কলকাতা, 21 অগস্ট: আরজি কর হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের তদন্তে এবার হাসপাতালের এমএসভিপিকে ডেকে পাঠাল সিবিআই ৷ তলব করা মাত্রই আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন আরজি কর হাসপাতালের মেডিক্যাল সুপার তথা ভাইস প্রিন্সিপাল বুলবুল মুখোপাধ্যায় । তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।
আরজি কর-কাণ্ডে জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্য গ্রহণের জন্য ডেকে পাঠানো হয়েছে হাসপাতালের এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায় । এর আগে, আরজি কর হাসপাতালে এমএসভিপি ছিলেন সঞ্জয় বশিষ্ঠ । তাঁকে একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । মূলত ঘটনার দিন সন্দীপ ঘোষ এবং আরজি কর হাসপাতালে তৎকালীন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ কী কী সিদ্ধান্ত নিয়েছিলেন সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।
পাশাপাশি আরজি কর হাসপাতালের বর্তমান এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়ের থেকে গোয়েন্দারা জানতে চাইবেন যে, তিনি যখন আরজিকর হাসপাতালের পদে আসীন হলেন, সেই সময় সঞ্জয় বশিষ্ঠ এবং সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে কতটা অসন্তুষ্ট ছিলেন স্বাস্থ্যকর্মীরা ? তাছাড়া তিনি দায়িত্ব সামলানোর পর কোন কোন কাজ বাকি ছিল যেগুলি তাঁকে শুরু করতে হয়েছিল ?
এই প্রকারের বেশকিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই আরজি কর হাসপাতালে তৎকালীন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠের সম্পর্কে জানার জন্যই বর্তমান এমএসভিপিকে ডেকে পাঠিয়েছে সিবিআই । বুলবুল মুখোপাধ্যায়ের পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষেরও ৷ আজ সল্টলেক সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে চার ঘণ্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ।
মূলত সন্দীপ ঘোষের কাছ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে চাইছেন যে, কীভাবে পিডব্লিউডি-র তরফ থেকে হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙে দেওয়া হল ? কেন তিনি বিষয়টি জানতেন না ? আর যদি জানতেন, তাহলে কেন উচ্চতর কর্তৃপক্ষকে তিনি এই বিষয়ে জানালেন না ?