কলকাতা, 6 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সফরে থাকাকালীন ফের একবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে সক্রিয় হল সিবিআই। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সিবিআই দফতরে আসেন অনুব্রত মণ্ডল 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী মলয় পীঠ । প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে খবর।
সিবিআই এই মামলার তদন্তে নেমে জানতে পারে, বীরভূমের একাধিক নেতা-সহ অনুব্রত মণ্ডলের অত্যন্ত কাছের ব্যক্তি ছিলেন এই মলয় পীঠ । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মলয়ের কোটি টাকা মূল্যের এসইউভি গাড়ি চেপেই এলাকায় ঘুড়ে বেড়াতেন অনুব্রত। এছাড়াও নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নেমে বীরভূমের একাধিক ভুয়ো চাকরিপ্রার্থীর নামের তালিকা এবং পরিচয় পেয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। সেই সকল ভুয়ো চাকরিপ্রার্থীদের সঙ্গে মলয় পীঠ এবং অনুব্রত মণ্ডলের কোন যোগ রয়েছে কি না, সেই বিষয়ও আজ এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মলয় পীঠ রাজ্যের একাধিক বিএড কলেজের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত রয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হয়ে একাধিক নিয়োগ বেআইনিভাবে করিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করতেই বুধবার মলয়কে তলব করা হয়েছে । সিবিআইয়ের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে একাধিক তথ্য ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারী আধিকারিকেরা । এই সব তথ্য সামনে রেখেই বুধবার মলয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে । সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা তাঁকে নিজাম প্যালেসের 13 তলায় জিজ্ঞাসাবাদ করছেন ।
অতীতে গরুপাচার মামলাতেও নাম জড়িয়েছিল ব্যবসায়ী মলয় পীঠের । এর আগেও একাধিকবার বোলপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের কর্ণধার মলয়কে ডাকা হয়েছিল সিবিআইয়ের তরফে ৷ তবে তিনি একাধিক কারণ দেখিয়ে প্রত্যেকবার হাজিরা এড়িয়েছিলেন । কিন্তু বুধবার তিনি নিজাম প্যালেসে এসেছেন বলে সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে ।
আরও পড়ুন: