ETV Bharat / state

শাহজাহানের বাড়ির তালা ভাঙল সিবিআই, তথ্য সংগ্রহে কেন্দ্রীয় ফরেন্সিক টিমও - CBI broke lock of Shahjahan house

CBI broke lock of Shahjahan house: ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই এদিন 'সিল' করা শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকেন সিবিআই আধিকারিকরা। তাদের সঙ্গেই ছিলেন কেন্দ্রীয় ফরেনসিক এবং ইডি আধিকারিকরাও ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 12:35 PM IST

Updated : Mar 8, 2024, 1:49 PM IST

শাহজাহানের বাড়ির তালা ভাঙল সিবিআই

সন্দেশখালি, 8 মার্চ: বৃহস্পতিবারের পর শুক্রবার! পরপর দু'দিন সন্দেশখালিতে শেখ শাহজাহানের ডেরায় পৌঁছে গেল সিবিআইয়ের টিম।তবে, শুক্রবার সিবিআইয়ের একাধিক আধিকারিকের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ফরেন্সিক টিম এবং আক্রান্ত দুই ইডি আধিকারিকও। এরপর ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই এদিন 'সিল' করা শেখ শাহজাহানের হলুদ রঙের বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন বাড়ির চারপাশ ঘিরে ফেলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। সূত্রের খবর, এদিন সিবিআই, ইডি এবং কেন্দ্রীয় ফরেন্সিক টিমের নিরাপত্তার জন্য দুই কোম্পানি সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছিল শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়ি ও তাঁর আশপাশের এলাকায়।

এই মুহূর্তে কেন্দ্রীয় ফরেন্সিক টিমের সদস্যরা বাড়ির বিভিন্ন দিক এবং তার আশপাশে একদিকে তথ্য পেতে ভিডিয়োগ্রাফি করছেন। অন‍্যদিকে, শাহজাহানের বাড়ির ভিতরে ঢুকেও বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন। সূত্রের খবর, গত 5 জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার সময় বাড়ির ভিতরেই ছিলেন তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান। ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আক্রান্ত হওয়ার পরপরই সেই বাড়ি থেকে সরে পড়েন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড'! এমনটাই অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। সেই সূত্র ধরে হামলার প্রায় দু'মাস পর তথ্য সংগ্রহে কেন্দ্রীয় ফরেন্সিক টিমকে সঙ্গে নিয়ে শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে গেলেন সিবিআইয়ের আধিকারিকরা। যেহেতু ঘটনার পর প্রায় দু'মাস কেটে গিয়েছে, সেহেতু তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

সেই কারণে বিজ্ঞানসম্মত উপায়ে শেখ শাহজাহানের বাড়ি এবং তার আশপাশ থেকে তথ্য পেতে মরিয়া কেন্দ্রীয় ফরেন্সিক টিমের সদস্যরা। শাহজাহানের সঙ্গে তাঁর পরিবারের অন্য়ান্যদের বাড়ির স্কেচ এঁকে এবং ফিতে দিয়ে মেপে যাবতীয় তথ্য সংগ্রহের কাজ চলছে এই মুহূর্তে। এদিকে, বাড়ির পাশাপাশি সরবেড়িয়ায় শেখ শাহজাহান মার্কেটেও শুক্রবার ফের সিবিআইয়ের আরও একটি টিমে পৌঁছে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন। সবমিলিয়ে, ইডি আধিকারিকদের ওপর হামলা এবং তার পরিপ্রেক্ষিতে তিনটি এফআইআর রুজু হওয়ার মামলার তদন্তে গতি আনতে সাঁড়াশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

অন্যদিকে, সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহান মার্কেটে তদন্ত করতে গিয়ে সেখানে স্থানীয় এক গ্রামবাসীকে আটক করে সিবিআইয়ের আধিকারিকরা। সূত্রের খবর, শাহজাহান মার্কেটের রাস্তার উল্টোদিকে একটি চায়ের দোকানে বসেছিলেন ওই গ্রামবাসী। তাঁর হাবভাব দেখে সন্দেহ হওয়ায় সেখান থেকেই তাঁকে আটক করে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, হামলার ঘটনায় আটক গ্রামবাসীর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাঁকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। কোনও সন্তোষজনক উত্তর না মিললে পরবর্তীতে তাঁকে গ্রেফতারও করা হতে পারে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে।

