ETV Bharat / state

নির্যাতিতার ছবি ব্যবহার করে কুমন্তব্য ! সিবিআইকে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Calcutta High Court: আরজি কর হাসপাতালে নির্যাতিতার ছবি ব্যবহার করে সমাজমাধ্যমে কুমন্তব্য করা হচ্ছে, এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই অভিযোগগুলি খতিয়ে দেখে সিবিআইকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ৷

ETV BHARAT
কলকাতা হাইকোর্ট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 1:36 PM IST

Updated : Sep 5, 2024, 5:21 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে নির্যাতিতার ছবি ব্যবহার করে কুমন্তব্য করার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ সিবিআইকে এই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ অভিযোগ খতিয়ে দেখে সিবিআইকে রিপোর্ট আদালতে পেশ করতে বলেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ।

আইনজীবী শুভব্রত চৌধুরী কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলায় অভিযোগ করেছেন যে, আরজি করে নির্যাতিতার ছবি ব্যবহার করে ফেসবুকে কুমন্তব্য চালিয়ে যাচ্ছে একদল যুবক । তবে পুলিশ এব্যাপারে কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ করেন তিনি । তাঁর এই অভিযোগ শোনার পর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, যে ধরনের মন্তব্য আপলোড হয়েছে, সেটা সমাজের কোনও মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না । এরপরেই তিনি সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরকে মামলাকারীর অভিযোগগুলি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন । আগামী 18 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে, আরজি করে নির্যাতিতার নাম বা ছবি ব্যবহার করে সোশাল মিডিয়াতে যেন কোনও পোস্ট করা না-হয় । আদালতের নির্দেশ অমান্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন প্রধান বিচারপতি । কারণ এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে বলে জানান তিনি । তা সত্ত্বেও নির্যাতিতার নাম ও ছবি ব্যবহার করে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে নির্যাতিতার ছবি ব্যবহার করে কুমন্তব্য করার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ সিবিআইকে এই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ অভিযোগ খতিয়ে দেখে সিবিআইকে রিপোর্ট আদালতে পেশ করতে বলেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ।

আইনজীবী শুভব্রত চৌধুরী কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলায় অভিযোগ করেছেন যে, আরজি করে নির্যাতিতার ছবি ব্যবহার করে ফেসবুকে কুমন্তব্য চালিয়ে যাচ্ছে একদল যুবক । তবে পুলিশ এব্যাপারে কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ করেন তিনি । তাঁর এই অভিযোগ শোনার পর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, যে ধরনের মন্তব্য আপলোড হয়েছে, সেটা সমাজের কোনও মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না । এরপরেই তিনি সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরকে মামলাকারীর অভিযোগগুলি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন । আগামী 18 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে, আরজি করে নির্যাতিতার নাম বা ছবি ব্যবহার করে সোশাল মিডিয়াতে যেন কোনও পোস্ট করা না-হয় । আদালতের নির্দেশ অমান্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন প্রধান বিচারপতি । কারণ এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে বলে জানান তিনি । তা সত্ত্বেও নির্যাতিতার নাম ও ছবি ব্যবহার করে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।

Last Updated : Sep 5, 2024, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.