ETV Bharat / state

মালদা ডিপিএসসি চেয়ারপার্সনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাইকোর্টের - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Calcutta High Court: বারবার হাজিরা দেওয়ার নির্দেশ অমান্য ৷ মালদা ডিপিএসসি চেয়ারপার্সন বাসন্তী বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কলকাতা হাইকোর্ট ৷ আগামী 26 সেপ্টেম্বর তাঁকে সশরীরে হাইকোর্টে উপস্থিত করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও ৷

Calcutta High Court
ডিপিএসসি চেয়ারপার্সনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 2:06 PM IST

Updated : Sep 24, 2024, 2:54 PM IST

কলকাতা/মালদা, 24 সেপ্টেম্বর: একাধিকবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ৷ কিন্তু তিনি সেই নির্দেশ বারবার উপেক্ষা করেন ৷ শেষ পর্যন্ত আদালত অবমাননার দায়ে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের (ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল) সভাপতি বাসন্তী বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কলকাতা হাইকোর্ট ৷

আগামী 26 সেপ্টেম্বর বেলা সাড়ে 3টেয় তাঁকে কলকাতা হাইকোর্টে উপস্থিত করার জন্য গত বৃহস্পতিবার মালদা জেলা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও ৷ এই নির্দেশ জেলায় এসে পৌঁছতেই শোরগোল পড়েছে পুলিশ মহলে ৷ এ দিকে হাইকোর্টের নির্দেশ শোনার পরেই তড়িঘড়ি কলকাতায় আসেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ৷ ঘনিষ্ঠ মহলে বাসন্তী বর্মন জানিয়েছেন, এই নির্দেশ নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতেই তিনি কলকাতা এসেছেন ৷ তবে বারবার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি ৷

2006 সালে মালদা জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ সেই প্রক্রিয়ায় 2010 সালের 5 মার্চ প্রাথমিকের সহকারী শিক্ষিকা হিসাবে মফেজাকে নিয়োগপত্র দেয় মালদা ডিপিএসসি ৷ কিন্তু বছর চারেক চাকরি করার পর 2014 সালের 14 অগস্ট তাঁর নিয়োগ বাতিল করা হয় ৷ 2023 সালে তাঁকে ফের অপ্রশিক্ষিত শিক্ষক হিসাবে নিয়োগপত্র দেওয়া হয় ৷ অথচ শিক্ষার অধিকার আইন অনুযায়ী, অপ্রশিক্ষিত শিক্ষকরা কাজে যোগদানের পর বিএড প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঁচ বছর পর্যন্ত সময় পাবেন ৷

মফেজা যে তিন বছর শিক্ষিকা হিসাবে কাজ করেছিলেন, তার মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বিএড প্রশিক্ষণের জন্য অপ্রশিক্ষিত শিক্ষকদের তালিকা তৈরি করে ৷ কিন্তু তার মধ্যে মফেজার নাম ছিল না ৷ অথচ তাঁর সেই সুযোগ পাওয়া উচিত ছিল ৷ এদিকে দীর্ঘ সময় বসে থাকার জন্য তিনি বেতনও পাননি ৷ তিনি ডিপিএসসির কাছে সেই বকেয়া প্রাপ্তির দাবি জানান ৷ ডিপিএসসি সেই বকেয়া মেটাতে অস্বীকার করায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷

এই মামলায় শুনানির জন্য কলকাতা হাইকোর্ট একাধিকবার মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ৷ কোনও সমস্যা থাকলে তাঁকে ভার্চুয়াল হাজিরা দেওয়ার অনুমোদনও দেওয়া হয় ৷ কিন্তু বারবার আদালতের নির্দেশ অমান্য করেছেন বাসন্তী বর্মন ৷ শেষ পর্যন্ত বিচারপতি কৃষ্ণা রাও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন ৷ একইসঙ্গে আগামী 26 সেপ্টেম্বর বাসন্তীকে সশরীরে হাইকোর্টে উপস্থিত করানোর জন্য জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি ৷ পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "হাইকোর্টের নির্দেশিকা এখনও হাতে এসে পৌঁছয়নি ৷ সেই নির্দেশিকা হাতে এলেই নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷"

কলকাতা/মালদা, 24 সেপ্টেম্বর: একাধিকবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ৷ কিন্তু তিনি সেই নির্দেশ বারবার উপেক্ষা করেন ৷ শেষ পর্যন্ত আদালত অবমাননার দায়ে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের (ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল) সভাপতি বাসন্তী বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কলকাতা হাইকোর্ট ৷

আগামী 26 সেপ্টেম্বর বেলা সাড়ে 3টেয় তাঁকে কলকাতা হাইকোর্টে উপস্থিত করার জন্য গত বৃহস্পতিবার মালদা জেলা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও ৷ এই নির্দেশ জেলায় এসে পৌঁছতেই শোরগোল পড়েছে পুলিশ মহলে ৷ এ দিকে হাইকোর্টের নির্দেশ শোনার পরেই তড়িঘড়ি কলকাতায় আসেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ৷ ঘনিষ্ঠ মহলে বাসন্তী বর্মন জানিয়েছেন, এই নির্দেশ নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতেই তিনি কলকাতা এসেছেন ৷ তবে বারবার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি ৷

2006 সালে মালদা জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ সেই প্রক্রিয়ায় 2010 সালের 5 মার্চ প্রাথমিকের সহকারী শিক্ষিকা হিসাবে মফেজাকে নিয়োগপত্র দেয় মালদা ডিপিএসসি ৷ কিন্তু বছর চারেক চাকরি করার পর 2014 সালের 14 অগস্ট তাঁর নিয়োগ বাতিল করা হয় ৷ 2023 সালে তাঁকে ফের অপ্রশিক্ষিত শিক্ষক হিসাবে নিয়োগপত্র দেওয়া হয় ৷ অথচ শিক্ষার অধিকার আইন অনুযায়ী, অপ্রশিক্ষিত শিক্ষকরা কাজে যোগদানের পর বিএড প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঁচ বছর পর্যন্ত সময় পাবেন ৷

মফেজা যে তিন বছর শিক্ষিকা হিসাবে কাজ করেছিলেন, তার মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বিএড প্রশিক্ষণের জন্য অপ্রশিক্ষিত শিক্ষকদের তালিকা তৈরি করে ৷ কিন্তু তার মধ্যে মফেজার নাম ছিল না ৷ অথচ তাঁর সেই সুযোগ পাওয়া উচিত ছিল ৷ এদিকে দীর্ঘ সময় বসে থাকার জন্য তিনি বেতনও পাননি ৷ তিনি ডিপিএসসির কাছে সেই বকেয়া প্রাপ্তির দাবি জানান ৷ ডিপিএসসি সেই বকেয়া মেটাতে অস্বীকার করায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷

এই মামলায় শুনানির জন্য কলকাতা হাইকোর্ট একাধিকবার মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ৷ কোনও সমস্যা থাকলে তাঁকে ভার্চুয়াল হাজিরা দেওয়ার অনুমোদনও দেওয়া হয় ৷ কিন্তু বারবার আদালতের নির্দেশ অমান্য করেছেন বাসন্তী বর্মন ৷ শেষ পর্যন্ত বিচারপতি কৃষ্ণা রাও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন ৷ একইসঙ্গে আগামী 26 সেপ্টেম্বর বাসন্তীকে সশরীরে হাইকোর্টে উপস্থিত করানোর জন্য জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি ৷ পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "হাইকোর্টের নির্দেশিকা এখনও হাতে এসে পৌঁছয়নি ৷ সেই নির্দেশিকা হাতে এলেই নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷"

Last Updated : Sep 24, 2024, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.