ETV Bharat / state

টেট পরীক্ষার প্রশ্নের উত্তর যাচাইয়ে আলাদা বিশেষজ্ঞ নিয়োগ করবে হাইকোর্ট - 2017 and 2022 Primary TET Exam

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 11:12 PM IST

Cal HC on 2017 and 2022 TET Exam: টেটের প্রশ্ন ভুল নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া মামলায় বিশেষজ্ঞ নিয়োগের কথা বলল ডিভিশন বেঞ্চ ৷ যদিও মামলার রায়দান স্থগিত রাখা হয়েছে ৷ 2017 ও 2022 সালের টেট নিয়ে হাইকোর্টের বক্তব্য কী, বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)

কলকাতা, 25 জুন: 2017 ও 2022 সালের টেটের প্রশ্ন ভুলের মামলায় এবার পাঁচটি ভিন্ন ভিন্ন বিষয়ের জন্য পাঁচজন বিশেষজ্ঞ নিয়োগ করার কথা জানাল কলকাতা হাইকোর্ট ৷ মঙ্গলবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই কথা জানিয়েছে ৷ যদিও এই সংক্রান্ত মামলার শুনানি শেষে ডিভিশন বেঞ্চ এখনও কোনও নির্দেশ দেয়নি । মামলার রায়দান স্থগিত রেখেছে ৷

উল্লেখ্য, 2017 ও 2022 সালের এই দুটি পরীক্ষাতেই 20টিরও বেশি প্রশ্নের উত্তরে ভুল ছিল দাবি করে দায়ের হয় মামলা । সেই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের থেকে মতামত চান । ইতিমধ্যে রাজ্য এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে । সেই মামলাতেই মঙ্গলবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ বলেছে যে বাংলা, পরিবেশ বিজ্ঞান-সহ পাঁচটি বিষয়ের জন্য প্রশ্নের উত্তরে ভুল খতিয়ে দেখতে আলাদা আলাদা করে পাঁচজন বিশেষজ্ঞ নিয়োগ করবে আদালত ।

টেট পরীক্ষায় ভুল প্রশ্ন! বিশ্বভারতীকে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

এই বিষয়ে মামলাকারী চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, অনেকেই সঠিক উত্তর দিয়েও যোগ্য হিসাবে বিবেচিত হয়নি । আদালত যে পদক্ষেপই করুক সঠিক উত্তর যারা করেছে তারা নম্বর পেলেই চাকরিপ্রার্থীরা খুশি হবে ।

এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা যথাক্রমে 24 ও 25 এপ্রিল দুটি পৃথক নির্দেশে জানান, 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্ন ভুল যাচাই করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত কমিটি । 24টি প্রশ্নের উত্তর নতুন করে যাচাই করতে যাদবপুরের উপাচার্যকে বিশেষজ্ঞ নিয়ে কমিটি গড়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

প্রাথমিক শিক্ষা পর্ষদকে তার যাবতীয় নথি উপাচার্যকে দিতে হবে । তিনি কমিটিকে দিয়ে ওইসব প্রশ্নের সঠিক জবাব কী হতে পারে সে ব্যাপারে নিজেদের মতামত একমাসের মধ্যে কোর্টকে জানাবেন । পাশাপাশি 2017 ও 2022 সালের 20টিরও বেশি প্রশ্ন ভুলের বিষয় খতিয়ে দেখতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দায়িত্ব দেন একটি কমিটি নিযুক্ত করে একমাসের মধ্যে রিপোর্ট দিতে । সেই মামলাতেই মঙ্গলবার উপরোক্ত বিষয়টি জানাল হাইকোর্ট ৷

2022 টেট পরীক্ষার ভুল প্রশ্ন যাচাইয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 25 জুন: 2017 ও 2022 সালের টেটের প্রশ্ন ভুলের মামলায় এবার পাঁচটি ভিন্ন ভিন্ন বিষয়ের জন্য পাঁচজন বিশেষজ্ঞ নিয়োগ করার কথা জানাল কলকাতা হাইকোর্ট ৷ মঙ্গলবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই কথা জানিয়েছে ৷ যদিও এই সংক্রান্ত মামলার শুনানি শেষে ডিভিশন বেঞ্চ এখনও কোনও নির্দেশ দেয়নি । মামলার রায়দান স্থগিত রেখেছে ৷

উল্লেখ্য, 2017 ও 2022 সালের এই দুটি পরীক্ষাতেই 20টিরও বেশি প্রশ্নের উত্তরে ভুল ছিল দাবি করে দায়ের হয় মামলা । সেই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের থেকে মতামত চান । ইতিমধ্যে রাজ্য এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে । সেই মামলাতেই মঙ্গলবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ বলেছে যে বাংলা, পরিবেশ বিজ্ঞান-সহ পাঁচটি বিষয়ের জন্য প্রশ্নের উত্তরে ভুল খতিয়ে দেখতে আলাদা আলাদা করে পাঁচজন বিশেষজ্ঞ নিয়োগ করবে আদালত ।

টেট পরীক্ষায় ভুল প্রশ্ন! বিশ্বভারতীকে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

এই বিষয়ে মামলাকারী চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, অনেকেই সঠিক উত্তর দিয়েও যোগ্য হিসাবে বিবেচিত হয়নি । আদালত যে পদক্ষেপই করুক সঠিক উত্তর যারা করেছে তারা নম্বর পেলেই চাকরিপ্রার্থীরা খুশি হবে ।

এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা যথাক্রমে 24 ও 25 এপ্রিল দুটি পৃথক নির্দেশে জানান, 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্ন ভুল যাচাই করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত কমিটি । 24টি প্রশ্নের উত্তর নতুন করে যাচাই করতে যাদবপুরের উপাচার্যকে বিশেষজ্ঞ নিয়ে কমিটি গড়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

প্রাথমিক শিক্ষা পর্ষদকে তার যাবতীয় নথি উপাচার্যকে দিতে হবে । তিনি কমিটিকে দিয়ে ওইসব প্রশ্নের সঠিক জবাব কী হতে পারে সে ব্যাপারে নিজেদের মতামত একমাসের মধ্যে কোর্টকে জানাবেন । পাশাপাশি 2017 ও 2022 সালের 20টিরও বেশি প্রশ্ন ভুলের বিষয় খতিয়ে দেখতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দায়িত্ব দেন একটি কমিটি নিযুক্ত করে একমাসের মধ্যে রিপোর্ট দিতে । সেই মামলাতেই মঙ্গলবার উপরোক্ত বিষয়টি জানাল হাইকোর্ট ৷

2022 টেট পরীক্ষার ভুল প্রশ্ন যাচাইয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.