ETV Bharat / state

ফরাক্কা ব্রিজে ভস্মীভূত পণ্যবাহী লরি, উত্তরের সঙ্গে বিঘ্নিত রেল পরিষেবা - FIRE INCIDENT AT FARAKKA BRIDGE

Lorry Catches Fire: সাতসকালে ফরাক্কা সেতুতে অগ্নিকাণ্ড ৷ চলন্ত পণ্যবাহী লরিতে আগুনের জেরে ব্যাহত হল ট্রেন চলাচল ৷ একের পর এক ঘটনায় প্রশ্ন উঠছে ফরাক্কা ব্যারেজের নিরাপত্তা নিয়ে ৷ কয়েকঘণ্টা পর যান চলাচলও স্বাভাবিক হলেও রেল চলাচল এখনও বিঘ্নিত ৷

fire at Farakka barrage
fire at Farakka barrage
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 11:06 AM IST

Updated : Apr 24, 2024, 12:08 PM IST

ফরাক্কা ব্রিজে লরিতে অগ্নিকাণ্ড

ফরাক্কা, 24 এপ্রিল: ফরাক্কা ব্যারেজের উপর পণ্যবোঝাই চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনার অভিঘাতে ব্যাহত হল ট্রেন পরিষেবা ৷ ট্রেন চলাচলের জন্য ফরাক্কা ব্যারেজের উপর থাকা ইলেকট্রিক তার আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে বিঘ্নিত হয় উত্তর-দক্ষিণের ট্রেন পরিষেবা। যদিও ডাউন লাইনে আপাতত রেল চলাচল স্বাভাবিক বলেই খবর ৷ কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচলও ৷

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাতটা নাগাদ 48 নম্বর গেটের সামনে ৷ জাতীয় সড়কের উপর দাউদাউ করে লরিটিকে জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফরাক্কা ব্যারেজে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা বাঁধ প্রকল্পের কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা। খবর দেওয়া হয় দমকলেও । ঘটনাস্থলে আসে ফরাক্কা থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘণ্টাখানের চেষ্টায় লরির আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। যদিও ততক্ষণে লরিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ব্যারেজে ওঠার দু'দিক সিল করে দেওয়া হয়েছে ঘটনার পর। ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন সিআইএসএফ জওয়ান ও পুলিশ আধিকারিকরা ।

জানা গিয়েছে, এ দিন সকালে হঠাৎ মালদাগামী এই পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন ধরে যায় । ব্যারেজের 48 নম্বর গেটের সামনে চালক লরিটি দাঁড় করিয়ে দেন । ততক্ষণে দাউদাউ করে জ্বলতে শুরু করেছে লরিটি । আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে রেললাইনের দিকে ৷ এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয় । আগুনের প্রভাবে বেশ কিছুক্ষণ বন্ধ করে দেওয়া হয় মালদা ডিভিশনের ট্রেন চলাচল । ফরাক্কা ও মালদায় দাঁড় করিয়ে রাখা হয় বেশ কয়েকটি ট্রেন । এখনও ফরাক্কা ও বৈষ্ণবনগরে ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়েছে ৷ ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলের আধিকারিকরা আসেন ঘটনাস্থলে।

এছাড়াও জাতীয় সড়কে এভাবে চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ফারাক্কা ব্যারেজে এলাকায়। এদিকে ঘন ঘন ব্যারেজের উপর দুর্ঘটনায় নাশকতার তত্ত্বও উঠে আসতে শুরু করেছে। এর আগে গত চার মাসে ব্যারেজের উপর চারবার এই ধরনের ঘটনা ঘটেছে । দু'বার ব্যারেজের রেলিং ভেঙে পণ্যবাহী লরি উঠে গিয়েছিল রেল লাইনে। আরও একবার একইভাবে চলন্ত গাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়ায় । বারবার কেন এমন ঘটছে, খতিয়ে দেখছে ব্যারেজ কর্তৃপক্ষ। 11টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে খবর। তবে ট্রেনের আপ লাইন এখনও বন্ধ। যদিও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেই খবর। এমনকী ডাউন লাইন দিয়েই গুরুত্ব বুঝে দু'দিকের ট্রেন ছাড়া হচ্ছে।

