কলকাতা, 17 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে শনিবার কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়নের ব্যারাকে যায় সিবিআই ৷ এই ঘটনায় গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ওই ব্যারাকেই মাঝেমধ্যে থাকতেন বলে আগেই জানা গিয়েছিল ৷ সেই নিয়ে বিস্তারিত তথ্য জানতেই সেখানে তদন্তকারীরা হাজির হয়েছেন বলে সিবিআই সূত্রে খবর ৷
গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআই-কে এই মামলার তদন্তভার দিয়েছে ৷ তার পর বুধবারই ধৃত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নেয় সিবিআই ৷ তার পর তাকে দফায় দফায় জেরা করা হয়েছে ৷ তার মোবাইল ঘেঁটে দেখা হয়েছে ৷ সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে আগেই সিবিআই সূত্রে জানা গিয়েছিল ৷
শনিবার কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর সূত্র মারফত জানা গিয়েছে যে সঞ্জয়ের মোবাইলে একাধিক পুলিশকর্মীর নাম পরিচয় ও তাঁদের ফোন নম্বর পেয়েছেন তদন্তকারীরা । ফলে সেই পুলিশ কর্মীদের সঙ্গে কী কথা হত সঞ্জয়ের, তা জানতে চায় সিবিআই ৷ আরজি করের ঘটনার সঙ্গে ওই পুলিশকর্মীদের কোনও যোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখতে চায় সিবিআই ৷ এছাড়াও সিবিআই গোয়েন্দারা জানতে চাইছেন, ঘটনা ঘটানোর পর বা আগে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়ানে ব্যারাকে সঞ্জয় এসেছিল কি না ? এলে কার সঙ্গে দেখা করেছিল সে ?
বুধবার তদন্তভার নেওয়ার পর একাধিক জায়গায় সিবিআইয়ের দল গিয়েছে ৷ তারা নির্যাতিতার বাড়িতে গিয়েছে ৷ আরজি কর হাসপাতালেও একাধিকবার গিয়েছে৷ শনিবারও আরজি করে যায় সিবিআইয়ের একটি দল ৷ সেখানে শুক্রবারের মতো এ দিনও থ্রিডি ম্যাপিং মেশিন দিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয় ৷ এ দিন আধিকারিকরা ওই যন্ত্রটি নিয়ে আরজি কর হাসপাতালের চতুর্থ তলায় সেই সেমিনার হলে পৌঁছে যান । সেখানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই । মূলত, তিনটি ভাগে ভাগ হয়ে এই কাজ করছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।