ETV Bharat / state

সন্দীপের জামিন মামলায় সময় চাইল সিবিআই, এফডি ভাঙানো নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের - CALCUTTA HIGH COURT

সন্দীপ ঘোষের জামিন মামলায় আদালতের কাছে আরও সময় চাইল সিবিআই ৷ সন্দীপের ফিক্সড ডিপোজিট ভাঙানো সংক্রান্ত মামলায় সিবিআইয়ের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট ৷

ETV BHARAT
সন্দীপের জামিনের মামলায় সময় চাইল সিবিআই (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 7:29 PM IST

কলকাতা, 28 অক্টোবর: আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের জামিন মামলায় আদালতের কাছে সময় চাইল সিবিআই । বিচারপতি শুভেন্দু সামন্ত মামলাটি 4 নভেম্বর কলকাতা হাইকোর্টের নিয়মিত (রেগুলার) বেঞ্চেই শুনানির নির্দেশ দিয়েছেন ৷

এদিন সন্দীপ ঘোষের তরফে আইনজীবী শৌভিক মিত্র বলেন, 14-15 দিনের হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর 21 অক্টোবর ফের সন্দীপ ঘোষকে আদালতে তোলার কথা ছিল ৷ কিন্তু সিবিআই তাঁকে হেফাজতের আবেদন জানায়নি । তাঁকে আদালতে হাজিরও করা হয়নি । এই কারণেই তাঁর জামিনের আবেদন জানানো হয়েছে । তাঁকে যে ভাবে সংশোধনাগারে রাখা হয়েছে তা বেআইনি । কলকাতা হাইকোর্টের তাঁর জামিন মঞ্জুর করা উচিত বলে সওয়াল করেন সন্দীপের আইনজীবী ।

সিবিআইয়ের আইনজীবী শুনানির সময় উপস্থিত ছিলেন না । পরে কেন্দ্রের তরফে সওয়ালকারী আইনজীবী অরুণ মাইতি জানান, "আইনসঙ্গত বিষয় রয়েছে । সেটা সিবিআইয়ের আইনজীবীই আদালতে বলতে পারবেন ।" তিনি শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানান । এরপর বিচারপতি প্রথমে মামলাটির শুনানি 30 অক্টোবর রাখছিলেন । কিন্তু কেন্দ্রের আইনজীবী শুনানি আরও পিছিয়ে দিতে বললে বিচারপতি এই মামলার শুনানির দিন 4 নভেম্বর ধার্য করেন ।

এদিকে, ফিক্সড ডিপোজিট থেকে টাকা তুলতে সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছেন, সেই মামলায় সিবিআই-কে পার্টি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভেন্দু সামন্ত ৷ একইসঙ্গে সিবিআই সন্দীপ ঘোষের কোনও অ্য়াকাউন্ট ফ্রিজ করেছে, তার রিপোর্টও চেয়েছেন বিচারপতি ৷

এই মামলায় সন্দীপ ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য আদালতে বলেন, সন্দীপ ঘোষকে সিবিআই আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করেছিল । সন্দীপ স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙাতে চাইলে ব্যাঙ্ক বলেছে, সন্দীপ ঘোষের স্বাক্ষর লাগবে । কিন্তু প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ এব্যাপারে সহযোগিতা করছে না ।

ব্যাঙ্কের আইনজীবী দেবাশিস সাহার বক্তব্য, সম্প্রতি সিবিআই সন্দীপ ঘোষের একটি লকার সিজ করেছে বলে ব্যাঙ্কের কাছে খবর এসেছে । কিন্তু সিবিআইকে এই মামলায় পার্টি করা হয়নি । আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য তখন বলেন, মূল অ্য়াকাউন্ট সিজ করা হয়নি । একটি লকার সিজ করেছে সিবিআই ৷ দু'পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি শুভেন্দু সামন্ত সিবিআইকে এই মামলায় পার্টি করার নির্দেশ দেন ৷

কলকাতা, 28 অক্টোবর: আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের জামিন মামলায় আদালতের কাছে সময় চাইল সিবিআই । বিচারপতি শুভেন্দু সামন্ত মামলাটি 4 নভেম্বর কলকাতা হাইকোর্টের নিয়মিত (রেগুলার) বেঞ্চেই শুনানির নির্দেশ দিয়েছেন ৷

এদিন সন্দীপ ঘোষের তরফে আইনজীবী শৌভিক মিত্র বলেন, 14-15 দিনের হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর 21 অক্টোবর ফের সন্দীপ ঘোষকে আদালতে তোলার কথা ছিল ৷ কিন্তু সিবিআই তাঁকে হেফাজতের আবেদন জানায়নি । তাঁকে আদালতে হাজিরও করা হয়নি । এই কারণেই তাঁর জামিনের আবেদন জানানো হয়েছে । তাঁকে যে ভাবে সংশোধনাগারে রাখা হয়েছে তা বেআইনি । কলকাতা হাইকোর্টের তাঁর জামিন মঞ্জুর করা উচিত বলে সওয়াল করেন সন্দীপের আইনজীবী ।

সিবিআইয়ের আইনজীবী শুনানির সময় উপস্থিত ছিলেন না । পরে কেন্দ্রের তরফে সওয়ালকারী আইনজীবী অরুণ মাইতি জানান, "আইনসঙ্গত বিষয় রয়েছে । সেটা সিবিআইয়ের আইনজীবীই আদালতে বলতে পারবেন ।" তিনি শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানান । এরপর বিচারপতি প্রথমে মামলাটির শুনানি 30 অক্টোবর রাখছিলেন । কিন্তু কেন্দ্রের আইনজীবী শুনানি আরও পিছিয়ে দিতে বললে বিচারপতি এই মামলার শুনানির দিন 4 নভেম্বর ধার্য করেন ।

এদিকে, ফিক্সড ডিপোজিট থেকে টাকা তুলতে সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছেন, সেই মামলায় সিবিআই-কে পার্টি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভেন্দু সামন্ত ৷ একইসঙ্গে সিবিআই সন্দীপ ঘোষের কোনও অ্য়াকাউন্ট ফ্রিজ করেছে, তার রিপোর্টও চেয়েছেন বিচারপতি ৷

এই মামলায় সন্দীপ ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য আদালতে বলেন, সন্দীপ ঘোষকে সিবিআই আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করেছিল । সন্দীপ স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙাতে চাইলে ব্যাঙ্ক বলেছে, সন্দীপ ঘোষের স্বাক্ষর লাগবে । কিন্তু প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ এব্যাপারে সহযোগিতা করছে না ।

ব্যাঙ্কের আইনজীবী দেবাশিস সাহার বক্তব্য, সম্প্রতি সিবিআই সন্দীপ ঘোষের একটি লকার সিজ করেছে বলে ব্যাঙ্কের কাছে খবর এসেছে । কিন্তু সিবিআইকে এই মামলায় পার্টি করা হয়নি । আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য তখন বলেন, মূল অ্য়াকাউন্ট সিজ করা হয়নি । একটি লকার সিজ করেছে সিবিআই ৷ দু'পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি শুভেন্দু সামন্ত সিবিআইকে এই মামলায় পার্টি করার নির্দেশ দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.