে প্রেসিডেন্সির সংশোধনাগরের যে সেলে সঞ্জয় রয়েছেন, সেখানেই তাঁর পলিগ্রাফ পরীক্ষার তোড়জোড় শুরু করে সিবিআই । মূলত পলিগ্রাফ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পারবেন যে, এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের কতটা সাহায্য করেছেন সঞ্জয় ৷ জিজ্ঞাসাবাদে তিনি কোনও মিথ্যে কথা বলেছেন কি না, তা জানা যাবে এই পরীক্ষায় ৷
এছাড়াও সঞ্জয়ের সঙ্গে ঘটনা দিন আর কারা কারা ছিলেন, সেই তথ্যও জানার জন্য পলিগ্রাফ পরীক্ষা করছেন তদন্তকারীরা। এই পরীক্ষাকে ঘিরে আজ সংশোধনাগারে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা । প্রেসিডেন্সি সংশোধনাগরের ভিতর কারওকে ঢুকতে দেওয়া হয়নি । কারারক্ষীদের পাশাপাশি কারা দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে ছিলেন । সিবিআইয়ের নিরাপত্তার জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে সিআরপিএফ । এর আগে, সঞ্জয় রায় ছাড়াও চারজন চিকিৎসকেরও পলিগ্রাফ পরীক্ষা হয় ।
পাশাপাশি, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গতকালই পলিগ্রাফ পরীক্ষা হয় । তবে সিবিআই সূত্রে খবর, পলিগ্রাফ পরীক্ষা পরবর্তী সময়ে ফের তাঁকে পরীক্ষা করা হবে । খুব সম্ভবত সোমবার সন্দীপ ঘোষের ফের পলিগ্রাফ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে ।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজনকেই গ্রেফতার করা হয়েছে । আজ আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে একাধিক চিকিৎসকের বাড়িতে হানা দেয় সিবিআই । সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যান গোয়েন্দারা ৷ পাশাপাশি এন্টালিতেও একযোগে চলছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দাদের তল্লাশি অভিযান ।