কলকাতা, 3 সেপ্টেম্বর: আরজি কর দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও গ্রেফতার আরও তিনজন । আরজি করের প্রাক্তন অধ্যক্ষ-সহ চারজনকেই গ্রেফতার করেছে সিবিআই । নিজাম প্যালেস সূত্রে খবর, ধৃতদের নাম সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলি । সিবিআই সূত্রে জানা গিয়েছে, আফসর সন্দীপের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন ।
আরজি কর হাসপাতালে দুর্নীতির তদন্তে নেমে সিবিআই সন্দীপের পাশাপাশি বেশ কয়েকজনের নাম জানতে পারে । নিজাম প্যালেস সূত্রে খবর, তাঁদের মধ্যে একজন হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিংহ ৷ সন্দীপের সঙ্গে বিপ্লবের ‘গভীর’ সম্পর্ক ছিল ৷ সিবিআই’য়ের অভিযোগ, বিপ্লবের সংস্থা ‘মা তারা ট্রেডার্স’ হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করতেন সন্দীপ । অভিযোগ, কিছুদিন আগেই হাওড়ার সাঁকরাইলে বিপ্লবের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই । তাঁর সংস্থার অফিসেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
তদন্তে নেমে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা জানতে পারেন, আরজি কর হাসপাতালের অধ্যক্ষ থাকাকালীন বিপ্লবকে একাধিক সময় বেআইনিভাবে একাধিক বরাত পাইয়ে দিয়েছেন সন্দীপ ঘোষ ৷ তারপরেই সন্দীপের সঙ্গে তাঁকেও সোমবার গ্রেফতার করা হয় ৷
প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় গত দু’সপ্তাহ ধরে সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিচ্ছিলেন সন্দীপ ঘোষ ৷ সোমবারও তিনি সেখানে গিয়েছিলেন ৷ পাশাপাশি আরজি করের আর্থিক দুর্নীতি মামলাতেও তাঁর নাম জড়িয়ে যায় ৷ সেই মামলার তদন্তও করছে সিবিআই ৷ ইতিমধ্যে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযানও চালিয়েছিল তারা ৷ অবশেষে সোমবার সন্ধ্যায় তাঁকে সিজিও থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷ তারপরই জানা যায় যে দুর্নীতি কাণ্ডেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