আরও পড়ুন

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি, পার্থ ঘনিষ্ঠের বাড়িতে হানা

শাহজাহানকে হেফাজতে পেয়েই তদন্তে গতি বাড়াল সিবিআই, নিজাম প্যালেসে ইডির ডেপুটি ডিরেক্টর

শাহজাহানের বাড়ির তালা ভাঙল সিবিআই

সন্দেশখালি, 8 মার্চ: বৃহস্পতিবারের পর শুক্রবার! পরপর দু'দিন সন্দেশখালিতে শেখ শাহজাহানের ডেরায় পৌঁছে গেল সিবিআইয়ের টিম।তবে, শুক্রবার সিবিআইয়ের একাধিক আধিকারিকের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ফরেন্সিক টিম এবং আক্রান্ত দুই ইডি আধিকারিকও। এরপর ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই এদিন 'সিল' করা শেখ শাহজাহানের হলুদ রঙের বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন বাড়ির চারপাশ ঘিরে ফেলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। সূত্রের খবর, এদিন সিবিআই, ইডি এবং কেন্দ্রীয় ফরেন্সিক টিমের নিরাপত্তার জন্য দুই কোম্পানি সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছিল শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়ি ও তাঁর আশপাশের এলাকায়।

এই মুহূর্তে কেন্দ্রীয় ফরেন্সিক টিমের সদস্যরা বাড়ির বিভিন্ন দিক এবং তার আশপাশে একদিকে তথ্য পেতে ভিডিয়োগ্রাফি করছেন। অন‍্যদিকে, শাহজাহানের বাড়ির ভিতরে ঢুকেও বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন। সূত্রের খবর, গত 5 জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার সময় বাড়ির ভিতরেই ছিলেন তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান। ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আক্রান্ত হওয়ার পরপরই সেই বাড়ি থেকে সরে পড়েন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড'! এমনটাই অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। সেই সূত্র ধরে হামলার প্রায় দু'মাস পর তথ্য সংগ্রহে কেন্দ্রীয় ফরেন্সিক টিমকে সঙ্গে নিয়ে শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে গেলেন সিবিআইয়ের আধিকারিকরা। যেহেতু ঘটনার পর প্রায় দু'মাস কেটে গিয়েছে, সেহেতু তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

সেই কারণে বিজ্ঞানসম্মত উপায়ে শেখ শাহজাহানের বাড়ি এবং তার আশপাশ থেকে তথ্য পেতে মরিয়া কেন্দ্রীয় ফরেন্সিক টিমের সদস্যরা। শাহজাহানের সঙ্গে তাঁর পরিবারের অন্য়ান্যদের বাড়ির স্কেচ এঁকে এবং ফিতে দিয়ে মেপে যাবতীয় তথ্য সংগ্রহের কাজ চলছে এই মুহূর্তে। এদিকে, বাড়ির পাশাপাশি সরবেড়িয়ায় শেখ শাহজাহান মার্কেটেও শুক্রবার ফের সিবিআইয়ের আরও একটি টিমে পৌঁছে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন। সবমিলিয়ে, ইডি আধিকারিকদের ওপর হামলা এবং তার পরিপ্রেক্ষিতে তিনটি এফআইআর রুজু হওয়ার মামলার তদন্তে গতি আনতে সাঁড়াশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

অন্যদিকে, সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহান মার্কেটে তদন্ত করতে গিয়ে সেখানে স্থানীয় এক গ্রামবাসীকে আটক করে সিবিআইয়ের আধিকারিকরা। সূত্রের খবর, শাহজাহান মার্কেটের রাস্তার উল্টোদিকে একটি চায়ের দোকানে বসেছিলেন ওই গ্রামবাসী। তাঁর হাবভাব দেখে সন্দেহ হওয়ায় সেখান থেকেই তাঁকে আটক করে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, হামলার ঘটনায় আটক গ্রামবাসীর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তাঁকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। কোনও সন্তোষজনক উত্তর না মিললে পরবর্তীতে তাঁকে গ্রেফতারও করা হতে পারে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে।

আরও পড়ুন

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি, পার্থ ঘনিষ্ঠের বাড়িতে হানা

শাহজাহানকে হেফাজতে পেয়েই তদন্তে গতি বাড়াল সিবিআই, নিজাম প্যালেসে ইডির ডেপুটি ডিরেক্টর

Last Updated : Mar 8, 2024, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.