ETV Bharat / state

'রাজ্যজুড়ে পরিকল্পনা ছাড়াই রাস্তা জবরদখল', হকার উচ্ছেদে কড়া সিদ্ধান্ত হাইকোর্টের - Cal HC on Hawkers Eviction - CAL HC ON HAWKERS EVICTION

Cal HC on Hawkers Eviction: হকার উচ্ছেদে কড়া সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট ৷ হকার উচ্ছেদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

ETV BHARAT
হকার উচ্ছেদে কড়া সিদ্ধান্ত হাইকোর্টের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 7:01 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: রাস্তার জবরদখল নিয়ে ফের ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট । চন্দননগরের জিটি রোডের ধারে হকার উচ্ছেদের সিদ্ধান্ত বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । রায় দিতে গিয়ে প্রধান বিচারপতির মন্তব্য, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোনও পরিকল্পনা ছাড়াই রাস্তা জবরদখল করা হচ্ছে । হাইওয়ে দখল করেও ব্যবসা চলছে ।

এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, রাস্তা দখল করার ফলে সাধারণ মানুষ রাস্তায় চলাচলের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন । ফুটপাথ দখল করে নেওয়া হচ্ছে । এমনকি জনবহুল এলাকাতেও রাস্তা দখল করা হচ্ছে । পুলিশ বা পুরসভার পক্ষ থেকে উচ্ছেদ করতে গেলে তার প্রতিরোধ করা হচ্ছে ।

উল্লেখ্য, চন্দননগরের জিটি রোডের ধারে হকারদের উচ্ছেদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এলাকার হকার ইউনিয়ন । তাদের দাবি ছিল, হকারদের উচ্ছেদ করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট আইন আছে । সেই আইন অনুযায়ী হকারদের উচ্ছেদ করা যায় না । আবেদনকারীর এই আবেদনে কর্ণপাত করেনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । উচ্ছেদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছিল, তা আজ খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

এর আগে একটি মামলায় তারাতলায় পোর্ট ট্রাস্টের জমি দখল করে ছোট দোকান বানিয়ে বছরের পর বছর ব্যবসা করায় অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি । ওই ব্যবসায়ীদের সেখান থেকে তুলে দিতে গেলে উলটে তাঁরা হাইকোর্টে মামলা দায়ের করেন । তাতেই ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি বলেন, "এক একজন লোক চাকরি করে 400 বর্গফুটের একটি ফ্ল্যাটের ইএমআই দিচ্ছে সারা জীবনধরে । আর এরা দিব্যি সরকারি জমি দখল করে বসে আছে । যান, ময়দান এলাকায় প্রচুর ফাঁকা জায়গা আছে, গিয়ে দখল করে বসে পড়ুন ।"

কলকাতা, 18 সেপ্টেম্বর: রাস্তার জবরদখল নিয়ে ফের ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট । চন্দননগরের জিটি রোডের ধারে হকার উচ্ছেদের সিদ্ধান্ত বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । রায় দিতে গিয়ে প্রধান বিচারপতির মন্তব্য, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোনও পরিকল্পনা ছাড়াই রাস্তা জবরদখল করা হচ্ছে । হাইওয়ে দখল করেও ব্যবসা চলছে ।

এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, রাস্তা দখল করার ফলে সাধারণ মানুষ রাস্তায় চলাচলের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন । ফুটপাথ দখল করে নেওয়া হচ্ছে । এমনকি জনবহুল এলাকাতেও রাস্তা দখল করা হচ্ছে । পুলিশ বা পুরসভার পক্ষ থেকে উচ্ছেদ করতে গেলে তার প্রতিরোধ করা হচ্ছে ।

উল্লেখ্য, চন্দননগরের জিটি রোডের ধারে হকারদের উচ্ছেদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এলাকার হকার ইউনিয়ন । তাদের দাবি ছিল, হকারদের উচ্ছেদ করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট আইন আছে । সেই আইন অনুযায়ী হকারদের উচ্ছেদ করা যায় না । আবেদনকারীর এই আবেদনে কর্ণপাত করেনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । উচ্ছেদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছিল, তা আজ খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

এর আগে একটি মামলায় তারাতলায় পোর্ট ট্রাস্টের জমি দখল করে ছোট দোকান বানিয়ে বছরের পর বছর ব্যবসা করায় অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি । ওই ব্যবসায়ীদের সেখান থেকে তুলে দিতে গেলে উলটে তাঁরা হাইকোর্টে মামলা দায়ের করেন । তাতেই ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি বলেন, "এক একজন লোক চাকরি করে 400 বর্গফুটের একটি ফ্ল্যাটের ইএমআই দিচ্ছে সারা জীবনধরে । আর এরা দিব্যি সরকারি জমি দখল করে বসে আছে । যান, ময়দান এলাকায় প্রচুর ফাঁকা জায়গা আছে, গিয়ে দখল করে বসে পড়ুন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.