ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্যানডোরার বক্স খোলার হুঁশিয়ারি রাজ্যপালের আইনজীবীর, সোমবার শুনানি - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Calcutta High Court: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের । আগামী সোমবার সকাল সাড়ে 10টায় শুনানি । বুধবার আদালতে রাজ্যপালের আইনজীবী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্যানডোরার বক্স খোলার হুঁশিয়ারি দিয়েছেন ৷

Calcutta High Court
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 1:36 PM IST

Updated : Jul 10, 2024, 2:16 PM IST

কলকাতা, 10 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস যে মানহানির মামলা করেছেন, সেই মামলার শুনানি আগামী সোমবার হবে কলকাতা হাইকোর্টে ৷ ওই দিন সকাল সাড়ে দশটায় এই শুনানি হবে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই মামলার শুনানিতে রাজ্যপালের আইনজীবীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে কিসের ভিত্তিতে এই মামলা দায়ের করা হল ৷ তখন তিনি আদালতে জানান যে সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রীর যে বয়ান প্রকাশিত হয়েছে, তার ভিত্তিতেই এই মামলা ৷ সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও সংবাদমাধ্যমকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন ৷

তার পর বুধবার এই মামলার শুনানি হয় ৷ সেখানে রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, এখনও পর্যন্ত এই মামলায় নতুন করে কাউকে পার্টি হিসাবে যুক্ত করা হয়নি ৷ সংবাদমাধ্যমের কাউকে যুক্ত না করেই তিনি এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্যানডোরার বক্স খুলতে সক্ষম হবেন বলেও জানান ত্রিবেদী । সেই কারণেই নতুন করে কাউকে এই মামলায় পার্টি হিসাবে যুক্ত করছেন না তিনি আদালতে জানান ৷

তাঁর এই বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও মামলার শুনানিতে সম্মতি দেন ৷ আগামী সোমবার সকাল সাড়ে 10টায় মামলার পরবর্তী শুনানি হবে বলে জানান ৷ পাশাপাশি আদালতের নির্দেশ, পরবর্তী শুনানির আগে সংশ্লিষ্ট সবপক্ষকে নোটিশ দিতে হবে ৷

প্রসঙ্গত, রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী গত 2 মে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের কাছে ৷ কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে পুলিশ কোনও তদন্ত করতে পারেনি ৷ তবে রাজভবনে এমন একটি ঘটনা ঘটার অভিযোগ ওঠায়, তা নিয়ে কলকাতা পুলিশ অনুসন্ধান শুরু করে ৷ তারপর মামলা নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত । হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পুলিশের সমস্ত তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেন ।

তবে পুরো ঘটনায় রাজনীতির রং লাগে ৷ তৃণমূল কংগ্রেসের তরফে বারবার কটাক্ষ করা হয় রাজ্যপালকে ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই নিয়ে মন্তব্য করেন ৷ দুই বিধায়কের শপথ সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী মন্তব্য করেন যে মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন ৷ তার পরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল ৷

কলকাতা, 10 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস যে মানহানির মামলা করেছেন, সেই মামলার শুনানি আগামী সোমবার হবে কলকাতা হাইকোর্টে ৷ ওই দিন সকাল সাড়ে দশটায় এই শুনানি হবে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই মামলার শুনানিতে রাজ্যপালের আইনজীবীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে কিসের ভিত্তিতে এই মামলা দায়ের করা হল ৷ তখন তিনি আদালতে জানান যে সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রীর যে বয়ান প্রকাশিত হয়েছে, তার ভিত্তিতেই এই মামলা ৷ সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও সংবাদমাধ্যমকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন ৷

তার পর বুধবার এই মামলার শুনানি হয় ৷ সেখানে রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, এখনও পর্যন্ত এই মামলায় নতুন করে কাউকে পার্টি হিসাবে যুক্ত করা হয়নি ৷ সংবাদমাধ্যমের কাউকে যুক্ত না করেই তিনি এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্যানডোরার বক্স খুলতে সক্ষম হবেন বলেও জানান ত্রিবেদী । সেই কারণেই নতুন করে কাউকে এই মামলায় পার্টি হিসাবে যুক্ত করছেন না তিনি আদালতে জানান ৷

তাঁর এই বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও মামলার শুনানিতে সম্মতি দেন ৷ আগামী সোমবার সকাল সাড়ে 10টায় মামলার পরবর্তী শুনানি হবে বলে জানান ৷ পাশাপাশি আদালতের নির্দেশ, পরবর্তী শুনানির আগে সংশ্লিষ্ট সবপক্ষকে নোটিশ দিতে হবে ৷

প্রসঙ্গত, রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী গত 2 মে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের কাছে ৷ কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে পুলিশ কোনও তদন্ত করতে পারেনি ৷ তবে রাজভবনে এমন একটি ঘটনা ঘটার অভিযোগ ওঠায়, তা নিয়ে কলকাতা পুলিশ অনুসন্ধান শুরু করে ৷ তারপর মামলা নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত । হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পুলিশের সমস্ত তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেন ।

তবে পুরো ঘটনায় রাজনীতির রং লাগে ৷ তৃণমূল কংগ্রেসের তরফে বারবার কটাক্ষ করা হয় রাজ্যপালকে ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই নিয়ে মন্তব্য করেন ৷ দুই বিধায়কের শপথ সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী মন্তব্য করেন যে মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন ৷ তার পরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল ৷

Last Updated : Jul 10, 2024, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.