নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: বাংলায় ফের সিবিআই অভিযান ৷ শনিবার কলকাতা ও উত্তর 24 পরগনা জেলার আটটি জায়গায় এই তল্লাশি অভিযান হয় ৷ জাল শংসাপত্র নিয়ে আধাসেনায় নিয়োগ সংক্রান্ত অভিযোগের তদন্তেই এই তল্লাশি অভিযান বলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে ৷ এ দিন এই দুর্নীতিতে যাঁদের বাড়িতে তল্লাশি হয়েছে, তাঁদের বিরুদ্ধে জাল শংসাপত্র তৈরি করে দেওয়ার অভিযোগ রয়েছে ৷
উল্লেখ্য, ভারতীয় বাহিনীতে নিয়োগের জন্য সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বিশেষ সুবিধা দেওয়া হয় ৷ এই এলাকার যাঁরা বাসিন্দা, তাঁদের পরীক্ষার নম্বরে বিশেষ ছাড় দেওয়া হয় ৷ সেই সুবিধা পাওয়ার জন্য এই আবাসিক শংসাপত্র জাল করা হয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে এফআইআর দায়ের হয় ৷ সেখানে আবার শংসাপত্র জাল করে পাকিস্তানের নাগরিকদের আধা সেনায় নিয়োগ পাওয়ার অভিযোগ ওঠে ৷
পরে এই নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ প্রাথমিক তদন্তের পর সিবিআই যে রিপোর্ট দেয়, তা উল্লেখ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত জানান, সশস্ত্র বাহিনী নিয়োগে কোনও অনিয়ম ধরা পড়েনি ৷ তবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে চারটি অনিয়মের উদাহরণ পাওয়া গিয়েছে ।
ডেপুটি সলিসিটর জেনারেলের রিপোর্ট উল্লেখ করে বিচারপতি সেনগুপ্ত আরও জানান, যাঁরা জাল শংসাপত্র নিয়ে নিয়োগ পাওয়ার চেষ্টা করেছেন, তাঁরা মূলত উত্তর ভারতের বাসিন্দা বলে মনে হচ্ছে ৷ তাছাড়া শিক্ষাগত যোগ্যতা ও জাতিগত শংসাপত্রও জাল করা হয়েছে বলে অভিযোগ ৷ বিচারপতির আশঙ্কা, এভাবে বিদেশি নাগরিকরাও ভারতীয় বাহিনীতে ঢুকে পড়তে পারে ৷
(সংবাদসংস্থা - পিটিআই)
আরও পড়ুন: