ETV Bharat / state

নেওয়া হল গোপন জবানবন্দি, সন্দীপের পলিগ্রাফ টেস্ট চেয়ে শিয়ালদা আদালতে সিবিআই - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

CBI Seeks Polygraph test of Sandip Ghosh: সন্দীপ ঘোষ-সহ আরজি কর হাসপাতালের পাঁচজন চিকিৎসককে শিয়ালদা আদালতে নিয়ে গেল সিবিআই ৷ তাঁদের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে ৷ পাশাপাশি সন্দীপের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন জানানো হয়েছে ৷

ETV BHARAT
সন্দীপের পলিগ্রাফ টেস্ট চেয়ে শিয়ালদা আদালতে আবেদন সিবিআইয়ের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 5:43 PM IST

Updated : Aug 22, 2024, 6:06 PM IST

কলকাতা, 22 অগস্ট: আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করতে চেয়ে শিয়ালদা আদালতে আবেদন জানাল সিবিআই ৷ পাশাপাশি, এদিন আদালতেই ওই হাসপাতালের চার পড়ুয়া চিকিৎসক ও সন্দীপের গোপন জবানবন্দি নেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷

ইটিভি ভারতই প্রথম জানিয়েছিল যে, আরজি কর কাণ্ডে সবচেয়ে বেশি চর্চায় থাকা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট নন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ সেই কারণে তাঁরা সন্দীপের পলিগ্রাফ পরীক্ষা করতে আবেদন করার প্রক্রিয়া শুরু করেছেন ৷ এই নিয়ে দিল্লির সিবিআই কর্তাদের সঙ্গেও আলোচনা করেন তদন্তকারী গোয়েন্দারা ৷ আর আজ তাঁরা শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছেন ৷

পাশাপাশি আজ শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষ ও চারজন চিকিৎসক পড়ুয়াকে ৷ তাঁদের আজ জবানবন্দি নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ সিবিআই সূত্রে খবর, যে চারজন পড়ুয়া চিকিৎসক গত আট অগস্ট রাতে আরজি করের ওই নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর সঙ্গে নৈশভোজ সেরেছিলেন, তাঁদেরই গোপন জবানবন্দি নেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

ঘটনার রাতে, যে চারজন চিকিৎসক পড়ুয়া সেখানে ছিলেন, তাঁদের মধ্যে একজন সেখানকার হাউসস্টাফ । আর বাকি তিন জন চিকিৎসক পড়ুয়া । জানা গিয়েছে, এই ঘটনায় আগে তাঁদের লালবাজারে ডেকে কথা বলেছিল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল । ঘটনার রাতে নির্যাতিতা ও তাঁদের মধ্যে ঠিক কী কী কথাবার্তা হয়েছিল ? মৃতার কথায় কোনও রকমের অস্বাভাবিকত্ব সেদিন তাঁরা দেখেছিলেন কি না ? তা জানতে চাওয়ার চেষ্টা করেছিল লালবাজার । এবার সিবিআইয়ের তদন্তকারীরা ওই চারজনকেই ডেকে আদালতে নিয়ে গিয়ে গোপন জবানবন্দি নিলেন ৷

উল্লেখ্য, এই ঘটনায় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা সাতদিন ধরে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই । আজ সপ্তম দিনে নির্ধারিত সময়ে সিজিও কমপ্লেক্সে চলে যান সন্দীপ ঘোষ ৷ তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর নিয়ে যাওয়া হয় শিয়ালদা আদালতে ৷ সেখানেই তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয় ৷

কলকাতা, 22 অগস্ট: আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করতে চেয়ে শিয়ালদা আদালতে আবেদন জানাল সিবিআই ৷ পাশাপাশি, এদিন আদালতেই ওই হাসপাতালের চার পড়ুয়া চিকিৎসক ও সন্দীপের গোপন জবানবন্দি নেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷

ইটিভি ভারতই প্রথম জানিয়েছিল যে, আরজি কর কাণ্ডে সবচেয়ে বেশি চর্চায় থাকা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট নন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ সেই কারণে তাঁরা সন্দীপের পলিগ্রাফ পরীক্ষা করতে আবেদন করার প্রক্রিয়া শুরু করেছেন ৷ এই নিয়ে দিল্লির সিবিআই কর্তাদের সঙ্গেও আলোচনা করেন তদন্তকারী গোয়েন্দারা ৷ আর আজ তাঁরা শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছেন ৷

পাশাপাশি আজ শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষ ও চারজন চিকিৎসক পড়ুয়াকে ৷ তাঁদের আজ জবানবন্দি নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ সিবিআই সূত্রে খবর, যে চারজন পড়ুয়া চিকিৎসক গত আট অগস্ট রাতে আরজি করের ওই নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর সঙ্গে নৈশভোজ সেরেছিলেন, তাঁদেরই গোপন জবানবন্দি নেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

ঘটনার রাতে, যে চারজন চিকিৎসক পড়ুয়া সেখানে ছিলেন, তাঁদের মধ্যে একজন সেখানকার হাউসস্টাফ । আর বাকি তিন জন চিকিৎসক পড়ুয়া । জানা গিয়েছে, এই ঘটনায় আগে তাঁদের লালবাজারে ডেকে কথা বলেছিল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল । ঘটনার রাতে নির্যাতিতা ও তাঁদের মধ্যে ঠিক কী কী কথাবার্তা হয়েছিল ? মৃতার কথায় কোনও রকমের অস্বাভাবিকত্ব সেদিন তাঁরা দেখেছিলেন কি না ? তা জানতে চাওয়ার চেষ্টা করেছিল লালবাজার । এবার সিবিআইয়ের তদন্তকারীরা ওই চারজনকেই ডেকে আদালতে নিয়ে গিয়ে গোপন জবানবন্দি নিলেন ৷

উল্লেখ্য, এই ঘটনায় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা সাতদিন ধরে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই । আজ সপ্তম দিনে নির্ধারিত সময়ে সিজিও কমপ্লেক্সে চলে যান সন্দীপ ঘোষ ৷ তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর নিয়ে যাওয়া হয় শিয়ালদা আদালতে ৷ সেখানেই তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয় ৷

Last Updated : Aug 22, 2024, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.