ETV Bharat / state

পুলিশের ভূমিকা সংক্রান্ত মামলা! সরলেন বিচারপতি অমৃতা সিনহা, রইল প্রাথমিক নিয়োগ - Calcutta High Court

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 8:34 PM IST

Updated : Jul 12, 2024, 8:47 PM IST

Justice Amrita Sinha on Pleas on Police: কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি কী মামলা শুনবেন, তাতে ফের পরিবর্তন করা হল ৷ শুক্রবার আদালতের প্রকাশিত রোস্টার অনুযায়ী, পুলিশ সংক্রান্ত সাম্প্রতিক দায়ের হওয়া মামলাগুলি থেকে বিচারপতি অমৃতা সিনহাকে সরানো হয়েছে ৷ তাঁর হাতে থাকছে প্রাথমিক নিয়োগ বিষয়ক মামলাগুলি ৷

Justice Amrita Sinha
বিচারপতি অমৃতা সিনহা (ইটিভি ভারত)

কলকাতা, 12 জুলাই: পুলিশের অতিসক্রিয়তা বা নিষ্ক্রিয়তা নিয়ে দায়ের হওয়া সাম্প্রতিক মামলাগুলি থেকে সরানো হল বিচারপতি অমৃতা সিনহাকে ৷ শুক্রবার কলকাতা হাইকোর্টের রোস্টারে ফের পরিবর্তন করা হয় ৷ অর্থাৎ কোন বিচারপতি কী মামলা শুনবেন, সেই তালিকার বদল হল ৷ সেখানেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে ৷

পুলিশের অতিসক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব দেওয়া হয়েছিল বিচারপতি অমৃতা সিনহাকে ৷ আদালতে গ্রীষ্মকালীন ছুটির পর বিচারপতি অমৃতা সিনহা পুলিশ সংক্রান্ত মামলার শুনানি করার দায়িত্ব পেয়েছিলেন ৷

তার আংশিক পরিবর্তন করা হল ৷ বিচারপতি সিনহাকে শুধুমাত্র 2018 থেকে 2021 সালের মধ্যেকার মামলাগুলি শোনারই দায়িত্ব দেওয়া হয়েছে ৷ বাকি একেবারে সাম্প্রতিক কালে পুলিশের ভূমিকা নিয়ে যে সমস্ত মামলা, সেগুলি থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে ৷ সেই মামলাগুলি শোনার দায়িত্ব পেয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷ 2022 সালের পর পুলিশের অতিসক্রিয়তা বিষয়ে দায়ের হওয়া মামলাগুলি শুনবেন তিনি ৷ তবে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি সিনহাকে ৷

উল্লেখ্য বিচারপতি অমৃতা সিনহাকে পুলিশ সংক্রান্ত মামলা শুনানি করার দায়িত্ব দেওয়ার পর কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা ৷ যেখানে বিচারপতি সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল ৷ বিচারপতি সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে সল্টলেকের এক বাসিন্দার মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ তোলা হয় ৷ যদিও সেই অভিযোগ সুপ্রিমকোর্টে খারিজ করে দিয়েছে ৷ একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও এই জনস্বার্থ মামলাকারীর কড়া সমালোচনা করেছিলেন ৷ যদিও সেই মামলা তিনি আর শোনেননি ৷

এর আগে 2023 সালের এপ্রিলে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য প্রশাসনের সমালোচনার কোপে পড়েছিলেন ৷ একই সঙ্গে তাঁর বাড়িতে এবং কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাতের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল ৷ তবে সব মিলিয়ে বিচারপতি অমৃতা সিনহাকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে তাঁর পুলিশ সংক্রান্ত মামলা থেকে সরানো হল বলেই মনে করছেন আইনজীবীরা ৷

কলকাতা, 12 জুলাই: পুলিশের অতিসক্রিয়তা বা নিষ্ক্রিয়তা নিয়ে দায়ের হওয়া সাম্প্রতিক মামলাগুলি থেকে সরানো হল বিচারপতি অমৃতা সিনহাকে ৷ শুক্রবার কলকাতা হাইকোর্টের রোস্টারে ফের পরিবর্তন করা হয় ৷ অর্থাৎ কোন বিচারপতি কী মামলা শুনবেন, সেই তালিকার বদল হল ৷ সেখানেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে ৷

পুলিশের অতিসক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব দেওয়া হয়েছিল বিচারপতি অমৃতা সিনহাকে ৷ আদালতে গ্রীষ্মকালীন ছুটির পর বিচারপতি অমৃতা সিনহা পুলিশ সংক্রান্ত মামলার শুনানি করার দায়িত্ব পেয়েছিলেন ৷

তার আংশিক পরিবর্তন করা হল ৷ বিচারপতি সিনহাকে শুধুমাত্র 2018 থেকে 2021 সালের মধ্যেকার মামলাগুলি শোনারই দায়িত্ব দেওয়া হয়েছে ৷ বাকি একেবারে সাম্প্রতিক কালে পুলিশের ভূমিকা নিয়ে যে সমস্ত মামলা, সেগুলি থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে ৷ সেই মামলাগুলি শোনার দায়িত্ব পেয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷ 2022 সালের পর পুলিশের অতিসক্রিয়তা বিষয়ে দায়ের হওয়া মামলাগুলি শুনবেন তিনি ৷ তবে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি সিনহাকে ৷

উল্লেখ্য বিচারপতি অমৃতা সিনহাকে পুলিশ সংক্রান্ত মামলা শুনানি করার দায়িত্ব দেওয়ার পর কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা ৷ যেখানে বিচারপতি সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল ৷ বিচারপতি সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে সল্টলেকের এক বাসিন্দার মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ তোলা হয় ৷ যদিও সেই অভিযোগ সুপ্রিমকোর্টে খারিজ করে দিয়েছে ৷ একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও এই জনস্বার্থ মামলাকারীর কড়া সমালোচনা করেছিলেন ৷ যদিও সেই মামলা তিনি আর শোনেননি ৷

এর আগে 2023 সালের এপ্রিলে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য প্রশাসনের সমালোচনার কোপে পড়েছিলেন ৷ একই সঙ্গে তাঁর বাড়িতে এবং কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাতের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল ৷ তবে সব মিলিয়ে বিচারপতি অমৃতা সিনহাকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে তাঁর পুলিশ সংক্রান্ত মামলা থেকে সরানো হল বলেই মনে করছেন আইনজীবীরা ৷

Last Updated : Jul 12, 2024, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.