কলকাতা, 12 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার চোয়ালে দাঁতের ক্ষত কি অভিযুক্ত সঞ্জয় রায়ের? তা জানতে এবার ধৃত সিভিক ভলেন্টিয়ার চোয়ালের মাপ ও দাঁতের পাটির ছাপ নিল সিবিআই । জানা গিয়েছে, নির্যাতিতার দেহের দাঁতের কামড়ের সঙ্গে সঞ্জয়ের দাঁতের মাপ মিলিয়ে দেখা হবে ৷ সিবিআই সূত্রে খবর, নির্যাতিতার চোয়ালে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ একইসঙ্গে তাঁর শরীরে উপর ও নীচের দাঁতের কামড়ের দাগ পাওয়া গিয়েছে । এই কামড় সঞ্জয়েরই কি না তা জানার চেষ্টা করছে সিবিআই ।
পাশাপাশি সিবিআইয়ের বিস্ফোরক দাবি, সঞ্জয়ের লালারসের সঙ্গে ওই নির্যাতিতার শরীর থেকে উদ্ধার লালারস মিলে গিয়েছে । সিবিআই সূত্রে খবর, এই রিপোর্ট সিবিআইয়ের তরফে দিল্লির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে । সেখান থেকে কী রিপোর্ট আসে তার অপেক্ষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ।
আরজি কর-কাণ্ডের তদন্তের প্রথম থেকেই ওই নির্যাতিতার দেহের ময়নাতদন্ত সঠিক কীভাবে হয়েছিল এবং কলকাতা পুলিশের হোমিসাইডের গোয়েন্দারা ঘটনাস্থলে গিয়ে কীভাবে গোটা তদন্ত প্রক্রিয়া শুরু করলেন, তাও জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ সিবিআইয়ের দাবি, নির্যাতিতার দেহের ময়নাতদন্ত কেন তড়িঘড়ি করে করানো হল এবং তার অনুমতি কে দিয়েছিল, তা জানার চেষ্টা চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ৷
ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিএসএফএলের গোয়েন্দারা সিবিআইকে একটি রিপোর্ট দিয়েছিল ৷ সংশ্লিষ্ট রিপোর্টে উল্লেখ ছিল, ঘটনাস্থল থেকে যেসকল তথ্য এবং নমুনা সংগ্রহ হয়েছিল তার সঙ্গে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের নমুনা মিলছে ৷ তবে সেই রিপোর্টটি ভালোভাবে যাচাই করার জন্য দিল্লির এইএমসের ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছিল সিবিআই ৷ তবে সেই রিপোর্ট এখনও হাতে পাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ৷