আরও পড়ুন:

  1. রেললাইনে চলে এল লরি ! ফরাক্কায় রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিনে লাগল আগুন
  2. ফের ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে রেললাইনে উঠল লরি, দাঁড়িয়ে পড়ল তিস্তা-তোর্সা এক্সপ্রেস
  3. চলন্ত লরিতে ঘুমিয়ে পড়লেন চালক ! নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মালগাড়িতে

ফরাক্কা ব্রিজে লরিতে অগ্নিকাণ্ড

ফরাক্কা, 24 এপ্রিল: ফরাক্কা ব্যারেজের উপর পণ্যবোঝাই চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনার অভিঘাতে ব্যাহত হল ট্রেন পরিষেবা ৷ ট্রেন চলাচলের জন্য ফরাক্কা ব্যারেজের উপর থাকা ইলেকট্রিক তার আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে বিঘ্নিত হয় উত্তর-দক্ষিণের ট্রেন পরিষেবা। যদিও ডাউন লাইনে আপাতত রেল চলাচল স্বাভাবিক বলেই খবর ৷ কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচলও ৷

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাতটা নাগাদ 48 নম্বর গেটের সামনে ৷ জাতীয় সড়কের উপর দাউদাউ করে লরিটিকে জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফরাক্কা ব্যারেজে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা বাঁধ প্রকল্পের কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা। খবর দেওয়া হয় দমকলেও । ঘটনাস্থলে আসে ফরাক্কা থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘণ্টাখানের চেষ্টায় লরির আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। যদিও ততক্ষণে লরিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ব্যারেজে ওঠার দু'দিক সিল করে দেওয়া হয়েছে ঘটনার পর। ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন সিআইএসএফ জওয়ান ও পুলিশ আধিকারিকরা ।

জানা গিয়েছে, এ দিন সকালে হঠাৎ মালদাগামী এই পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন ধরে যায় । ব্যারেজের 48 নম্বর গেটের সামনে চালক লরিটি দাঁড় করিয়ে দেন । ততক্ষণে দাউদাউ করে জ্বলতে শুরু করেছে লরিটি । আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে রেললাইনের দিকে ৷ এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয় । আগুনের প্রভাবে বেশ কিছুক্ষণ বন্ধ করে দেওয়া হয় মালদা ডিভিশনের ট্রেন চলাচল । ফরাক্কা ও মালদায় দাঁড় করিয়ে রাখা হয় বেশ কয়েকটি ট্রেন । এখনও ফরাক্কা ও বৈষ্ণবনগরে ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়েছে ৷ ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলের আধিকারিকরা আসেন ঘটনাস্থলে।

এছাড়াও জাতীয় সড়কে এভাবে চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ফারাক্কা ব্যারেজে এলাকায়। এদিকে ঘন ঘন ব্যারেজের উপর দুর্ঘটনায় নাশকতার তত্ত্বও উঠে আসতে শুরু করেছে। এর আগে গত চার মাসে ব্যারেজের উপর চারবার এই ধরনের ঘটনা ঘটেছে । দু'বার ব্যারেজের রেলিং ভেঙে পণ্যবাহী লরি উঠে গিয়েছিল রেল লাইনে। আরও একবার একইভাবে চলন্ত গাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়ায় । বারবার কেন এমন ঘটছে, খতিয়ে দেখছে ব্যারেজ কর্তৃপক্ষ। 11টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে খবর। তবে ট্রেনের আপ লাইন এখনও বন্ধ। যদিও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেই খবর। এমনকী ডাউন লাইন দিয়েই গুরুত্ব বুঝে দু'দিকের ট্রেন ছাড়া হচ্ছে।

আরও পড়ুন:

  1. রেললাইনে চলে এল লরি ! ফরাক্কায় রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিনে লাগল আগুন
  2. ফের ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে রেললাইনে উঠল লরি, দাঁড়িয়ে পড়ল তিস্তা-তোর্সা এক্সপ্রেস
  3. চলন্ত লরিতে ঘুমিয়ে পড়লেন চালক ! নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মালগাড়িতে
Last Updated : Apr 24, 2024, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.